সিঙ্গাপুর-ম্যাচ খেলতে ঢাকায় হামজা, বিমানবন্দরে সমর্থকদের উচ্ছ্বাস
Published: 2nd, June 2025 GMT
কেউ এসেছেন নরসিংদী থেকে, কেউ মুন্সিগঞ্জ। ভোরের আলো ফোটার আগেই ঢাকার উদ্দেশে রওনা দিয়েছিলেন তাঁরা। উদ্দেশ্য, হামজা চৌধুরীকে একনজর দেখা। বৈরী আবহাওয়া উপেক্ষা করে সকাল থেকেই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জড়ো হতে থাকেন সমর্থকেরা। শেষ পর্যন্ত দুপুর ১১টা ১৫ মিনিটের দিকে বিমানবন্দরে পা রাখেন শেফিল্ড ইউনাইটেডে খেলা এই মিডফিল্ডার।
বিমানবন্দর থেকে টিম হোটেলে যাবেন হামজা। সেখানে বিশ্রাম শেষে আজ বিকেলে দলের অনুশীলনে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। লক্ষ্য, ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ।
লাল-সবুজ জার্সিতে হামজার অভিষেক আগেই মার্চেই। তাতে কী! হামজার আগমন মানেই যেন বিশেষ কিছু। গত কয়েক দিনে সেটা ভালোভাবেই টের পাওয়া গেছে আজ বিমানবন্দরে সমর্থকদের ভিড়ও জানান দেয় তেমন কিছু। শুধু ঢাকা নয় ঢাকার বাইরে থেকেও অনেকে এসেছেন হামজাকে বিমানবন্দরে স্বাগত জানাতে।
নরসিংদী থেকে ভোর ৪টায় রওনা দিয়ে বিমানবন্দরে এসেছেন আশিক নামের এক ফুটবলপ্রেমী। হামরা বের হওয়ার আগে কথা হলো তাঁর সঙ্গে। ফুটবল এবং হামজাকে ঘিরে যেন উচ্ছ্বাসের শেষ নেই আশিকের, 'টিভিতে হামজার খেলা দেখেছিলাম। এবার (বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের) টিকিটও পাইনি। তাই কষ্ট করে এত দূর থেকে এসেছি। হামজাকে একবার দেখতে পারলে খুব ভালো লাগবে।'
সিঙ্গাপুর ম্যাচের আগে ৪ জুন জাতীয় স্টেডিয়ামে ভুটানের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। গত বুধবার ভুটান ও সিঙ্গাপুর ম্যাচের জন্য ২৬ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করা হয়েছে। দল ঘোষণার পর থেকেই হামজাকে নিয়ে ফুটবলপ্রেমীদের মধ্যে উচ্ছ্বাস-উত্তেজনার শুরু। কবে তিনি দেশে আসবেন—সে অপেক্ষায় ছিলেন ফুটবলপ্রেমীরা। অবশেষে আজ ইংল্যান্ড থেকে দেশে ফিরলেন হামজা।
দুই মাস পর দেশে ফিরেছেন হামজা। মুখে দেখা গেছে চিরচেনা হাসি। ইংল্যান্ডে অবশ্য হামজার গত কিছুদিন ভালো যায়নি। চ্যাম্পিয়নশিপ প্লে-অফ ফাইনালে সান্ডারল্যান্ডের কাছে হেরে প্রিমিয়ার লিগে উঠতে পারেনি তাঁর ধারের দল শেফিল্ড ইউনাইটেড। সামনের মৌসুমে তাঁর লেস্টার সিটিতে ফিরে যাওয়ার কথা, যে ক্লাবটি এবার প্রিমিয়ার লিগ থেকে চ্যাম্পিয়নশিপে নেমে গেছে।
প্লে-অফের দুঃস্মৃতি ভুলে এবার হামজার দেশের হয়ে মাঠে নামার পালা। যদিও ভুটানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে হামজাকে বিশ্রাম দিতে পারেন কোচ হাভিয়ের কাবরেরা। তেমনটা হলে ১০ জুন সিঙ্গাপুর ম্যাচ দিয়েই ঘরের মাঠে অভিষেক হবে হামজার।
এর আগে গত ১৮ মার্চ প্রথমবারের মতো বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ক্যাম্পে যোগ দিয়েছিলেন তিনি। ২৫ মার্চ শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে ভারতের বিপক্ষে খেলেছিলেন এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে। যে ম্যাচে ভারতের সঙ্গে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ।
‘সি’ গ্রুপে বাংলাদেশ, ভারত, সিঙ্গাপুর ও হংকং—চার দলের পয়েন্টই সমান ১ করে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ফখরুলের কণ্ঠ নকল, সতর্ক করল বিএনপি
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কণ্ঠ নকল করে ভুয়া ভিডিও বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করেছে দলটি।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে রবিবার এ তথ্য জানানো হয়।
আরো পড়ুন:
অন্তর্বর্তী সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: ফখরুল
ঐক্যের মাধ্যমে অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে চাই: ফখরুল
বিজ্ঞপ্তিতে বলা হয়, কিছু কুচক্রি মহল পুরোনো প্রেস কনফারেন্সের ছবি ও বক্তব্য এডিট করে এবং এআই প্রযুক্তি ব্যবহার করে মির্জা ফখরুলের কণ্ঠ নকল করেছে। তারপর তা গণমাধ্যমে ছড়িয়ে দিচ্ছে।
ভিডিওতে দেখানো হচ্ছে, বিএনপি মহাসচিব আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের এমপি প্রার্থীদের চূড়ান্ত তালিকা ঘোষণা করেছেন। বিএনপি বলছে, এই ভিডিও পুরোপুরি বানোয়াট ও ভিত্তিহীন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতেই এই কুচক্রি মহল ভিডিও প্রচার করছে। দেশের মানুষ, দলীয় নেতাকর্মী এবং এমপি মনোনয়ন প্রত্যাশীদের এ ধরনের এডিট করা ভিডিও দেখে বিভ্রান্ত না হওয়ার জন্য সতর্ক করেছে বিএনপি।
ঢাকা/নঈমুদ্দীন/সাইফ