ফুটবলের একটি ম্যাচকে ঘিরে এতোটা উন্মাদনা, উত্তেজনা, উৎসব আগে কখনো হয়েছিল? টিকিট না পেয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ভবনে তালা কী ঝুলেছিল? না খেয়ে, না ঘুমিয়ে টিকিটের জন্য প্রতিবাদ কী হয়েছিল?

নিকট অতীতে হয়নি। হয়নি কারণ, ওই গণজোয়ার ছিল না। ছিল না তারকা, পোস্টারবয়। হামজা চৌধুরী বাংলাদেশ ফুটবলে সেই চাঁদ হয়ে এসেছেন। যাকে ঘিরে নতুন করে ফুটবল জেগে উঠার স্বপ্ন দেখছে। 

আজই যার কঠিনতম পরীক্ষা হতে যাচ্ছে। আবেগের লড়াইয়ের সঙ্গে যদি সংগতিপূর্ণ পারফরম্যান্স হয় তাহলে তো কথাই নয়। ফুটবল তার হারানো গৌরব, জৌলুস ফিরে পাওয়ার লড়াইয়ে কয়েকধাপ এগিয়ে যাবে। আর যদি না হয়…তাহলে কী? উত্তরটা সময়ের কাছেই তোলা থাক। 

আরো পড়ুন:

জয় চায় বাংলাদেশ, ভীত নয় সিঙ্গাপুর

পা ভাঙতে হলে ভাঙুক, আমাকে ট্রফি জিততে হবে: রোনালদো

এফসি এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সন্ধ্যা সাতটায় ঢাকার জাতীয় স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। টি স্পোর্টসে দেখা যাবে সেই ম্যাচ।

নিজেদের প্রথম ম্যাচে ভারতের সঙ্গে গোলশূন্য ড্র করায় এক পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। ২০২৭ সালের এএফসি এশিয়ান কাপে অংশ নিতে বাংলাদেশকে নিজেদের গ্রুপে সেরা হতে হবে।

বাংলাদেশসহ বাকি তিন দল হংকং, ভারত ও সিঙ্গাপুরের পয়েন্ট সমান এক করে। আজ জিতলে বাংলাদেশ পাবে ৩ পয়েন্ট। ড্র করলে মিলবে ১ পয়েন্ট।

বাংলাদেশের লক্ষ্য পূর্ণ ৩ পয়েন্টই। অধিনায়ক জামাল ভূঁইয়া সেই কথাই বলেছেন, ‘‘আমরা যদি এক গোল আগে দিতে পারি ভালো হবে। এটাও ঠিক আমাদের কিন্তু ক্লিনশিটও ধরে রাখতে হবে। যেটা খুবই গুরুত্বপূর্ণ কাজ। তবে ফুটবলে জয়টাই মুখ্য। আপনি তিন গোলে জেতেন বা এক গোলে দিনশেষে পয়েন্ট পাওয়াই সবকিছু। আমাদেরও লক্ষ্য, তিন পয়েন্ট তুলে নেওয়া।”

সিঙ্গাপুর কোচ সুতোমু ওগুরা বাংলাদেশকে কোনো ছাড় দেবেন না তার কথাতেই বোঝা যাচ্ছে, ‘‘আমার কাছে অ্যাওয়ে ম্যাচ কঠিন ম্যাচ। আশা করি, এখানে আমরা টুরিস্ট হবো না। বাংলাদেশকে ভয় পাবো না। ভালো একটা ম্যাচ খেলার চেষ্টা করব আমরা। হ্যাঁ, অবশ্যই বাংলাদেশের এই দলটা ভালো। সে জন্য আমাদের ভালো একটা প্রস্তুতি নিতে হয়েছে। আমার বিশ্বাস, ম্যাচটা উপভোগ্য হবে।’’

এদিকে প্রায় ৫৫ মাস পর জাতীয় স্টেডিয়ামে কোনো আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এখনো অনেকে ফুটবলপ্রেমী টিকিটের জন্য হন্যে হয়ে ঘুরছেন। স্টেডিয়ামের গ্যালারি ফুলহাউজ মোটামুটি নিশ্চিত। এটা কী বাড়তি চাপ কি না জানতে চাইলে বাংলাদেশের অধিনায়ক জামাল ভূঁইয়া বলেছেন, ‘‘কতজন মানুষ ম্যাচটা দেখবে, সেটা কোনো বিবেচ্য বিষয় নয়। দিন শেষে দেশের জন্য জয়টাই লাগবে আমাদের। হ্যাঁ, এটা ঠিক, চাপ এবং এই উত্তেজনাটা আমরা অনুভব করি। কিন্তু খেলার সময় আমাদের চিন্তা থাকবে কীভাবে ম্যাচটা জেতা যায়।’’

