প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে প্রকাশ্য জনসভায় কায়দা করে জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা ফিরে পাওয়ার বাসনার কথা প্রকাশ করলেন। শুক্রবার জম্মু-কাশ্মীরের কাটরায় প্রধানমন্ত্রীর জনসভায় তিনি বলেন, মঞ্চে উপস্থিত সবার উন্নতি হলেও একমাত্র তাঁর অবনতি হয়েছে। ছিলেন পূর্ণ রাজ্যের মুখ্যমন্ত্রী, এখন কেন্দ্রশাসিত অঞ্চলের।

ওমর অবশ্য বলেন, তাঁর দৃঢ় বিশ্বাস, খুব বেশি অপেক্ষায় থাকতে হবে না। প্রধানমন্ত্রী জম্মু-কাশ্মীরকে নিশ্চিতই আবার পূর্ণ রাজ্য করে দেবেন।

পেহেলগাম–কাণ্ড ও অপারেশন সিঁদুরের পর আজ শুক্রবার প্রথম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জম্মু-কাশ্মীর সফরে যান। দুপুর ১২টায় কাশ্মীরে চন্দ্রভাগা নদীর ওপর বিশ্বের সর্বোচ্চ রেলসেতুর উদ্বোধন করেন, যার উচ্চতা প্যারিসের আইফেল টাওয়ারের চেয়েও বেশি। এরপর তিনি যান জম্মুর কাটরায়। উদ্বোধন করেন দুটি ‘বন্দে ভারত’ ট্রেন। তারপর কাটরায় এক প্রকাশ্য জনসভায় ভাষণ দেন। সেই জনসভাতেই নিজের ভাষণের সময় ওমর আবদুল্লাহ কায়দা করে মোদিকে পূর্ণ রাজ্যের মর্যাদা ফেরত পাওয়ার কথাটি মনে করিয়ে দেন।

মঞ্চে উপস্থিত প্রধানমন্ত্রী মোদি, উপরাজ্যপাল মনোজ সিনহা, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ও প্রধানমন্ত্রীর সচিবালয়ের মন্ত্রী জিতেন্দ্র সিংয়ের উপস্থিতিতে ওমর বলেন, তাঁর সৌভাগ্য এমন যে যখনই জম্মু-কাশ্মীরে রেলওয়ের কোনো বড় প্রকল্পের শিলান্যাস বা উদ্বোধন হয়েছে, তিনি তার সঙ্গে জড়িয়ে ছিলেন। অনন্তনাগ রেলস্টেশন চালু হওয়া, বানিহাল রেল টানেলের (সুড়ঙ্গ) উদ্বোধন কিংবা ২০১৪ সালে প্রথমবার প্রধানমন্ত্রী হয়ে যখন প্রধানমন্ত্রী কাটরা রেলস্টেশনের উদ্বোধন করেন, প্রতিবারই তিনি হাজির ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে। ওমর এরপর প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, ‘আপনি যখন কাটরা রেলস্টেশন উদ্বোধন করেন, তখন সেখানে উপস্থিত ছিলেন জিতেন্দ্র সিং। এখন তিনি প্রধানমন্ত্রীর সচিবালয়ের মন্ত্রী। উপস্থিত ছিলেন আজকের উপরাজ্যপাল মনোজ সিনহা। তখন তিনি ছিলেন রেল মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। বৈষ্ণব দেবীর কৃপায় তার পর আপনি আরও দুবার ভোটে জিতে প্রধানমন্ত্রী হয়েছেন। মনোজ সিনহারও পদোন্নতি ঘটেছে। হয়েছেন উপরাজ্যপাল। কিন্তু আমার ডিমোশন হয়েছে। তখন আমি ছিলাম পূর্ণ রাজ্যের মুখ্যমন্ত্রী, এখন কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রী। কিন্তু আমার স্থির বিশ্বাস, অচিরেই রাজ্য তার হৃত মর্যাদা ফিরে পাবে।’

