৮-৯ মাসে দেশকে সম্মানজনক জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছি: বাণিজ্য উপদেষ্টা
Published: 9th, June 2025 GMT
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, ‘আমরা এমন বাংলাদেশ চাই, যেখানে নৈতিকতা, ন্যায় ও জ্ঞানই হবে চালিকা শক্তি। প্রধান উপদেষ্টার নির্দেশনায় মাত্র ৮-৯ মাসে দেশকে একটা সম্মানজনক জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আশা করি, নির্বাচিত যে সরকার আসবে, তারা এ ধারা অব্যাহত রাখবে।’
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নূরনগর আশালতা মাধ্যমিক বিদ্যালয়ের ৭০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আজ সোমবার প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য, বস্ত্র ও পাট, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এসব কথা বলেছেন।
শিক্ষার্থীদের উদ্দেশে শেখ বশিরউদ্দীন বলেন, ‘যাঁরা এই স্কুল থেকে জ্ঞান অর্জন করে সম্মানিত হয়েছেন, তাঁদের থেকে অনুপ্রাণিত হয়ে আমাদের সন্তানদের ভবিষ্যতের নেতা ও নেতৃত্বের যোগ্যতায় তাদের গড়ে তুলব। এ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়ে দেশের বিভিন্ন স্থানে প্রতিষ্ঠিত।’ তিনি মন্ত্রিপরিষদ সচিব শেখ আবদুর রশীদের কথা উল্লেখ করে বলেন, তাঁরা যখন এ বিদ্যালয়ে পড়াশোনা করেছেন, বিদ্যালয় ভবনটি মাটির ছিল। তাঁরা যদি মাটির বিদ্যালয়ে পড়াশোনা করে দেশের বড় জায়গায় যেতে পারেন, তাহলে এখনকার শিক্ষার্থীরা আরও ভালো করবে।’
আশালতা মাধ্যমিক বিদ্যালয় সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ডি এম আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র এনবিআরের সাবেক চেয়ারম্যান আবদুল মজিদ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আবদুর রশীদ।
এ ছাড়া অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার ফিরোজ সরকার, খুলনার ডিআইজি রেজাউল হক, যশোর বোর্ডের চেয়ারম্যান আসমা বগম, সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদ ও পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।
নতুন অর্থনৈতিক জোন করা হবে না
পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, আগামী দুই সপ্তাহের মধ্যে সাতক্ষীরা থেকে ভেটখালী সড়কের কাজ শুরু কার্যাদেশ দেওয়া হবে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন চামড়া ব্যবসায়ীরা অবশ্যই ন্যায্যমূল্য পাচ্ছেন। সরকার এবার সারা দেশে সাড়ে সাত লাখ মণ লবণ বিতরণ করেছে। চামড়া পচনশীল দ্রব্য, সুতরাং পচা চামড়া নিয়ে অপপ্রচার চালাবেন না।
অপর এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, বিগত সরকার সবখানে ইচ্ছামতো ব্যয় করেছে। অর্থনৈতিক জোন যে কয়টি আছে, ওগুলো যাতে ভালোভাবে চলে, এ ব্যাপারে সরকার বেশি উদ্যোগী। এই মুহূর্তে নতুন অর্থনৈতিক জোন করা হবে না।
পরে শেখ বশিরউদ্দীন শ্যামনগরের কোরবানির পশুর কাঁচা চামড়ার স্থায়ী ও অস্থায়ী সংরক্ষণাগার পরিদর্শন করেন।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: উপদ ষ ট মন ত র সরক র
এছাড়াও পড়ুন:
বার্ন ইনস্টিটিউটে লাইফ সাপোর্টে ১ জন, আইসিইউতে ৩ জন
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান দুর্ঘটনায় দগ্ধদের মধ্যে ৩৩ জন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে তিনজন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) এবং একজন লাইফ সাপোর্টে আছেন।
সোমবার (২৮ জুলাই) বিকেল ৩টার দিকে জাতীয় বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন বার্ন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নাসির উদ্দিন।
তিনি জানিয়েছেন, বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন মাইলস্টোনে দগ্ধ ৩৩ জনের মধ্যে ২৭ জনই শিশু। তাদের মধ্যে তিনজন সংকটাপন্ন অবস্থায় আছে। ওই তিনজনকে আইসিইউতে রাখা হয়েছে। একটু কম গুরুতর ৯ জন সিভিআর ক্যাটাগরিতে আছে।
ডা. মোহাম্মদ নাসির উদ্দিন আরো জানান, আজ সোমবার আরো তিনজনকে রিলিজ দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল। তবে, আবহাওয়া খারাপ থাকায় তাদের ড্রেসিং দরকার মনে করে ছাড়পত্র দেওয়া হয়নি। চলতি সপ্তাহে আরো কয়েকজনকে পর্যায়ক্রমে ছাড়পত্র দেওয়ার পরিকল্পনা আছে।
মাইলস্টোনে দগ্ধদের মধ্যে এখন পর্যন্ত জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ১৮ জন। মোট মৃত্যুর সংখ্যা জানাবে স্বাস্থ্য মন্ত্রণালয়।