ভিন্ন সাজে আর্জেন্টিনার মাঝমাঠ, কারা থাকছেন শুরুর একাদশে
Published: 5th, June 2025 GMT
ক্লাব মৌসুম শেষে আপাতত ফিফা উইন্ডোতে দেশের হয়ে খেলতে নিজ নিজ দেশে ফিরে গেছেন তারকারা। সাত মাস মাঠের বাইরে থাকা লিওনেল মেসি অপেক্ষায় আছেন বিশ্বকাপ বাছাইয়ে চিলির বিপক্ষে মাঠে নামার। বাংলাদেশ সময় শনিবার সকাল ৭টায় চিলির মুখোমুখি হবে মেসির আর্জেন্টিনা। যদিও মেসি থাকতে পারেন বিশ্রামে।
এমনিতে লাতিন অঞ্চলের এই প্রতিবেশী কয়েক বছর আগে বড্ড ঝাঁজালো ছিল আর্জেন্টিনার কাছে। সর্বশেষ আট ম্যাচে মেসিরা এই দলটির কাছে হারেনি। তা ছাড়া চিলির সেই ঝাঁজটাও আর নেই। বিশ্বকাপ বাছাই পর্বে এই মুহূর্তে দশ দলের মধ্যে সবার নিচে রয়েছে চিলি। ১৪ ম্যাচে তারা জিতেছে মাত্র দুটিতে। বিশ্বকাপের টিকিট তাদের কাছে এখনও সোনার হরিণ। তারপরেও সান্তিয়াগোয় নিজেদের মাঠে মেসিদের বিপক্ষে ভালো খেলাটাই ভার্গাসদের জন্য বড় চ্যালেঞ্জ।
১৪ ম্যাচের দশটিতে জিতে এরই মধ্যে শীর্ষে থেকে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে আর্জেন্টিনা। আপাতত দলটির কোচ লিওনেল স্কালোনির চিন্তা মাঝ মাঠ নিয়ে। রদ্রিগো ডি পল মাঝ মাঠে ফিরলেও কার্ড সমস্যায় আছেন লিয়ান্দ্রো পারদেস ও এনজো ফার্নান্দেজ। ওদিকে পেশিতে চোট থাকায় ম্যাক অ্যালিস্টারকেও স্কোয়াডে রাখার ঝুঁকি নেননি কোচ। যে কারণে স্কালোনি তাঁর ৪-৩-৩ প্রথাগত ফরমেশনের বাইরে ভিন্ন কৌশল ঠিক করতে যাচ্ছেন।
টি ওয়াইসি স্পোর্টসের রিপোর্ট চিলির বিপক্ষে আর্জেন্টিনার ফরমেশন হতে পারে ৪-৪-২। যেখানে আক্রমণভাগে মেসি আর আলভারেজের সঙ্গে ঘুরিয়ে ফিরিয়ে লাওতারো মার্টিনেজ আর নিকোলাস গঞ্জালেসকে দেখা যেতে পারে। মাঝ মাঠে সিমিওনে, সেলসো, ডি পল আর প্যালাসিওসকে রাখতে পারেন স্কালোনি। রক্ষণে ট্যাগলেফিগোর সঙ্গে বার্লোদি, রোমেরো আর মোলিনা। গোলপোস্টে একমাত্র অতন্দ্রপ্রহরী এমিলিয়ানো মার্টিনেজ
আর্জেন্টিনার সম্ভাব্য শুরুর একাদশ: মার্টিনেজ, মোলিনা, রোমেরো, বালের্দি, ট্যাগলেফিগো, সিমিওনে, ডি পল, পালাসিওস, আলমাডা, মেসি, আলভারেজ।
.উৎস: Samakal
কীওয়ার্ড: আর জ ন ট ন ফ টবল ব শ বক প ব ছ ই আর জ ন ট ন র ব শ বক প
এছাড়াও পড়ুন:
আফগানিস্তানে মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ অঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। দুই মাস আগেই দেশটিতে এক ভূমিকম্পে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল।
ইউএসজিএস জানায়, রোববার দিবাগত রাতে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে মাজার-ই-শরিফ শহরের কাছে খোলম এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের গভীরতা প্রথমে ১০ কিলোমিটার বলা হয়। পরে তা সংশোধন করে গভীরতা ২৮ কিলোমিটার বলে জানায় সংস্থাটি।
আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
উল্লেখ্য, গত ৩১ আগস্ট আফগানিস্তানের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পটি আঘাত হেনেছিল। দেশটির পূর্বাঞ্চলে আঘাত হানা রিখটার স্কেলে ৬ মাত্রার ওই ভূমিকম্পে ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান।
আরও পড়ুনআফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২২০৫, খোলা আকাশের নিচে মানুষ০৫ সেপ্টেম্বর ২০২৫আফগানিস্তানে প্রায়শই ভূমিকম্প আঘাত হানে। বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালা বরাবর, যেখানে ইউরেশীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটগুলো মিলিত হয়েছে।
ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপ সংস্থার ভূমিকম্পবিদ ব্রায়ান ব্যাপটির দেওয়া তথ্য মতে, ১৯০০ সাল থেকে উত্তর-পূর্ব আফগানিস্তানে রিখটার স্কেলে ৭ মাত্রার বেশি ১২টি ভূমিকম্প আঘাত হেনেছে।
আরও পড়ুন৩৫ বছরে আফগানিস্তানে ভয়াবহ যত ভূমিকম্প আঘাত হেনেছে০১ সেপ্টেম্বর ২০২৫