২০১৯ সালের ৫ আগস্ট জম্মু-কাশ্মীর রাজ্য ভেঙে তৈরি করা হয় দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল। জম্মু-কাশ্মীর ও লাদাখ। কেন্দ্রীয় সরকার যদিও শুরু থেকেই জানিয়েছে, এটা সাময়িক। পরিস্থিতির উন্নতি হলে দ্রুত রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে। কিন্তু তা কবে হবে কেউ জানে না। যেমন কারও জানা নেই পরিস্থিতির উন্নতির সংজ্ঞা কী।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র ম খ যমন ত র উপস থ ত

এছাড়াও পড়ুন:

যাত্রাবাড়ীতে বিদ্যুৎমিস্ত্রিকে পিটিয়ে হত্যা

রাজধানীতে হাত ও পা বেঁধে রড দিয়ে পিটিয়ে আনোয়ার হোসেন (৪৩) নামের এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে যাত্রাবাড়ীর কাউন্সিল শরিফ পাড়ায় বাসের অবকাঠামো তৈরির একটি কারখানায় এ ঘটনা ঘটে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বিদ্যুৎমিস্ত্রি ছিলেন আনোয়ার হোসেন। তাঁর কর্মস্থল ছিল পুরান ঢাকার সদরঘাটে। পারিবারিক সূত্র জানায়, আনোয়ার হোসেন স্ত্রী ও দুই মেয়ে নিয়ে রাজধানীর মাতুয়াইলের মৃধাবাড়ি এলাকায় থাকতেন।

আনোয়ারের ভাই দেলোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, গতকাল ভোরে আনোয়ার বাসা থেকে নামাজ পড়ার উদ্দেশ্যে বের হন। পরে খবর পান, তাঁর ভাইকে কাউন্সিল উত্তর শরিফ পাড়ায় বাসের অবকাঠামো তৈরির গ্যারেজে নিয়ে হাত–পা বেঁধে রাখা হয়েছে। এরপর সেখানে গিয়ে আনোয়ারের হাত–পা বাঁধা ও রক্তাক্ত মুমূর্ষু অবস্থায় দেখতে পান তাঁর মা।

লোহার রড দিয়ে পেটানো হয়েছে বলে মৃত্যুর আগের তাঁর মাকে জানিয়েছিলেন আনোয়ার। তাঁর ভাই এ কথা জানিয়ে বলেন, এর কিছুক্ষণ পরই ঘটনাস্থলেই আনোয়ারের মৃত্যু হয়। এরপর যাত্রাবাড়ীর থানা-পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায়।

গতকাল সন্ধ্যায় যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, ভোরে সঙ্গী সুমনকে নিয়ে আনোয়ার বাসের কাঠামো তৈরির কারখানায় চুরি করতে যান। এ সময় সেখানে থাকা লোকজন তাঁকে পিটিয়ে হত্যা করে। তাঁর সঙ্গী সুমন পালিয়ে যান।

সম্পর্কিত নিবন্ধ

  • ফাইনালে দ. আফ্রিকাকে ২৯৯ রানের টার্গেট দিল ভারত
  • শাহরুখকে ‘কুৎসিত’ বলেছিলেন হেমা মালিনী, এরপর...
  • প্রথম দেখায় প্রেম নাকি ঝগড়া? আসছে ইয়াশ–তটিনীর ‘তোমার জন্য মন’
  • জেমিনিতে যুক্ত হলো গুগল স্লাইডস তৈরির সুবিধা, করবেন যেভাবে
  • নড়াইলে ৩ দিন ধরে স্কুলছাত্রী নিখোঁজ
  • রোহিতের পর কোহলির রেকর্ডও কাড়লেন বাবর, পাকিস্তানের সিরিজ জয়
  • নাজমুলই থাকছেন টেস্ট অধিনায়ক
  • বন্দীদের ফুল দিয়ে বরণ, চালু হলো ফেনীর দ্বিতীয় কারাগার
  • সিলেটে বাসদ কার্যালয়ে পুলিশের অভিযান, আটক ২২
  • যাত্রাবাড়ীতে বিদ্যুৎমিস্ত্রিকে পিটিয়ে হত্যা