এখন আমের মৌসুম। দেশের বিভিন্ন জায়গা থেকে ট্রাকে, ট্রেনে আম আসছে ঢাকায়। তবে এর মধ্যে ঢাকায় এক ছাদবাগানে আমের বাম্পার ফলন হয়েছে। বাড্ডার নূরের চালা এলাকার বাসিন্দা সফিকুল ইসলামের ছাদবাগানে ঝুলে আছে শত শত আম। আর এসব আম বাজারের যেকোনো আমকে টেক্কা দেওয়ার মতোই। স্বাদ–গন্ধও অসাধারণ।
পেশায় ব্যবসায়ী সফিকুল নিজ বাসার ছাদে বাহারি ফুল আর ফলের সমন্বয়ে গড়ে তুলেছেন চমৎকার ছাদবাগান। সে বাগানেই এখন রাজত্ব করছে হরেক রঙের নানা জাতের আম।

আমেরিকান রেড পালমার জাতের আম.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

সন্ধ্যায় সারা দিনের আলোচিত খবর

ছবি: প্রথম আলো

সম্পর্কিত নিবন্ধ