ক্লাব মৌসুম শেষে আপাতত ফিফা উইন্ডোতে দেশের হয়ে খেলতে নিজ নিজ দেশে ফিরে গেছেন তারকারা। সাত মাস মাঠের বাইরে থাকা লিওনেল মেসি অপেক্ষায় আছেন বিশ্বকাপ বাছাইয়ে চিলির বিপক্ষে মাঠে নামার। বাংলাদেশ সময় শনিবার সকাল ৭টায় চিলির মুখোমুখি হবে মেসির আর্জেন্টিনা। যদিও মেসি থাকতে পারেন বিশ্রামে।

এমনিতে লাতিন অঞ্চলের এই প্রতিবেশী কয়েক বছর আগে বড্ড ঝাঁজালো ছিল আর্জেন্টিনার কাছে। সর্বশেষ আট ম্যাচে মেসিরা এই দলটির কাছে হারেনি। তা ছাড়া চিলির সেই ঝাঁজটাও আর নেই। বিশ্বকাপ বাছাই পর্বে এই মুহূর্তে দশ দলের মধ্যে সবার নিচে রয়েছে চিলি। ১৪ ম্যাচে তারা জিতেছে মাত্র দুটিতে। বিশ্বকাপের টিকিট তাদের কাছে এখনও সোনার হরিণ। তারপরেও সান্তিয়াগোয় নিজেদের মাঠে মেসিদের বিপক্ষে ভালো খেলাটাই ভার্গাসদের জন্য বড় চ্যালেঞ্জ।

১৪ ম্যাচের দশটিতে জিতে এরই মধ্যে শীর্ষে থেকে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে আর্জেন্টিনা। আপাতত দলটির কোচ লিওনেল স্কালোনির চিন্তা মাঝ মাঠ নিয়ে। রদ্রিগো ডি পল মাঝ মাঠে ফিরলেও কার্ড সমস্যায় আছেন লিয়ান্দ্রো পারদেস ও এনজো ফার্নান্দেজ। ওদিকে পেশিতে চোট থাকায় ম্যাক অ্যালিস্টারকেও স্কোয়াডে রাখার ঝুঁকি নেননি কোচ। যে কারণে স্কালোনি তাঁর ৪-৩-৩ প্রথাগত ফরমেশনের বাইরে ভিন্ন কৌশল ঠিক করতে যাচ্ছেন।

টি ওয়াইসি স্পোর্টসের রিপোর্ট চিলির বিপক্ষে আর্জেন্টিনার ফরমেশন হতে পারে ৪-৪-২। যেখানে আক্রমণভাগে মেসি আর আলভারেজের সঙ্গে ঘুরিয়ে ফিরিয়ে লাওতারো মার্টিনেজ আর নিকোলাস গঞ্জালেসকে দেখা যেতে পারে। মাঝ মাঠে সিমিওনে, সেলসো, ডি পল আর প্যালাসিওসকে রাখতে পারেন স্কালোনি। রক্ষণে ট্যাগলেফিগোর সঙ্গে বার্লোদি, রোমেরো আর মোলিনা। গোলপোস্টে একমাত্র অতন্দ্রপ্রহরী এমিলিয়ানো মার্টিনেজ

আর্জেন্টিনার সম্ভাব্য শুরুর একাদশ: মার্টিনেজ, মোলিনা, রোমেরো, বালের্দি, ট্যাগলেফিগো, সিমিওনে, ডি পল, পালাসিওস, আলমাডা, মেসি, আলভারেজ।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: আর জ ন ট ন ফ টবল ব শ বক প ব ছ ই আর জ ন ট ন র ব শ বক প

এছাড়াও পড়ুন:

মেটা কানেক্ট সম্মেলনে ভিআর ও এআর পণ্যে ৬ চমক

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে অবস্থিত মেটার সদর দপ্তরে আয়োজিত বার্ষিক কানেক্ট সম্মেলনের প্রথম দিনে নতুন একাধিক প্রযুক্তি ও পণ্য আনার ঘোষণা দিয়েছে মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ। সম্মেলনে বহুল আলোচিত রেব্যান স্মার্ট চশমার হালনাগাদ সংস্করণ উন্মোচনের পাশাপাশি ডিসপ্লে যুক্ত স্মার্ট চশমা, অ্যাথলেটদের জন্য বিশেষ চশমা, ভার্চ্যুয়াল রিয়েলিটি (ভিআর) ও অগমেন্টেড রিয়েলিটিতে (এআর) বাস্তব পরিবেশ রূপান্তরের নতুন সুবিধা যুক্তের ঘোষণা দেন তিনি। সম্মেলনের উল্লেখযোগ্য ছয়টি ঘোষণা জেনে নেওয়া যাক।

মেটা রেব্যান ডিসপ্লে

সম্পর্কিত নিবন্ধ