সুস্থ হয়ে হাসপাতাল থেকে ফেরার পথে শিশুর প্রাণ গেল সড়কে
Published: 6th, June 2025 GMT
রাজধানীর ডেমরায় পিকআপ ভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা উল্টে পাঁচ মাস বয়সী এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা-মা আহত হয়েছেন। আজ শুক্রবার বেলা দেড়টার দিকে ডেমরার পাইটি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, শিশুটির নাম জুঁই আক্তার। তার মা জাকিয়া বেগম গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। শিশুটির বাবা রঞ্জন আলী প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
শিশুটির আত্মীয় সাব্বির হোসেন প্রথম আলোকে বলেন, কয়েক দিন আগে জুঁই ডায়রিয়ায় আক্রান্ত হয়। তাকে ঢাকার মহাখালীর আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশে (আইসিডিডিআরবি) ভর্তি করা হয়। আজ দুপুরে জুঁইকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়।
সাব্বির হোসেন বলেন, জুঁইকে নিয়ে তাঁর বাবা-মা সিএনজিচালিত অটোরিকশায় করে ডেমরার বাসায় ফিরছিলেন। একটি পিকআপ ভ্যান পেছন থেকে অটোরিকশাকে ধাক্কা দিলে সেটি উল্টে যায়। এতে জুঁই ও তাঁর বাবা-মা আহত হন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জুঁইকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মো.
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
‘দেশটা তোমার বাপের নাকি’ গাওয়ার পর পালিয়ে থাকতে হয়েছিল
শিল্পীর সৌজন্যে