পছন্দের প্রতীক পেলনা নাগরিক ঐক্য। কেটলির পরিবর্তে শাপলা বা দোয়েল পাখি প্রতীক বরাদ্দ চেয়ে নাগরিক ঐক্যের করা আবেদন নাকচ করে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার ইসি সচিব আখতার আহমেদের কাছে এ সংক্রান্ত আবেদন দিয়েছিল দলটি। তবে তাৎক্ষণিকভাবে তা নাকচ করে দেয় সংস্থাটি। ফলে কেটলি প্রতীক থাকছে।
ইসি সচিবের সঙ্গে সাক্ষাতের পর নারী ঐক্যের সদস্য সচিব ফেরদৌসী আক্তার সাংবাদিকদের বলেন, নাগরিক ঐক্য দলীয় পছন্দ অনুযায়ী প্রতীক পায়নি। নির্বাচন কমিশন কেটলি প্রতীক দিয়েছে।
এ বিষয়ে দলটির দপ্তর সম্পাদক এসএম মহিদুজ্জামান মহিদ বলেন, আমরা নির্বাচন কমিশন সচিবের কাছে আবেদন জমা দিয়েছি। শাপলা ও দোয়েল জাতীয় প্রতীক হওয়ায় এই দুটি প্রতীক দলকে বরাদ্দ দেওয়া যাবে না বলে জানিয়েছেন। তবে নতুন প্রতীক বিধিমালায় যুক্ত হওয়ার পর অন্য কোনো প্রতীক চেয়ে আবেদন করার পরামর্শ দিয়েছেন। তাই আগামীতে নতুন করে আবেদন দেওয়া হবে। ২০২৪ সালের ২ সেপ্টেম্বর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বাধীন নাগরিক ঐক্য ইসির নিবন্ধন পায়।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
মেটা কানেক্ট সম্মেলনে ভিআর ও এআর পণ্যে ৬ চমক
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে অবস্থিত মেটার সদর দপ্তরে আয়োজিত বার্ষিক কানেক্ট সম্মেলনের প্রথম দিনে নতুন একাধিক প্রযুক্তি ও পণ্য আনার ঘোষণা দিয়েছে মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ। সম্মেলনে বহুল আলোচিত রেব্যান স্মার্ট চশমার হালনাগাদ সংস্করণ উন্মোচনের পাশাপাশি ডিসপ্লে যুক্ত স্মার্ট চশমা, অ্যাথলেটদের জন্য বিশেষ চশমা, ভার্চ্যুয়াল রিয়েলিটি (ভিআর) ও অগমেন্টেড রিয়েলিটিতে (এআর) বাস্তব পরিবেশ রূপান্তরের নতুন সুবিধা যুক্তের ঘোষণা দেন তিনি। সম্মেলনের উল্লেখযোগ্য ছয়টি ঘোষণা জেনে নেওয়া যাক।
মেটা রেব্যান ডিসপ্লে