কেউ এসেছেন নরসিংদী থেকে, কেউ মুন্সিগঞ্জ। ভোরের আলো ফোটার আগেই ঢাকার উদ্দেশে রওনা দিয়েছিলেন তাঁরা। উদ্দেশ্য, হামজা চৌধুরীকে একনজর দেখা। বৈরী আবহাওয়া উপেক্ষা করে সকাল থেকেই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জড়ো হতে থাকেন সমর্থকেরা। শেষ পর্যন্ত দুপুর ১১টা ১৫ মিনিটের দিকে বিমানবন্দরে পা রাখেন শেফিল্ড ইউনাইটেডে খেলা এই মিডফিল্ডার।

বিমানবন্দর থেকে টিম হোটেলে যাবেন হামজা। সেখানে বিশ্রাম শেষে আজ বিকেলে দলের অনুশীলনে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। লক্ষ্য, ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ।

লাল-সবুজ জার্সিতে হামজার অভিষেক আগেই মার্চেই। তাতে কী! হামজার আগমন মানেই যেন বিশেষ কিছু। গত কয়েক দিনে সেটা ভালোভাবেই টের পাওয়া গেছে আজ বিমানবন্দরে সমর্থকদের ভিড়ও জানান দেয় তেমন কিছু। শুধু ঢাকা নয় ঢাকার বাইরে থেকেও অনেকে এসেছেন হামজাকে বিমানবন্দরে স্বাগত জানাতে।

নরসিংদী থেকে ভোর ৪টায় রওনা দিয়ে বিমানবন্দরে এসেছেন আশিক নামের এক ফুটবলপ্রেমী। হামরা বের হওয়ার আগে কথা হলো তাঁর সঙ্গে। ফুটবল এবং হামজাকে ঘিরে যেন উচ্ছ্বাসের শেষ নেই আশিকের, 'টিভিতে হামজার খেলা দেখেছিলাম। এবার (বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের) টিকিটও পাইনি। তাই কষ্ট করে এত দূর থেকে এসেছি। হামজাকে একবার দেখতে পারলে খুব ভালো লাগবে।'

সিঙ্গাপুর ম্যাচের আগে ৪ জুন জাতীয় স্টেডিয়ামে ভুটানের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। গত বুধবার ভুটান ও সিঙ্গাপুর ম্যাচের জন্য ২৬ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করা হয়েছে। দল ঘোষণার পর থেকেই হামজাকে নিয়ে ফুটবলপ্রেমীদের মধ্যে উচ্ছ্বাস-উত্তেজনার শুরু। কবে তিনি দেশে আসবেন—সে অপেক্ষায় ছিলেন ফুটবলপ্রেমীরা। অবশেষে আজ ইংল্যান্ড থেকে দেশে ফিরলেন হামজা।

দুই মাস পর দেশে ফিরেছেন হামজা। মুখে দেখা গেছে চিরচেনা হাসি। ইংল্যান্ডে অবশ্য হামজার গত কিছুদিন ভালো যায়নি। চ্যাম্পিয়নশিপ প্লে-অফ ফাইনালে সান্ডারল্যান্ডের কাছে হেরে প্রিমিয়ার লিগে উঠতে পারেনি তাঁর ধারের দল শেফিল্ড ইউনাইটেড। সামনের মৌসুমে তাঁর লেস্টার সিটিতে ফিরে যাওয়ার কথা, যে ক্লাবটি এবার প্রিমিয়ার লিগ থেকে চ্যাম্পিয়নশিপে নেমে গেছে।

প্লে-অফের দুঃস্মৃতি ভুলে এবার হামজার দেশের হয়ে মাঠে নামার পালা। যদিও ভুটানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে হামজাকে বিশ্রাম দিতে পারেন কোচ হাভিয়ের কাবরেরা। তেমনটা হলে ১০ জুন সিঙ্গাপুর ম্যাচ দিয়েই ঘরের মাঠে অভিষেক হবে হামজার।

এর আগে গত ১৮ মার্চ প্রথমবারের মতো বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ক্যাম্পে যোগ দিয়েছিলেন তিনি। ২৫ মার্চ শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে ভারতের বিপক্ষে খেলেছিলেন এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে। যে ম্যাচে ভারতের সঙ্গে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ।

‘সি’ গ্রুপে বাংলাদেশ, ভারত, সিঙ্গাপুর ও হংকং—চার দলের পয়েন্টই সমান ১ করে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

