ভুল করে ভারতে ঢোকা বিজিবি সদস্যকে ফেরত দিয়েছে বিএসএফ
Published: 22nd, June 2025 GMT
চাঁপাইনবাবগঞ্জের জোহরপুর সীমান্তে চোরাচালানিদের ধরতে গিয়ে ভুল করে ভারতে ঢোকা বিজিবি সদস্যকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
শনিবার (২১ জুন) দিবাগত রাত সাড়ে ১০টায় সীমান্তের শূন্য রেখায় বিজিবি-বিএসএফের কামান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে তাকে ফেরত দেওয়া হয়।
ফেরত দেওয়া ওই বিজিবি সদস্যের নাম মতিউর রহমান। তিনি জোহরপুর বিওপিতে (বর্ডার আউটপোস্ট) ল্যান্স নায়েক পদে কর্মরত।
বিজিবির রাজশাহী সেক্টরের কমান্ডার কর্নেল মো.
তিনি আরো বলেন, ‘‘শনিবার রাত সাড়ে ১০টায় সীমান্তের শূন্য রেখায় বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকের মাধ্যমে বিএসএফ তাদের পিরোজপুর ক্যাম্পে রাখা সিপাহী মতিউর রহমানকে বিজিবির কাছে হস্তান্তর করে। তারা (ভারতীয় বিএসএফ) বিজিবি সদস্যকে খাবার পরিবেশনসহ তার সঙ্গে সম্মানজনক আচরণ করেছেন।’’
৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু বলেন, ‘‘শনিবার রাত সাড়ে ৮টার দিকে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক শুরু হয়। রাত পৌনে ১০টার দিকে ওই বিজিবি সদস্যকে ফেরত দেওয়া হয়।’’
ঢাকা/শিয়াম/রাজীব
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব এসএফ সদস য
এছাড়াও পড়ুন:
রাঙামাটির জুড়াছড়ি সীমান্তে ভারতীয় নাগরিক আটক
রাঙামাটির জুড়াছড়ি উপজেলার সীমান্তবর্তী বগাখালী বাজার এলাকা থেকে মন চন্দ্র চাকমা (২২) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তার কাছ থেকে ভারতীয় আধার কার্ড উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার ((৭ আগস্ট) সকালে কাপ্তাই ব্যাটালিয়নের (৪১ বিজিবি) বগাখালী বিওপির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে মন চন্দ্র চাকমাকে আটক করে।
আটক মন চন্দ্র চাকমা ভারতের মিজোরাম রাজ্যের দক্ষিণ উগুদাসুরি চংতে লংলে এলাকার বাসিন্দা এবং চন্দ্র হানশু চাকমার ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি চোরাচালান ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
আরো পড়ুন:
ভোমরা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত
ছবি তুলতে গিয়ে সীমান্ত অতিক্রম, দুই কিশোরকে ফেরত দিল বিএসএফ
কাপ্তাই ব্যাটালিয়নের (৪১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘‘আটক ভারতীয় নাগরিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’’
ঢাকা/শংকর/রাজীব