কুড়িগ্রামে আগাম বন্যার পূর্বাভাসের অভাবে ভারী বৃষ্টি ও উজানের ঢলে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে কৃষকের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বন্যার আগাম পূর্বাভাস না জানায় সময়মতো ফসল তুলতে না পেরে প্রায় ৩০০ হেক্টর বোরো ধান, তিল, ভুট্টা, বাদাম ও বিভিন্ন ধরনের শাকসবজির খেত পানিতে নিমজ্জিত হয়েছে। সঠিক সময়ে পূর্বাভাস পেলে লোকসান কিছুটা কমত বলে কৃষকেরা জানান।

ভারী বৃষ্টি ও উজানের ঢলে বন্যা হতে পারে বলে ১৯ মে থেকে নিজেদের ওয়েবসাইট, পত্র-পত্রিকা ও ডিজিটাল মাধ্যমে পানি উন্নয়ন বোর্ড, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় প্রচার চালিয়েছে। ডিজিটাল মাধ্যমে বন্যার পূর্বাভাস প্রচারে সাধারণ মানুষের উপকারে আসার কথা বলা হলেও, প্রয়োজনীয় প্রযুক্তিজ্ঞানের অভাব, ডিজিটাল যন্ত্রপাতি ব্যবহারের ক্ষেত্রে সীমাবদ্ধতা, ইন্টারনেট সংযোগের অভাবে এসব সেবা সাধারণ মানুষের উপকারে আসে কম।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, এ বছর জেলার রাজারহাট উপজেলায় ১৭৫ হেক্টর আর উলিপুরে ২৩০ হেক্টর জমিতে বাদাম চাষ হয়েছে। চলতি মৌসুমে উজানের ঢল ও ভারী বৃষ্টিতে ৩০০ হেক্টর ফসলি খেত নিমজ্জিত হয়েছে। এখনো ৬৪ হেক্টর চিনাবাদাম ও ১ হেক্টর তিল পানিতে নিমজ্জিত রয়েছে।

উজানের ঢলে নদ-নদীর পানি বেড়ে কুড়িগ্রামের ৩০০ হেক্টর ফসলি জমি পানিতে নিমজ্জিত হওয়ার পর রাজারহাট, কুড়িগ্রাম সদর ও উলিপুর উপজেলার অনেক কৃষকের সঙ্গে কথা হয়। কৃষকেরা বন্যার পূর্বাভাস সম্পর্কে তাঁদের কেউ কোনো তথ্য জানান না বলে জানান। বন্যায় ক্ষয়ক্ষতির পর কৃষি বিভাগ থেকে তাঁদের ফসলের ক্ষয়ক্ষতির জন্য অনুদানের বিষয়েও অনেকেই জানেন না। আধুনিক যুগে এসেও জমিতে ফসল চাষের পর প্রকৃতির ওপর ভরসা করে তাঁদের থাকতে হয়। এ ছাড়া চরাঞ্চলে কৃষি কর্মকর্তাদের সহজে পাওয়া না যাওয়ায় নিজেদের অভিজ্ঞতা ও প্রাকৃতিক দুর্যোগের সঙ্গেই লড়াই করে এখনো প্রান্তিক কৃষকদের চাষাবাদ করতে হচ্ছে।

উলিপুর উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের মাঝের আলগার চরের কৃষক আবদুল মমিন বলেন, ‘উজানের ঢলে ব্রহ্মপুত্র নদের পানি বেড়ে চিনা, তিল ও বাদাম ডুবে গেছে। উজানে ভারী বৃষ্টি হয়ে ঢল নামবে জানা থাকলে আধা পাকা বাদাম ও তিল আগেই উঠাতাম। এতে লোকসান কিছুটা কম হতো। পানিতে ডুবে সব শেষ হয়ে গেছে।’

এক প্রশ্নের জবাবে আবদুল মমিন বলেন, ‘আমরা কৃষক মানুষ, টাচ ফোন চালাইবার পারি না। সরকার কোনে (কোথায়) বন্যার পূর্বাভাস দেয়, হেইডা তো আমরা দেখপার পাই না। নদীপাড়ের কৃষকের জন্য মাইকিং করে বন্যার পানি বাড়ার ঘোষণা দিলে উপকার হইল হয়।’

রাজারহাট উপজেলার চর গতিয়াশাম গ্রামের কৃষক রুহুল আমীন জানান, তিস্তা নদীর চরে তিনি ৫০ শতক জমিতে বাদাম চাষ করেছেন। বৃষ্টি শুরু হওয়ার পর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) প্রকৌশলী নদী পরিদর্শন করতে এসে বন্যার কথা বলেছিলেন। কাঁচা–পাকা মিলিয়ে ৩০ শতক জমির বাদাম তুলেছেন। বাকি বাদামখেত ডুবে গেছে। প্রতিটি ইউনিয়নের বড় বড় বাজারে বন্যার পূর্বাভাস নিয়ে মাইকিং করলে আর ইউনিয়ন পর্যায়ে ডিজিটাল বোর্ডের মাধ্যমে আবহাওয়ার তথ্য দিলে ক্ষতি কম হতো বলে তিনি মনে করেন।

কুড়িগ্রামের নদ-নদী অববাহিকার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে আগাম বন্যার সার্বিক বিষয়ে রিভারাইন পিপলের পরিচালক অধ্যাপক তুহিন ওয়াদুদ প্রথম আলোকে জানান, তিস্তা নদীর উজানে সিকিমে ভারী বৃষ্টিপাত হলে ওই ঢলের পানি কুড়িগ্রাম পৌঁছাতে বেশ কয়েক দিন সময় লাগে। অন্তত তিন দিন আগে কৃষককে বন্যার পূর্বাভাস জানাতে পারলে ক্ষতি কমে যেত। তিনি আরও বলেন, ‘বাংলাদেশের বন্যা ও আবহাওয়া পূর্বাভাসব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। ডিজিটাল মাধ্যমে যে ধরনের পূর্বাভাস আমরা দিই, তাতে দুর্যোগপ্রবণ এলাকার কৃষকের তেমন উপকারে আসে না। বন্যার আগাম সতর্কতার জন্য প্রান্তিক কৃষকদের উপযোগী করে প্রচার–প্রচারণা চালাতে হবে।’

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো.

