তরুণরা সোশ্যাল মিডিয়ার নেতিবাচক প্রভাবের শিকার হচ্ছে: হাসনাত
Published: 11th, June 2025 GMT
তরুণরা সোশ্যাল মিডিয়ার নেতিবাচক প্রভাবের শিকার হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, ‘তরুণরা যেন মাদক থেকে দূরে থাকে এবং খেলাধুলার প্রতি আগ্রহী হয়। তাদেরকে সেই চেতনা জাগ্রত করতে হবে। খেলাটি শুধুমাত্র একটি খেলা নয়; এটি তরুণদের মানসিক বিকাশ, সুকুমার বৃত্তির চর্চা। এর মাধ্যমে সামাজিক ঐক্যে তৈরি করে।’
বুধবার বিকেলে এলাহাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ‘জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শ্রীপুর ফুটবল একাদশ ও এলাহাবাদ হামাস একাদশের মধ্যে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। ৭-৬ গোলে বিজয়ী হয় এলাহাবাদ হামাস একাদশ। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে পুরস্কার তুলে দেন অতিথিরা।
হাসনাত বলেন, ‘বর্তমানে তরুণ সমাজ বিভিন্ন নেতিবাচক প্রভাবের শিকার হচ্ছে—বিশেষ করে মাদক ও সোশ্যাল মিডিয়ার অপব্যবহার করছে তারা। খেলাধুলার প্রতি আগ্রহী হলে, তারা মাদক থেকে দূরে থাকবে। এর মাধ্যমে তরুণরা শক্তি ও সামাজিক দায়িত্ববোধের প্রতিও উদ্বুদ্ধ হবে।’
ডা.
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
কনসার্টের জন্য কত পারিশ্রমিক নেন অরিজিৎ
তাঁর সংগীতের সফর শুরু হয়েছিল মুর্শিদাবাদের জিয়াগঞ্জ থেকে। আজ সারা বিশ্বে ছড়িয়ে রয়েছেন তাঁর অনুরাগীরা। মাত্র ৩৮ বছর বয়সে অরিজিৎ সিং ভারতের অন্যতম আলোচিত শিল্পী। তবে তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি কনসার্টে গাওয়ার জন্য বেশি পারিশ্রমিক নেন। আসলে কত পারিশ্রমিক নেন গায়ক?
সম্প্রতি সুরকার মন্টি শর্মা পিংকভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন অরিজিতের পারিশ্রমিক নিয়ে। তিনি বলেন, ‘একটা সময় পরে অনেক কিছুর বিবর্তন হয়েছে। আগে গোটা একটা গান আমরা দুই লাখ রুপিতে শেষ করতাম। এর মধ্যে গোটা অর্কেস্ট্রা, ৪০ জন বেহালা বাদক, আরও অনেক কিছু থাকত। তারপর ধীরে ধীরে গানপ্রতি নিজের জন্য ৩৫ হাজার রুপি নিতে থাকলাম।’
এরপরই অরিজিতের প্রসঙ্গ টেনে আনেন তিনি। মন্টি বলেন, ‘অরিজিৎ যখন আসত, তখন টানা ছয় ঘণ্টা আমার সঙ্গে একটা গান নিয়ে বসত। এখন ও একটি অনুষ্ঠানের জন্য দুই কোটি রুপি নেয়। তাই ওকে নিয়ে অনুষ্ঠান করতে হলে দুই কোটিই দিতে হবে। আগে তো মানুষ বেতারে ও টিভিতেও গান শুনত। কিন্তু এখন তাদের কাছে ইউটিউব আছে। এখন গান শোনার মাধ্যম অনেক বড়। তাই অর্থের পরিমাণও এখন বেড়েছে। তাই এখন যদি ১৫-২০ লাখ টাকা দিয়ে একটা গান করি, তা হলে ৯০ শতাংশ স্বত্ব কিনে নেয় অডিও সংস্থা। এই অডিও সংস্থাগুলো এখন আয় করছে।’
আরও পড়ুনযার গানে মুগ্ধ অরিজিৎ সিং, কে এই এনজেল নূর? ২৮ ফেব্রুয়ারি ২০২৫