বাগদানের গুঞ্জনের মাঝে হুমার রহস্যময় পোস্ট

অনেক দিন ধরে গুঞ্জন উড়ছে, অভিনয় প্রশিক্ষক রচিত সিংয়ের সঙ্গে প্রেম করছেন বলিউড অভিনেত্রী হুমা কুরেশি। যদিও তারা এ সম্পর্কের কথা কখনো স্বীকার করেননি। কয়েক দিন আগে জানা যায়, দীর্ঘ দিনের কথিত প্রেমিক রচিতের সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন হুমা কুরেশি।  

বিভিন্ন সংবাদমাধ্যমের বরাত দিয়ে দ্য ফ্রি প্রেস জার্নাল জানিয়েছে, এক বছরের বেশি সময় লিভ-ইন সম্পর্কে থাকার পর বাগদান সম্পন্ন করেছেন তারা। যদিও এই খবরের কোনো প্রতিক্রিয়া জানাননি হুমা।  

আরো পড়ুন:

আমার স্বামীর উপরে কু-নজর পড়েছে: অঙ্কিতা

‘উদয়ের সঙ্গে ব্রেকআপের পর অনেক কষ্ট পেয়েছিলাম’

বুধবার (১৭ সেপ্টেম্বর) ইনস্টাগ্রামে একটি রহস্যময় বার্তা শেয়ার করেছেন এই অভিনেত্রী। হুমা তার ইনস্টাগ্রাম স্টোরিতে রামেন বাউলের ছবি শেয়ার করে লেখেন, “প্রত্যেকেরই শান্ত হওয়া প্রয়োজন… আর শান্তভাবে কাজ করা উচিত।” পাশাপাশি জানান, তিনি বর্তমানে দক্ষিণ কোরিয়ায় অবস্থান করছেন। 

এর আগে হুমা-রচিতের ঘনিষ্ঠজন হিন্দুস্তান টাইমসকে বলেন, “হুমা তার দীর্ঘ দিনের প্রেমিক, অভিনয় প্রশিক্ষক রচিত সিংয়ের সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন।”  

হুমা ও রচিতের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়, তাদের ঘনিষ্ঠ বন্ধু, গায়িকা আকাসা সিংয়ের শেয়ার করা একটি ছবিকে কেন্দ্র করে। এ ছবির ক্যাপশনে আকাসা লেখেন, “এক টুকরো এই স্বর্গের জন্য তোমাদের অভিনন্দন। দারুণ একটি রাত কেটেছে।”   

এ ঘটনার কিছুদিন পর, হুমা ও রচিতকে একসঙ্গে দেখা যায় সোনাক্ষী সিনহা ও জহির ইকবালের বিয়েতে, দুজনেই সেদিন পরেছিলেন গোলাপী রঙের পোশাক। তাদের রসায়ন ছিল চোখে পড়ার মতো এবং ভক্তরা দ্রুত অনলাইনে খোঁজখবর নেওয়া শুরু করেন এই রহস্যময় ব্যক্তিটিকে (রচিত) নিয়ে।  

সম্প্রতি, রচিতের ঘনিষ্ঠ একজনের জন্মদিন উদযাপনের সময় আবারো তাদের একসঙ্গে দেখা যায়, যা তাদের বাগদান নিয়ে জল্পনা আরো বাড়িয়ে তোলে। তবে বাগদান নিয়ে নানা চর্চা চললেও সরাসরি একটি কথাও বলেননি হুমা কিংবা রচিত।  

রচিত সিংহ একজন নামকরা অভিনয় প্রশিক্ষক। রচিত সিং ওয়ার্কশপ নামে তার নিজস্ব প্রতিষ্ঠান রয়েছে। এই ওয়ার্কশপের মাধ্যমে ১০০টিরও বেশি কর্মশালা পরিচালনা করেছেন রচিত। তার কর্মশালায় অংশ নিয়েছেন—গুলশন দেবাইয়া, ইমাদ শাহ, কুণাল কাপুর, পূজা হেগডে, হর্ষবর্ধন রানে, অমৃতা সুবাস, সহানা গোস্বামী, অহনা কুমারা, রণবীর সিং, বরুণ ধাওয়ান, ভিকি কৌশল, অনুশকা শর্মা, অনীত পড্ডা, শানায়া কাপুরের মতো অভিনয়শিল্পীরা।  

এর আগে পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার মুদাসসার আজিজের সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন বলিউড অভিনেত্রী হুমা কুরেশি। দীর্ঘ ৩ বছর সম্পর্কে ছিলেন তারা। ২০২২ সালের শেষের দিকে জানা যায়, ভেঙে গেছে এই সম্পর্ক।  

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