দাবি আদায়ে টানা ১৬ দিন ধরে শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেও সরকারের পক্ষ থেকে কোনো আশানুরূপ সাড়া পাননি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীরা। তাঁরা জানিয়েছেন, তাঁদের দাবি না মানলে তাঁরা ‘গণছুটি’ কর্মসূচি দিয়ে বাড়িতে চলে যাবেন।

সাত দফা দাবিতে আন্দোলন করছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীরা। এর মধ্যে রয়েছে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) চেয়ারম্যানের পদত্যাগ; এক ও অভিন্ন চাকরিবিধি বাস্তবায়নের মাধ্যমে আরইবি ও পল্লী বিদ্যুৎ সমিতি (পবিস) একীভূত করে অন্য বিতরণ সংস্থার মতো পুনর্গঠন; মিটার রিডার, লাইন শ্রমিক ও পোষ্য কর্মীদের চাকরি নিয়মিত করা।

আন্দোলনে নেতৃত্ব দেওয়াদের একজন বাংলাদেশ পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশনের সহসাংগঠনিক সম্পাদক মোহম্মদ সুমন মিয়া। জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মরত এই লাইনম্যান প্রথম আলোকে বলেন, ‘গতকাল পল্লী বিদ্যুতায়ন বোর্ড এবং সমিতি সংকট নিরসনের জন্য বিদ্যুৎ বিভাগে মিটিং করেছে। সেই মিটিংয়ে আমাদের চেয়ারম্যান স্যারের অপসারণ ব্যতীত আরও যে ছয় দফা দাবি আছে, তার মধ্যে পাঁচ দফা দাবি এই সামনের ৩০ জুনের ভেতরে তারা সমাধান করবে—এই মর্মে তারা একটা লিখিত দিতে চাইতেছে। যদি লিখিত পাই, সে ক্ষেত্রে আমরা ৩০ তারিখ পর্যন্ত তাদের সময় দিতে পারি। এর মধ্যে যত প্রকার “হয়রানিমূলক” বদলি করা হয়েছে, বিশেষ করে লাইনম্যানদের যে বদলি করার কারণে গ্রাহকসেবা চরমভাবে বিঘ্ন হচ্ছে, তাঁদের বদলি স্থগিত করতে হবে।’

মোহম্মদ সুমন মিয়া বলেন, ‘এর পাশাপাশি যাঁরা চুক্তিভিত্তিক কর্মরত রয়েছেন, তাঁদেরও চাকরিতে নিয়মিত করতে হবে। এসব দাবি যদি ৩০ তারিখের মধ্যে আমাদের স্পষ্ট করা না হয়, তাহলে ৩০ তারিখের পর থেকে আমরা আবার মাঠে নামব। আর আজকের দিনের মধ্যে যদি এই পাঁচটা বিষয়ে বিদ্যুৎ বিভাগ থেকে লিখিত না দেয়, সে ক্ষেত্রে আমরা সকলে গণছুটিতে বাড়িতে চলে যাব।’

আন্দোলনে থাকা জামালপুর সদরের লাইনম্যান মো.

নাইমুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমাদের যৌক্তিক দাবি আদায়ে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি। আমাদের দাবি পূরণ না করা হলে আমরা গণছুটিতে চলে যাব। এরপর যদি বিদ্যুৎ সরবরাহে কোনো বিঘ্ন ঘটে, তার দায় আমরা নেব না।’

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আম দ র

এছাড়াও পড়ুন:

মেটা কানেক্ট সম্মেলনে ভিআর ও এআর পণ্যে ৬ চমক

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে অবস্থিত মেটার সদর দপ্তরে আয়োজিত বার্ষিক কানেক্ট সম্মেলনের প্রথম দিনে নতুন একাধিক প্রযুক্তি ও পণ্য আনার ঘোষণা দিয়েছে মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ। সম্মেলনে বহুল আলোচিত রেব্যান স্মার্ট চশমার হালনাগাদ সংস্করণ উন্মোচনের পাশাপাশি ডিসপ্লে যুক্ত স্মার্ট চশমা, অ্যাথলেটদের জন্য বিশেষ চশমা, ভার্চ্যুয়াল রিয়েলিটি (ভিআর) ও অগমেন্টেড রিয়েলিটিতে (এআর) বাস্তব পরিবেশ রূপান্তরের নতুন সুবিধা যুক্তের ঘোষণা দেন তিনি। সম্মেলনের উল্লেখযোগ্য ছয়টি ঘোষণা জেনে নেওয়া যাক।

মেটা রেব্যান ডিসপ্লে

সম্পর্কিত নিবন্ধ