দোয়া ও মিলাদের মধ্যদিয়ে জালকুড়িতে কুরবানির পশুর হাটের উদ্ধোধন
Published: 31st, May 2025 GMT
দোয়া ও মিলাদের মধ্যে দিয়ে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি বাসস্ট্যান্ডস্থ ক্যানাল পাড় সংলগ্ন বালুর মাঠে কুরবানির পশুর হাটের উদ্ধোধন করা হয়েছে।
শুক্রবার (৩০মে) রাতে কুরবানির পশুর হাটে মিলাদ ও দোয়ার মাধ্যমে এ হাটের উদ্ধোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন হাট পরিচালনা কমিটির সদস্য বাবুল প্রধান, এ্যাডঃ মাসুদুজ্জামান মন্টু, জাকির হোসেন, মাসুদুর রহমান মাসুদ, ইস্রাফিল প্রধান, কামরুল হাসান শরীফ, মহিউদ্দিন সিকদার, হাজী নুরুল ইসলাম, দেলোয়ার হোসেন, শাহ-জাহানসহ আরো অনেকে।
দোয়া ও মিলাদ শেষে হাটের ইজারাদার মাজেদুল ইসলাম বলেন প্রতি বছরের ন্যায় এবারও পশুর হাট বসানো হয়েছে আমাদের ঐতিহ্যবাহী জালকুড়ি পশু কুরবানির হাট।
পশুর হাটে সর্বাক্ষণিক নিরাপত্তা, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবারাহ নিশ্চিত করা। জাল নোট শনাক্তকরন, আধুনিক পদ্ধতিতে হাসিল আদায়সহ সকল ধরনের ব্যবস্থা।
এছাড়া সার্বক্ষনিক পশু চিকিৎসা ব্যবস্থা, হাটে পশু আনতে কেউ যাতে হয়রানির শিকার না হয় এর জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ন র য়ণগঞ জ গর র হ ট ক রব ন ক রব ন র
এছাড়াও পড়ুন:
মেটা কানেক্ট সম্মেলনে ভিআর ও এআর পণ্যে ৬ চমক
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে অবস্থিত মেটার সদর দপ্তরে আয়োজিত বার্ষিক কানেক্ট সম্মেলনের প্রথম দিনে নতুন একাধিক প্রযুক্তি ও পণ্য আনার ঘোষণা দিয়েছে মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ। সম্মেলনে বহুল আলোচিত রেব্যান স্মার্ট চশমার হালনাগাদ সংস্করণ উন্মোচনের পাশাপাশি ডিসপ্লে যুক্ত স্মার্ট চশমা, অ্যাথলেটদের জন্য বিশেষ চশমা, ভার্চ্যুয়াল রিয়েলিটি (ভিআর) ও অগমেন্টেড রিয়েলিটিতে (এআর) বাস্তব পরিবেশ রূপান্তরের নতুন সুবিধা যুক্তের ঘোষণা দেন তিনি। সম্মেলনের উল্লেখযোগ্য ছয়টি ঘোষণা জেনে নেওয়া যাক।
মেটা রেব্যান ডিসপ্লে