Samakal:
2025-07-30@10:26:02 GMT

পূজা-আদরের এক মিনিটের ঝলক

Published: 30th, May 2025 GMT

পূজা-আদরের এক মিনিটের ঝলক

গতকাল বিকেলে প্রকাশ হয়েছে টগর সিনেমার এক মিনিটের টিজার। শুরুতেই সংলাপ ‘জয়িতা কোনো রক্ষিতা নয়, জয়িতা আমার বউ’ দর্শকদের আবেগে ঝাঁকুনি দিয়েছে। এতে বোঝা যায়, টগর কোনো একক চরিত্রের গল্প নয়; বরং বহু স্তরবিশিষ্ট কাহিনি। পূজা চেরী অভিনীত জয়িতা চরিত্রটি যেমন চোখে লেগে থাকে, তেমনি সুমন আনোয়ার, আজাদ আবুল কালাম ও রোজি সিদ্দিকীর সংক্ষিপ্ত ঝলকেও বোঝা যায়, তাদের উপস্থিতি গল্পে গুরুত্বপূর্ণ। 

আরেকটি সংলাপ ‘আচ্ছা টগর, আমগো বাপ মা নাই ক্যান?’ গভীর শ্রেণিচেতনামূলক বাস্তবতা তুলে ধরে। টিজারের ব্যাকগ্রাউন্ড মিউজিক ও সংলাপ নিখুঁত, যা আবহ তৈরিতে বড় ভূমিকা রেখেছে। এটি নিছক একটি অ্যাকশন বাণিজ্যিক ছবি নয়; বরং গল্পনির্ভর একটি কনটেন্ট-ড্রিভেন সিনেমার ইঙ্গিত দিয়েছে টিজারটি। 
সিনেমাটি প্রযোজনা করেছেন রণক ইকরাম। পরিবেশনা করছে এআর মুভি নেটওয়ার্ক।

সিনেমাটি ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে সারাদেশে। 
 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: চ ত রন য় ক

এছাড়াও পড়ুন:

নির্জন পথে হরিণের মাংস নিয়ে ফিরছিলেন শিকারিরা, কোস্টগার্ড দেখে পালালেন

ছবি: সংগৃহীত

সম্পর্কিত নিবন্ধ