ঢাকঢোল পিটিয়ে ও মাইকে ঘোষণা দিয়ে ৭ পরিবারকে ‘সমাজচ্যুত’
Published: 15th, June 2025 GMT
ঢাকঢোল পিটিয়ে ও মাইকে ঘোষণা দিয়ে সাত পরিবারকে করা হয়েছে সমাজচ্যুত। জামালপুর শহরের দাপুনিয়া এলাকায় ‘মাতব্বরদের’ এই সিদ্ধান্তের কারণে পরিবারগুলো চরম বিপাকে পড়েছে। নিরাপত্তাহীনতায় তারা ঘরের বাইরে বের হতে পারছে না।
প্রশাসন বলছে, অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
গত শুক্রবার রাতে মাইকিং করে ঘোষণা দেওয়া হয়, ‘আজ থেকে মরহুম আজিজুল হক, ইসমাইল হোসেন মৌলভি, মনসুর মিয়া, মানিক, জানিক, মজিবর ও নান্নুর পরিবার সমাজচ্যুত। তাদের সঙ্গে কেউ মেলামেশা, লেনদেন কিংবা ওঠবস করতে পারবে না। কেউ নিয়ম ভাঙলে তাকেও একঘরে করা হবে।’ এ ঘোষণার পর থেকে অতি প্রয়োজনেও ঘরের বাইরে বের হতে পারছেন না পরিবারগুলোর সদস্যরা।
স্থানীয়রা জানান, এলাকার মুনসুর মিয়ার পরিবারের সঙ্গে কিছু ‘প্রভাবশালী’ ব্যক্তির বিরোধ চলে আসছিল। গত শুক্রবার জুমার নামাজের পর মুনসুরের সঙ্গে প্রতিবেশী মন্টু মিয়ার মারামারি হয়। এ ঘটনায় মাতব্বররা সালিশ করে মুনসুরের পরিবারকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। এই সিদ্ধান্ত মেনে না নেওয়ায় মুনসুরের পরিবারসহ সাত পরিবারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
ভুক্তভোগী ইসমাইল হোসেন মৌলভি বলেন, ‘আমরা কোনো অপরাধ করিনি। শুধু পারিবারিক একটি বিষয়ে মতবিরোধ ছিল।’ আরেক ভুক্তভোগী ফারুক হোসেন জানান, তারা মসজিদেও যেতে পারছেন না। দোকান থেকে কিছু কিনতে পারছেন না। করুণ অবস্থা হুসনা বেগমের পরিবারেও। তিনি বলেন, ‘ছোট বাচ্চারা কান্নাকাটি করছে। ওদের কিছু কিনে দিতে পারি না। আমাদের দোষ কী।’
মাইকিং করা নাজমুল হাসান স্বীকার করেন, এটা ভুল হয়েছে। প্রথমে তিনি মাইকিং করতে রাজি হননি। কিন্তু গণ্যমান্যদের চাপে বাধ্য হন।
অভিযুক্ত ‘মাতব্বর’ শামীম আহমেদ দাবি করেন, এলাকার প্রায় ৫০০ লোকের উপস্থিতিতে এ সিদ্ধান্ত হয়েছে। তার একক কোনো সিদ্ধান্ত ছিল না।
জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন বলেন, ‘এ নিয়ে অভিযোগ পেয়েছি ও তদন্ত করছি। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
.উৎস: Samakal
কীওয়ার্ড: র পর ব র
এছাড়াও পড়ুন:
উৎসবমুখর পরিবেশে হবে দুর্গাপূজা: ডিএমপি কমিশনার
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল আছে। আগের মতোই সবার সম্মিলিত প্রচেষ্টায় হিন্দু ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা অনুকূল পরিবেশে ও নির্বিঘ্নে হবে।
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীতে ডিএমপির সদর দপ্তরে সংশ্লিষ্টদের নিয়ে আয়োজিত প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেছেন।
আরো পড়ুন:
গোপালগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৩ পুলিশ নিহত
এবার ঢাকা মহানগরীতে ২৫৮টি মণ্ডপে দুর্গাপূজা হবে, জানিয়ে ডিএমপি কমিশনার বলেছেন, মণ্ডপভিত্তিক নিরাপত্তা পরিকল্পনার বাইরে পৃথক ট্রাফিক ব্যবস্থাপনা ও থাকবে। প্রতিমা বিসর্জনের দিন সার্বিক নিরাপত্তা দেওয়া হবে।
প্রস্তুতি সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, মহানগর পূজা উদযাপন পরিষদ, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ, উপাধ্যক্ষ রামকৃষ্ণ মিশন মঠসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গৃহীত নিরাপত্তা পরিকল্পনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং ধন্যবাদ জানান।
সভায় ডিএমপির অতিরিক্ত কমিশনার (সিটিটিসি) মো. মাসুদ করিম, অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম, অতিরিক্ত কমিশনার (লজিস্টিকস) হাসান মো. শওকত আলী, অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. জিললুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকতা এবং সশস্ত্র বাহিনী, বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও সেবা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ঢাকা/এমআর/রফিক