বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, ‘আমরা এমন বাংলাদেশ চাই, যেখানে নৈতিকতা, ন্যায় ও জ্ঞানই হবে চালিকা শক্তি। প্রধান উপদেষ্টার নির্দেশনায় মাত্র ৮-৯ মাসে দেশকে একটা সম্মানজনক জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আশা করি, নির্বাচিত যে সরকার আসবে, তারা এ ধারা অব্যাহত রাখবে।’

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নূরনগর আশালতা মাধ্যমিক বিদ্যালয়ের ৭০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আজ সোমবার প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য, বস্ত্র ও পাট, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এসব কথা বলেছেন।

শিক্ষার্থীদের উদ্দেশে শেখ বশিরউদ্দীন বলেন, ‘যাঁরা এই স্কুল থেকে জ্ঞান অর্জন করে সম্মানিত হয়েছেন, তাঁদের থেকে অনুপ্রাণিত হয়ে আমাদের সন্তানদের ভবিষ্যতের নেতা ও নেতৃত্বের যোগ্যতায় তাদের গড়ে তুলব। এ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়ে দেশের বিভিন্ন স্থানে প্রতিষ্ঠিত।’ তিনি মন্ত্রিপরিষদ সচিব শেখ আবদুর রশীদের কথা উল্লেখ করে বলেন, তাঁরা যখন এ বিদ্যালয়ে পড়াশোনা করেছেন, বিদ্যালয় ভবনটি মাটির ছিল। তাঁরা যদি মাটির বিদ্যালয়ে পড়াশোনা করে দেশের বড় জায়গায় যেতে পারেন, তাহলে এখনকার শিক্ষার্থীরা আরও ভালো করবে।’

আশালতা মাধ্যমিক বিদ্যালয় সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ডি এম আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র এনবিআরের সাবেক চেয়ারম্যান আবদুল মজিদ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আবদুর রশীদ।

এ ছাড়া অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার ফিরোজ সরকার, খুলনার ডিআইজি রেজাউল হক, যশোর বোর্ডের চেয়ারম্যান আসমা বগম, সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদ ও পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।

নতুন অর্থনৈতিক জোন করা হবে না
পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, আগামী দুই সপ্তাহের মধ্যে সাতক্ষীরা থেকে ভেটখালী সড়কের কাজ শুরু কার্যাদেশ দেওয়া হবে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন চামড়া ব্যবসায়ীরা অবশ্যই ন্যায্যমূল্য পাচ্ছেন। সরকার এবার সারা দেশে সাড়ে সাত লাখ মণ লবণ বিতরণ করেছে। চামড়া পচনশীল দ্রব্য, সুতরাং পচা চামড়া নিয়ে অপপ্রচার চালাবেন না।

অপর এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, বিগত সরকার সবখানে ইচ্ছামতো ব্যয় করেছে। অর্থনৈতিক জোন যে কয়টি আছে, ওগুলো যাতে ভালোভাবে চলে, এ ব্যাপারে সরকার বেশি উদ্যোগী। এই মুহূর্তে নতুন অর্থনৈতিক জোন করা হবে না।

পরে শেখ বশিরউদ্দীন শ্যামনগরের কোরবানির পশুর কাঁচা চামড়ার স্থায়ী ও অস্থায়ী সংরক্ষণাগার পরিদর্শন করেন।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: উপদ ষ ট মন ত র সরক র

এছাড়াও পড়ুন:

সাতক্ষীরা সীমান্তে ১৫ বাংলাদেশিকে হস্তান্তর

ভারতের পশ্চিমবঙ্গের হাকিমপুর সীমান্ত থেকে আটক ১৫ বাংলাদেশিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফিরিয়ে আনা হয়। 

আরো পড়ুন:

কক্সবাজারে ৮০ শতাংশ মাদক আসে সাগরপথে: বিজিবি 

অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ ঠেকাতে তথ্য সহায়তার আহ্বান বিজিবির

ফিরিয়ে আনা বাংলাদেশিদের মধ্যে আটজন নারী, দুইজন পুরুষ ও পাঁচজন শিশু। তারা সাতক্ষীরা সদর, শ্যামনগর ও আশাশুনি উপজেলার বাসিন্দা। তাদের রাতে সাতক্ষীরা থানায় হস্তান্তর করা হয়েছে। 

বিজিবি সূত্রে জানা গেছে, ভারতের পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার হাকিমপুর সীমান্ত পার হওয়ার সময় বাংলাদেশি নাগরিকরা বিএসএফের কাছে আটক হন। তাদের মধ্যে রয়েছেন- সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভেটখালী গ্রামের মো. শাহীন সানা, তার স্ত্রী নিলুফা ও কন্যা শাহিনা সুলতানা, একই উপজেলার নওয়াবেকি গ্রামের মিস সুরাইয়া ইয়াসমিন, মোছা. রাবিয়া বেগম, বড়কুপট গ্রামের জাহাঙ্গীর আলম, লিপিকা খাতুন, নাজমা খাতুন, জিম তরফদার, বয়ারসিং গ্রামের মোছা. ফারহানা আক্তার ও তার ছেলে ফারহান ঢালী, উত্তর আটুলিয়া গ্রামের সেমিনা খাতুন, আশাশুনি উপজেলার হিজলিয়া গ্রামের রাবিয়া খাতুন ও রিয়াদ হাসান এবং সদর উপজেলার পায়রাডাঙ্গা গ্রামের ফুলমতি খাতুন।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামিনুল হক বলেন, “ভারতের হাকিমপুর সীমান্তে বাংলাদেশি নাগরিকরা বিএসএফের হাতে আটক হন। পরবর্তীতে বিএসএফের আমুদিয়া কোম্পানি কমান্ডার বিকাশ কুমার সাতক্ষীরার তলুইগাছা কোম্পানি কমান্ডার আবুল কাশেমের নিকট পতাকা বৈঠকের মাধ্যমে এসব বাংলাদেশিদের হন্তান্তর করেন।”

তিনি আরো বলেন, “বিজিবি ফেরত আনা নারী-পুরুষ ও শিশুদের সাতক্ষীরা থানায় হন্তান্তর করেছে। পরিচয় যাচাই শেষে তাদের পরিবারের কাছে হন্তান্তর করা হবে।”

ঢাকা/শাহীন/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ

  • আদাবরে কুপিয়ে হত্যা: তিনজনকে গ্রেপ্তারের তথ্য দিল সেনাবাহিনী
  • সাতক্ষীরা সীমান্তে ১৫ বাংলাদেশিকে হস্তান্তর