নির্বাচনের আগে দেশে ফিরবেন তারেক রহমান: আবদুল আউয়াল মিন্টু
Published: 15th, June 2025 GMT
বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও দলের বরিশাল বিভাগীয় সাংগঠনিক টিমের প্রধান আবদুল আউয়াল মিন্টু বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে আসবেন।
আজ রোববার দুপুরে বরিশালে মহানগর বিএনপির সদস্য ফরম নবায়ন ও প্রাথমিক সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। নগরের ক্লাব রোডে বরিশাল ক্লাব মিলনায়তনে মহানগর বিএনপি এই অনুষ্ঠানের আয়োজন করে।
আবদুল আউয়াল মিন্টু বলেন, ‘তারেক রহমানের সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বৈঠকে নির্বাচন এগিয়ে আনার বিষয়ে আলোচনা হয়েছে। যদি ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হয়, তবে ধরে নিতে হবে সেই বৈঠক ফলপ্রসূ ছিল।’ তিনি আরও বলেন, ‘সময়মতো নির্বাচন হলে দেশে স্থিতিশীলতা ফিরে আসবে, অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়বে এবং ব্যবসা-বাণিজ্যে গতিশীলতা আসবে। এ জন্য তারেক রহমান ও প্রধান উপদেষ্টার মধ্যে হওয়া বৈঠককে ইতিবাচক হিসেবে দেখছি আমরা।’
জাতীয় নির্বাচন নিয়ে কিছু রাজনৈতিক দলের আপত্তি সম্পর্কে জানতে চাইলে আবদুল আউয়াল মিন্টু বলেন, ‘ফেব্রুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে কিছু দলের বিরোধিতা থাকলেও দেশের অধিকাংশ রাজনৈতিক দল নির্বাচনের পক্ষে। বিএনপিসহ বর্তমানে দেশে ৬২টি দল রয়েছে, যার বড় অংশই আগামী নির্বাচনে অংশ নিতে চায়। তাই গণতান্ত্রিক চেতনায় সবাইকে ঐকমত্যে আসতে হবে।’
মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, মাহবুবুল হকসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ত র ক রহম ন অন ষ ঠ ন ব এনপ র আবদ ল
এছাড়াও পড়ুন:
শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত
নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।
দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।
ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।
৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।
ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট