কেউ এসেছেন নরসিংদী থেকে, কেউ মুন্সিগঞ্জ। ভোরের আলো ফোটার আগেই ঢাকার উদ্দেশে রওনা দিয়েছিলেন তাঁরা। উদ্দেশ্য, হামজা চৌধুরীকে একনজর দেখা। বৈরী আবহাওয়া উপেক্ষা করে সকাল থেকেই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জড়ো হতে থাকেন সমর্থকেরা। শেষ পর্যন্ত দুপুর ১১টা ১৫ মিনিটের দিকে বিমানবন্দরে পা রাখেন শেফিল্ড ইউনাইটেডে খেলা এই মিডফিল্ডার।

বিমানবন্দর থেকে টিম হোটেলে যাবেন হামজা। সেখানে বিশ্রাম শেষে আজ বিকেলে দলের অনুশীলনে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। লক্ষ্য, ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ।

লাল-সবুজ জার্সিতে হামজার অভিষেক আগেই মার্চেই। তাতে কী! হামজার আগমন মানেই যেন বিশেষ কিছু। গত কয়েক দিনে সেটা ভালোভাবেই টের পাওয়া গেছে আজ বিমানবন্দরে সমর্থকদের ভিড়ও জানান দেয় তেমন কিছু। শুধু ঢাকা নয় ঢাকার বাইরে থেকেও অনেকে এসেছেন হামজাকে বিমানবন্দরে স্বাগত জানাতে।

নরসিংদী থেকে ভোর ৪টায় রওনা দিয়ে বিমানবন্দরে এসেছেন আশিক নামের এক ফুটবলপ্রেমী। হামরা বের হওয়ার আগে কথা হলো তাঁর সঙ্গে। ফুটবল এবং হামজাকে ঘিরে যেন উচ্ছ্বাসের শেষ নেই আশিকের, 'টিভিতে হামজার খেলা দেখেছিলাম। এবার (বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের) টিকিটও পাইনি। তাই কষ্ট করে এত দূর থেকে এসেছি। হামজাকে একবার দেখতে পারলে খুব ভালো লাগবে।'

সিঙ্গাপুর ম্যাচের আগে ৪ জুন জাতীয় স্টেডিয়ামে ভুটানের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। গত বুধবার ভুটান ও সিঙ্গাপুর ম্যাচের জন্য ২৬ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করা হয়েছে। দল ঘোষণার পর থেকেই হামজাকে নিয়ে ফুটবলপ্রেমীদের মধ্যে উচ্ছ্বাস-উত্তেজনার শুরু। কবে তিনি দেশে আসবেন—সে অপেক্ষায় ছিলেন ফুটবলপ্রেমীরা। অবশেষে আজ ইংল্যান্ড থেকে দেশে ফিরলেন হামজা।

দুই মাস পর দেশে ফিরেছেন হামজা। মুখে দেখা গেছে চিরচেনা হাসি। ইংল্যান্ডে অবশ্য হামজার গত কিছুদিন ভালো যায়নি। চ্যাম্পিয়নশিপ প্লে-অফ ফাইনালে সান্ডারল্যান্ডের কাছে হেরে প্রিমিয়ার লিগে উঠতে পারেনি তাঁর ধারের দল শেফিল্ড ইউনাইটেড। সামনের মৌসুমে তাঁর লেস্টার সিটিতে ফিরে যাওয়ার কথা, যে ক্লাবটি এবার প্রিমিয়ার লিগ থেকে চ্যাম্পিয়নশিপে নেমে গেছে।

প্লে-অফের দুঃস্মৃতি ভুলে এবার হামজার দেশের হয়ে মাঠে নামার পালা। যদিও ভুটানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে হামজাকে বিশ্রাম দিতে পারেন কোচ হাভিয়ের কাবরেরা। তেমনটা হলে ১০ জুন সিঙ্গাপুর ম্যাচ দিয়েই ঘরের মাঠে অভিষেক হবে হামজার।

এর আগে গত ১৮ মার্চ প্রথমবারের মতো বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ক্যাম্পে যোগ দিয়েছিলেন তিনি। ২৫ মার্চ শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে ভারতের বিপক্ষে খেলেছিলেন এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে। যে ম্যাচে ভারতের সঙ্গে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ।

‘সি’ গ্রুপে বাংলাদেশ, ভারত, সিঙ্গাপুর ও হংকং—চার দলের পয়েন্টই সমান ১ করে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

পৌরসভা নির্বাচনে ভোট কেনার অভিযোগে ব্রাজিল ফুটবলপ্রধানের অফিস ও বাসায় তল্লাশি

ব্রাজিলের উত্তরাঞ্চলের শহর রোরাইমায় ভোটে অনিয়ম তদন্তে বুধবার ‘অপারেশন কাইজা প্রেতা’ (ব্ল্যাক বক্স) শুরু করেছে দেশটির পুলিশ। ইএসপিএন ব্রাজিল জানিয়েছে, এই তদন্তে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সভাপতি সামির সাউদ অন্যতম সন্দেহভাজন।

২০২৪ সালে রোরাইমা পৌরসভা নির্বাচনে ভোট ক্রয়ের অভিযোগের তদন্তে নেমেছে ব্রাজিলের পুলিশ। সেখানকার ফেডারেল ডেপুটি হেলেনা লিমা এই তদন্তের কেন্দ্রবিন্দু, যা শুরু হয় গত বছর। তাঁর স্বামী ও ব্যবসায়ী রেইনালদো লিমা রোরাইমায় পৌরসভা নির্বাচনের আগে ৫ লাখ ব্রাজিলিয়ান রিয়ালসহ গ্রেপ্তার হন। সাউদ হেলেনা লিমার সহযোগী এবং তাঁরা একই রাজনৈতিক (এমডিবি) দলের সদস্য।

আরও পড়ুনরোনালদোর যে ‘খিদে কখনো কমে না’২ ঘণ্টা আগে

সামির সাউদ, হেলেনা লিমা, রেইনালদো লিমা ও রোরাইমার যোগাযোগ অবকাঠামোর (ডিএনআইটি) সুপারিনটেনডেন্ট ইগো ব্রাসিল ছাড়াও আরও ৬ জন পুলিশের এই অভিযানের লক্ষ্যবস্তু। সিবিএফ সদর দপ্তর ছাড়াও সাউদের বাসায়ও অভিযান পরিচালনা করে পুলিশ।

সিবিএফ নিশ্চিত করেছে, ‘সকাল ৬টা ২৪ মিনিট থেকে ৬টা ৫২ মিনিটের মধ্যে সদর দপ্তরে পুলিশ এসেছে এবং এই অভিযান রোরাইমা নির্বাচনী আদালতের নির্দেশে শুরু হওয়া তদন্তের অংশ।’ সিবিএফ এটাও নিশ্চিত করেছে, ‘এই অভিযানের সঙ্গে সিবিএফ ও ব্রাজিলিয়ান ফুটবলের কোনো সম্পর্ক নেই।’ পাশাপাশি ‘সভাপতি সামির সাউদ তদন্তের কেন্দ্রবিন্দু নন’—এই কথাও জানানো হয়েছে সিবিএফের পক্ষ থেকে।

সিবিএফ সদরদপ্তরেও অভিযান চালায় ব্রাজিলের পুলিশ

সম্পর্কিত নিবন্ধ

  • পৌরসভা নির্বাচনে ভোট কেনার অভিযোগে ব্রাজিল ফুটবলপ্রধানের অফিস ও বাসায় তল্লাশি