টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে টস জিতে দক্ষিণ আফ্রিকা বোলিং নিতেই কিছু একটার গন্ধ পাওয়া গিয়েছিল। কাগিসু রাবাদার তোপে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ২১২ রানে অলআউট হতেই ওই গন্ধ প্রকট হয়। প্যাট কামিন্স প্রোটিয়াদের ১৩৮ রানে অলআউট করে ৭৪ রানের লিড নিয়ে বুঝিয়ে দিয়েছেন লর্ডসের উইকেট নিঁখাদ বোলিং বান্ধব।  

রাবাদার তোপে তবু প্রতিরোধ গড়েছিলেন স্টিভ স্মিথ ও বাও ওয়েবস্টার। শুরুতে অস্ট্রেলিয়া ৬৭ রানে ৪ উইকেট হারায়। সেখান থেকে স্মিথ ও ওয়েবস্টার দলকে ১৪৬ রানে নেন। স্মিথ ফিরে যান ৬৬ রান করে। ওয়েবস্টার আউট হন দলের পক্ষে সর্বোচ্চ ৭২ রান করে। অ্যালেক্স কেরি ২৩ রান যোগ করেন।

জবাব দিতে নেমে প্রথম দিন বিকেলেই ২২ ওভারে ৪৩ রানে ৪ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় সকালে দৃঢ়তা দেখাতে থাকেন অধিনায়ক টেম্বা বাভুমা ও মিডল অর্ডার ব্যাটার ডেভিড বেডিংহাম। যা দীর্ঘ হয়নি। বাভুমা ৮৪ বলে ৩৬ রান করে ফিরে যান। বেডিংহাম ১১১ বল খেলে ৪৫ রান করে সাজঘরে ফেরেন। পরেই ধসে যায় প্রোটিয়ারা।

অজিদের ধসিতে দিতে কাগিসু রাবাদা নিয়েছিলেন ৫ উইকেট। তিনি ৫১ রান খরচা করেছিলেন। তিন উইকেট নিয়েছিলেন আরেক পেসার মার্কো ইয়ানসেন। প্রোটিয়াদের গুড়িয়ে দিতে অজি অধিনায়ক প্যাট কামিন্স তুলে নিয়েছেন ৬ উইকেট। তিনি ১৮.

১ ওভার বোলিং করে ২৮ রান দেন। মিশেল স্টার্ক নেন ২ উইকেট।

উৎস: Samakal

কীওয়ার্ড: র ন কর উইক ট

এছাড়াও পড়ুন:

জিম্বাবুয়েকে চোখ রাঙাচ্ছে ইনিংস হার

কোনো উইকেট না হারিয়ে ৯২ রান নিয়ে দিন শুরু করেছিল নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে ১৪৯ রানে অলআউট হয়ে যাওয়া জিম্বাবুয়ের বড় রানের নিচে চাপা পড়ার ভয়টাও নিশ্চয়ই বাড়ছিল।

তবে বুলাওয়ে টেস্টের দ্বিতীয় দিনটা বোলিংয়ে ভালোই কেটেছে তাঁদের। নিউজিল্যান্ডের ১০ উইকেটই তুলে নিয়ে অলআউট করেছে ৩০৭ রানে। তবে জিম্বাবুয়ে এরপরও স্বস্তিতে নেই। ১৫৮ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংস শুরুর পর ৩১ রানেই ২ উইকেট হারিয়ে ফেলেছে স্বাগতিকেরা। ইনিংস হার এড়াতে এখনো ১২৭ রান করতে হবে জিম্বাবুয়েকে।

আরও পড়ুনআধা ঘণ্টার মধ্যেই গিলের দুই রেকর্ড ৫ ঘণ্টা আগে

দিনের প্রথম বলেই ৭০ বলে ৪১ রান করা উইল ইয়ংকে ফিরিয়ে জিম্বাবুয়েকে প্রথম উইকেট এনে দেন ব্লেসিং মুজারাবানি। এরপর ৬৬ রানের জুটি গড়েন হেনরি নিকোলস ও ডেভন কনওয়ে। এবারও জিম্বাবুয়ের ত্রাতা হন মুজারাবানি। ৫৬ বলে ৩৪ রান করা হেনরি নিকোলসকে ফেরান ব্রায়ান বেটের ক্যাচ বানিয়ে।

এরপর কনওয়ে ১৭০ বলে ৮৮ রান করে তানাকা চিবাঙ্গার বলে ফিরে গেলে আরও চাপে পড়ে যায় নিউজিল্যান্ড। সেই চাপ সামলে নেওয়ার চেষ্টাটা করতে পেরেছেন শুধু ড্যারিল মিচেল। শেষের দিকের ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিলের মধ্যে ১১৯ বলে ৮০ রান করে নিউম্যান নিমহারির বলে শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন তিনি।

নিউজিল্যান্ডের শেষ ৬ ব্যাটসম্যানের মাত্র দুজন দুই অঙ্কের ঘরে যেতে পেরেছেন

সম্পর্কিত নিবন্ধ

  • জিম্বাবুয়েকে চোখ রাঙাচ্ছে ইনিংস হার