দাবি না মানলে ‘গণছুটি’তে যাওয়ার হুঁশিয়ারি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীদের
Published: 5th, June 2025 GMT
দাবি আদায়ে টানা ১৬ দিন ধরে শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেও সরকারের পক্ষ থেকে কোনো আশানুরূপ সাড়া পাননি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীরা। তাঁরা জানিয়েছেন, তাঁদের দাবি না মানলে তাঁরা ‘গণছুটি’ কর্মসূচি দিয়ে বাড়িতে চলে যাবেন।
সাত দফা দাবিতে আন্দোলন করছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীরা। এর মধ্যে রয়েছে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) চেয়ারম্যানের পদত্যাগ; এক ও অভিন্ন চাকরিবিধি বাস্তবায়নের মাধ্যমে আরইবি ও পল্লী বিদ্যুৎ সমিতি (পবিস) একীভূত করে অন্য বিতরণ সংস্থার মতো পুনর্গঠন; মিটার রিডার, লাইন শ্রমিক ও পোষ্য কর্মীদের চাকরি নিয়মিত করা।
আন্দোলনে নেতৃত্ব দেওয়াদের একজন বাংলাদেশ পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশনের সহসাংগঠনিক সম্পাদক মোহম্মদ সুমন মিয়া। জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মরত এই লাইনম্যান প্রথম আলোকে বলেন, ‘গতকাল পল্লী বিদ্যুতায়ন বোর্ড এবং সমিতি সংকট নিরসনের জন্য বিদ্যুৎ বিভাগে মিটিং করেছে। সেই মিটিংয়ে আমাদের চেয়ারম্যান স্যারের অপসারণ ব্যতীত আরও যে ছয় দফা দাবি আছে, তার মধ্যে পাঁচ দফা দাবি এই সামনের ৩০ জুনের ভেতরে তারা সমাধান করবে—এই মর্মে তারা একটা লিখিত দিতে চাইতেছে। যদি লিখিত পাই, সে ক্ষেত্রে আমরা ৩০ তারিখ পর্যন্ত তাদের সময় দিতে পারি। এর মধ্যে যত প্রকার “হয়রানিমূলক” বদলি করা হয়েছে, বিশেষ করে লাইনম্যানদের যে বদলি করার কারণে গ্রাহকসেবা চরমভাবে বিঘ্ন হচ্ছে, তাঁদের বদলি স্থগিত করতে হবে।’
মোহম্মদ সুমন মিয়া বলেন, ‘এর পাশাপাশি যাঁরা চুক্তিভিত্তিক কর্মরত রয়েছেন, তাঁদেরও চাকরিতে নিয়মিত করতে হবে। এসব দাবি যদি ৩০ তারিখের মধ্যে আমাদের স্পষ্ট করা না হয়, তাহলে ৩০ তারিখের পর থেকে আমরা আবার মাঠে নামব। আর আজকের দিনের মধ্যে যদি এই পাঁচটা বিষয়ে বিদ্যুৎ বিভাগ থেকে লিখিত না দেয়, সে ক্ষেত্রে আমরা সকলে গণছুটিতে বাড়িতে চলে যাব।’
আন্দোলনে থাকা জামালপুর সদরের লাইনম্যান মো.
উৎস: Prothomalo
কীওয়ার্ড: আম দ র
এছাড়াও পড়ুন:
সেই আছিয়ার পরিবারকে গরু ও ঘর দিল জামায়াত
মাগুরায় যৌন নিপীড়নের শিকার হয়ে মারা যাওয়া আলোচিত শিশু আছিয়ার পরিবারকে দুটি গরু ও একটি গোয়ালঘর উপহার দেওয়া হয়েছে। প্রতিশ্রুতি অনুযায়ী বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে আছিয়ার পরিবারকে এ উপহার দেওয়া হয়েছে।
বুধবার (৩০ জুলাই) বিকেলে মাগুরার শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামে আছিয়ার বাড়িতে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে উপহার হস্তান্তর করেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এবং কুষ্টিয়া ও যশোর অঞ্চলের পরিচালক মোবারক হোসাইন।
এ সময় জেলা জামায়াতের আমির এম বি বাকের, সাবেক আমির ও কেন্দ্রীয় নেতা মাওলানা আব্দুল মতিনসহ স্থানীয় এবং জেলা কমিটির নেতারা উপস্থিত ছিলেন।
আরো পড়ুন:
শিশু ছাত্রীকে যৌন নির্যাতন, মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে মামলা
অপারেশনের পর শিশুর মৃত্যু: তদন্ত কমিটি গঠন, থানায় মামলা
গত ১৫ মার্চ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আছিয়ার বাড়িতে যান। তিনি শিশুটির মৃত্যুর ঘটনায় দ্রুত বিচার চান। সে সময় আছিয়ার পরিবারকে স্বাবলম্বী করতে একটি গোয়াল ঘর এবং দুটি গরু দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন জামায়াতের আমির।
আট বয়সী আছিয়া মাগুরার নিজনান্দুয়ালী গ্রামে বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণ ও যৌন নিপীড়নের শিকার হয় বলে পরিবারের তরফ থেকে অভিযোগ ওঠে। গত ৬ মার্চ অচেতন অবস্থায় মাগুরার ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হয় তাকে। অবস্থার অবনতি হলে মাগুরা হাসপাতালের চিকিৎসকদের পরামর্শে শিশুটিকে নেওয়া হয় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে থেকে সেদিন সন্ধ্যায় উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে ঢাকায় নেওয়া হয় এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি করা হয়। দুই দিন পর ৮ মার্চ তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়। ১৩ মার্চ বৃহস্পতিবার সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আছিয়ার।
ঢাকা/শাহীন/রফিক