আবদুল মতিন বলেন, বন্যায় ক্ষয়ক্ষতি কমিয়ে আনার জন্য প্রতিটি উপজেলায় একটি করে ডিজিটাল কিয়োক্স ড্যাশ বোর্ড বসানো হয়েছে। এসব বোর্ডে প্রতিদিনের আবহাওয়ার তথ্য আপডেট করা থাকে। এ ছাড়া দেশের কোথায় কী পরিমাণ বৃষ্টি হচ্ছে, উজানের বৃষ্টিপাতের পরিমাণ ও বন্যা সম্পর্কে সতর্কবার্তা থাকে। কৃষকেরা উপজেলায় কিয়োক্স ড্যাশ বোর্ড অনুসরণ করে ব্যবস্থা নিলে ক্ষতির পরিমাণ কমবে।

কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক (শস্য) মো. আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, কৃষকদের বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে আগাম ব্যবস্থা নেওয়ার জন্য ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কমিটি রয়েছে। বন্যার পূর্বাভাস থাকলে ওই কমিটি সেটি জানিয়ে দেয়। এ ছাড়া ওয়েবসাইটে বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের বিষয়ে প্রচারণা চালিয়ে থাকেন তাঁরা।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: বন য র প র ব ভ স র জন য উপক র উপজ ল র ফসল

এছাড়াও পড়ুন:

পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান-সৌদি আরব

পাকিস্তানের ওপর কেউ হামলা চালালে সৌদি আরব তাদেরকে রক্ষায় এগিয়ে আসবে। আবার সৌদি আরবের ওপর কেউ আগ্রাসন চালালে পাকিস্তানও সৌদি আরবকে রক্ষায় এগিয়ে আসবে। ঠিক এমনই একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে সৌদি আরব ও পারমাণবিক শক্তিধর পাকিস্তান।

জিও নিউজের খবর অনুসারে, বুধবার (১৭ সেপ্টেম্বর) পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সৌদি আরব সফরের সময় এই চুক্তিটি স্বাক্ষরিত হয়। সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে শাহবাজের বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে এ চুক্তির কথা জানানো হয়।

আরো পড়ুন:

এক সপ্তাহে সৌদি আরবে ২০ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার

২০ বছর কোমায় থাকার পর মারা গেলেন সৌদির ‘ঘুমন্ত যুবরাজ’

চুক্তি স্বাক্ষরের পর উভয় দেশ একটি যৌথ বিবৃতিতে জানায় যে, ভ্রাতৃত্ব, ইসলামিক সংহতি ও অভিন্ন কৌশলগত স্বার্থের ভিত্তিতে এবং প্রায় আট দশকের দীর্ঘ অংশীদারত্বের ওপর দাঁড়িয়ে দুই পক্ষ কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে।

ক্রাউন প্রিন্সের আমন্ত্রণেই শরিফ সৌদি আরব সফরে গেছেন বলেও তাদের বিবৃতিতে জানানো হয়েছে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, সৌদি আরবের সঙ্গে হওয়া এই প্রতিরক্ষা চুক্তির ফলে এখন ‘এক দেশের বিরুদ্ধে আগ্রাসনকে উভয়ের বিরুদ্ধে আগ্রাসন’ বিবেচনা করা হবে।

বিশেষজ্ঞরা এই চুক্তিকে 'ঐতিহাসিক ও নজিরবিহীন অগ্রগতি' বলে অভিহিত করেছেন। তাদের মতে, এটি পাকিস্তান ও সৌদি আরবের সম্পর্ককে আনুষ্ঠানিক নিরাপত্তার প্রতিশ্রুতিতে উন্নীত করেছে। তারা বলছেন যে, এই পদক্ষেপ কেবল পাকিস্তান-সৌদি সম্পর্ককে দৃঢ় করছে না, বরং দক্ষিণ এশিয়া এবং মুসলিম বিশ্বের জন্যও এর গুরুত্ব রয়েছে। এটি পাকিস্তানকে আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষার সবচেয়ে সক্ষম মুসলিম শক্তি হিসেবে তুলে ধরেছে।

বিশ্লেষকরা আরও বলছেন যে, সাম্প্রতিক আঞ্চলিক অস্থিরতা, ইসরায়েলের হামলা, দোহা সম্মেলন এবং আরব বিশ্বে সার্বভৌমত্ব নিয়ে উদ্বেগ বৃদ্ধির প্রেক্ষাপটে এই চুক্তির তাৎপর্য অনেক বেশি। এটি প্রমাণ করে যে, বর্ধিত হুমকির সময়ে সৌদি আরব পাকিস্তানকে সবচেয়ে নির্ভরযোগ্য অংশীদার হিসেবে বিশ্বাস করছে। 

পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেখানো হয়, চুক্তি স্বাক্ষরের পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে আলিঙ্গন করতে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির, যাকে দেশটির সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি হিসেবে দেখা হয়।

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত নিবন্ধ