রাশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনার বিষয় বৈচিত্র্যের ক্ষেত্রে অনন্য। অর্জিত ডিগ্রিগুলো বিশ্ব স্বীকৃত। বহুজাতিক কোম্পানিগুলোতে রাশিয়ার বিশ্ববিদ্যালয় থেকে আসা ইন্টার্ন ও স্নাতকদের ব্যাপকভাবে গুরুত্ব দেওয়া হয়। ৪০০টিরও বেশি অধ্যয়নের ক্ষেত্রে ৬৫০টিরও বেশি বিষয়ে স্নাতক, স্নাতকোত্তর, ফেলোশিপ ও বৃত্তির ব্যবস্থা আছে দেশটিতে। রাশিয়া ঐতিহাসিকভাবে ব্যালে নৃত্য, শাস্ত্রীয় সঙ্গীত, চিত্রকলা এবং সাহিত্যের মতো শিল্পে শ্রেষ্ঠত্বের জন্য সুপরিচিত। তাই যারা সৃজনশীল বিষয়ে ক্যারিয়ার গঠনে ইচ্ছুক তাঁদের জন্য রাশিয়া উত্তম গন্তব্য। রাশিয়ায় উচ্চশিক্ষার জন্য অধ্যয়ন ও স্টুডেন্ট ভিসা আবেদন পদ্ধতি, খরচ, স্কলারশিপসহ নানা বিষয় জেনে নেওয়া যাক—

রাশিয়ার সেরা বিশ্ববিদ্যালয় কোনগুলো—

লোমোনোসভ মস্কো স্টেট ইউনিভার্সিটি, সেন্ট পিটার্সবার্গ ইউনিভার্সিটি, বাউম্যান মস্কো স্টেট টেকনিক্যাল ইউনিভার্সিটি, পিপলস ফ্রেন্ডশিপ ইউনিভার্সিটি অফ রাশিয়া, কাজান ফেডারেল ইউনিভার্সিটি, হায়ার স্কুল অফ ইকোনমিক্স, মস্কো ইনস্টিটিউট অফ ফিজিক্স অ্যান্ড টেকনোলজি, টমস্ক স্টেট ইউনিভার্সিটি, নভোসিবিরস্ক স্টেট ইউনিভার্সিটি ও ন্যাশনাল রিসার্চ নিউক্লিয়ার ইউনিভার্সিটি এমইপিএইচএল (মস্কো ইঞ্জিনিয়ারিং ফিজিক্স ইনস্টিটিউট)।

পড়ার জন্য জনপ্রিয় বিষয় কোনগুলো—

শিল্প, সাহিত্য, নৃত্য, সঙ্গীত এবং চিত্রকলা, বিজ্ঞান ও প্রযুক্তি, বিজনেস স্টাডিজ, মেডিকেল সায়েন্স, মানবিক এবং সামাজিক বিজ্ঞান ও ইতিহাস।

আরও পড়ুনহার্ভার্ডে সাইবার সিকিউরিটি কোর্স, ৫ সপ্তাহের কোর্সের বিস্তারিত জেনে নিন০৪ ডিসেম্বর ২০২৪আবেদনের উপায়—

রুশ বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তির আবেদন গ্রহণের প্রধান মৌসুম হচ্ছে ফল সেমিস্টার। এ ক্ষেত্রে আবেদনের সময় থাকে আগের বছরের ডিসেম্বর থেকে জুলাই পর্যন্ত। ভর্তির যাবতীয় কার্যক্রম শেষে ক্লাস শুরু হয় সেপ্টেম্বরে। কয়েকটি বিশ্ববিদ্যালয় ফেব্রুয়ারি বা মার্চ মাস তথা স্প্রিং সেমিস্টারেও ক্লাস শুরু করে থাকে। স্প্রিংয়ের জন্য আবেদনের সময়সীমা থাকে অক্টোবর থেকে জানুয়ারি পর্যন্ত।

এই দুই মৌসুমের বাইরে রাশিয়ায় রোলিং ইন্টেকও রয়েছে, যেখানে সারা বছর ধরেই চলে কোর্সে নিবন্ধন। আন্তর্জাতিক ছাত্রছাত্রীদের মধ্যে যাদের ভিসা প্রক্রিয়াকরণে বেশ কালক্ষেপণ হয়ে যায়, তাদের জন্য এই ইন্টেকটি যথেষ্ট উপকারে আসে।

বিশ্ববিদ্যালয়গুলো তাদের নিজস্ব অনলাইন পোর্টালের মাধ্যমে ভর্তির আবেদন জমা নেয়। এর জন্য আবেদনকারীদের তাদের নির্বাচিত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হয়। এই অ্যাকাউন্টেই দরকারি নথিপত্র আপলোডসহ আবেদন জমা করা যায়।

নথি যাচাইয়ের প্রথম ধাপে উতড়ে গেলে শিক্ষার্থীকে অনলাইন পরীক্ষা বা সাক্ষাৎকারের জন্য ডাকা হয়। এই শেষ ধাপে কৃতকার্য হলেই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ভর্তির নির্দেশনা দিয়ে প্রথম সেমিস্টারের ফি প্রদান করতে বলে। ফি পরিশোধের পরেই শিক্ষার্থীকে মনোনীত করা হয় ইনভাইটেশন বা অফার লেটারের জন্য। এই লেটারটি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ইস্যু করে মূলত রাশিয়ান ফেডারেশনের ফেডারেল মাইগ্রেশন সার্ভিস।

ফাইল ছবি প্রথম আলো.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ইউন ভ র স ট ভর ত র র জন য

এছাড়াও পড়ুন:

‘দেশটা তোমার বাপের নাকি’ গাওয়ার পর পালিয়ে থাকতে হয়েছিল

শিল্পীর সৌজন্যে

সম্পর্কিত নিবন্ধ