১০ বছর পর ফের দুই দল মুখোমুখি হচ্ছে।আগের দুই দেখায় বাংলাদেশের কোনো জয় নেই। ১৯৭৩ সালে মারদেকা কাপে ১-১ ড্র, ২০১৫ সালের দেখায় ২-১ গোলে হেরেছিল দল। এবার কী বাংলাদেশের ভাগ্যে জয় লিখা থাকবে? ফয়সালা হয়ে যাবে আজ রাতেই। 

ঢাকা/ইয়াসিন/বকুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল আম দ র ফ টবল

এছাড়াও পড়ুন:

ভাসানী বিশ্ববিদ্যালয়ে বিসিএস পরীক্ষার্থীদের জন্য বাস সার্ভিস চালু

৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার্থীদের জন্য ফ্রি বাস সার্ভিস চালুর উদ্যোগ নিয়েছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) শাখা ছাত্রদল। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ঢাকা ও ময়মনসিংহের পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থীদের নির্বিঘ্নে পৌঁছানোর লক্ষ্যে এ বিশেষ যাতায়াত সুবিধার ব্যবস্থা করা হয়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে শাখা ছাত্রদলের কর্মী নাফিস ইকবাল পিয়াল বিশ্ববিদ্যালয়ের একটি ফেসবুক গ্রুপে এ তথ্য জানিয়ে পোস্ট দেন। একইসঙ্গে শাখা সভাপতি সাগর নাইম ও সাধারণ সম্পাদক সাজিদ ইসলাম দীপুও তাদের ব্যক্তিগত ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে পরীক্ষার্থীদের এ সুবিধা গ্রহণের আহ্বান জানান।

আরো পড়ুন:

ভাসানী বিশ্ববিদ্যালয়ে নির্বাচনী রোডম্যাপের দাবিতে মানববন্ধন

বিশ্ববিদ্যালয় জ্ঞান অর্জন ও বিতরণের জায়গা: ইউজিসি চেয়ারম্যান

ছাত্রদল জানিয়েছে, ক্যাম্পাস থেকে দুটি বাস ছাড়বে। একটি ঢাকা রুটে এবং অপরটি ময়মনসিংহ রুটে যাবে। প্রতিটি বাসে ৫০ জন করে মোট ১০০ জন শিক্ষার্থী এই ফ্রি সার্ভিসের আওতায় যাতায়াত করতে পারবেন। এজন্য শিক্ষার্থীদের অবশ্যই আগাম রেজিস্ট্রেশন করতে হবে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত গুগল ফর্মের মাধ্যমে রেজিস্ট্রেশন করা যাবে। রেজিস্ট্রেশন ছাড়া কেউ এই সার্ভিসের সুবিধা নিতে পারবেন না।

শিক্ষার্থীদের জন্য এ উদ্যোগ ইতোমধ্যেই বিশ্ববিদ্যালয়জুড়ে প্রশংসা কুড়িয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক শিক্ষার্থী পোস্ট দিয়ে ছাত্রদলের এ পদক্ষেপকে ‘শিক্ষার্থীবান্ধব ও সময়োপযোগী উদ্যোগ’ হিসেবে অভিহিত করেছেন।

শাখা সভাপতি সাগর নাইম তার পোস্টে বলেন, “প্রতি বছর বিসিএসে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাফল্যের আলো ছড়িয়ে দেন। আমরা চাই এ সুনাম আরো দূরে ছড়িয়ে পড়ুক, আরো উজ্জ্বল হোক। এ ধারাবাহিক সাফল্যের পথে আপনাদের পাশে থাকতে, ভালোবাসা ও সম্মান জানাতে মাভাবিপ্রবি ছাত্রদল ৪৭তম বিসিএস পরীক্ষার্থীদের জন্য ফ্রি বিশেষ বাস সার্ভিসের ব্যবস্থা করেছে।”

এ বিষয়ে শাখা সাধারণ সম্পাদক সাজিদ ইসলাম দীপু বলেন, “জাতীয়তাবাদী ছাত্রদল সবসময়ই শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে থাকে। গত বিসিএসে আমাদের বড় ভাই বিসিএস প্রশাসনে প্রথম হয়েছেন। এটি শুধু আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য নয়, সারা দেশের জন্যই গর্বের বিষয়। সেই সাফল্যের ধারা অব্যাহত রাখতে এবং শিক্ষার্থীদের কল্যাণে আমরা এবার পরীক্ষার্থীদের জন্য ফ্রি বাস সার্ভিস চালু করেছি।”

তিনি বলেন, “বিশেষ করে অনেক নারী শিক্ষার্থী আছেন, যারা ক্যাম্পাস থেকে পরীক্ষাকেন্দ্র অনেক দূরে হওয়ায় অংশ নিতে পারেন না। আবার অনেকে যানবাহন না পেয়ে দেরিতে কেন্দ্রে পৌঁছান। আমরা চাইনি কেউ যেন যাতায়াত সমস্যার কারণে বিসিএস পরীক্ষায় পিছিয়ে পড়েন। তাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ভাইয়ের সহায়তায় আমরা এ বাস সার্ভিসের ব্যবস্থা করেছি।”

ঢাকা/আবিদ/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