পাবিপ্রবিতে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান
Published: 30th, June 2025 GMT
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান করা হয়েছে।
সোমবার (৩০ জুন) পাবিপ্রবির কনভেনশন হলে বিশ্ববিদ্যালয়ের ২১টি বিভাগের ২১৫ জন শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্তদের হাতে চেক তুলে দেওয়া হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড.
আরো পড়ুন:
জাবিতে নারী শিক্ষার্থী হেনস্তা ও নিরাপত্তা কর্মকর্তা আহত নিয়ে যা জানা গেল
বেরোবিতে নোটিশ ছাড়াই ভর্তি ফি দ্বিগুণ, ভোগান্তিতে শিক্ষার্থীরা
এদিকে, একই অনুষ্ঠানে অনুমোদনকৃত ১০টি গবেষণা উদ্ভাবন প্রজেক্টের সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষার্থী এবং ব্যক্তিগত উদ্ভাবনের জন্য পাঁচজন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানস্থলে গবেষণা উদ্ভাবন প্রজেক্টসমূহ উপস্থাপন করা হয়। ছাত্র উপদেষ্টা দপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করে।
ছাত্র উপদেষ্টা দপ্তরের পরিচালক ড. মো. রাশেদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুল-আওয়াল বলেন, “জুলাই আন্দোলনের পর উৎপাদনমুখী, তারুণ্যমুখী বাংলাদেশের স্বপ্নপূরণে আমরা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক উন্নয়নে মেধাবী ও অস্বচ্ছল মেধাবীদের মাঝে বৃত্তি প্রদান করছি। আমরা মেধাবীদের জাতীয় পর্যায়ে তুলে ধরার কাজ করছি।”
তিনি বলেন, “এই বৃত্তি একাডেমিক এক্সিলেন্স বাড়াতে, গবেষণা বাড়াতে শিক্ষার্থীদের উৎসাহিত করবে। শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য এই বৃত্তি বড় রকমের সহযোগিতা করবে।”
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “ভবিষ্যতে প্রতিযোগিতামূলক প্রজেক্ট পাস করা হবে। সেখানে শিক্ষার্থীরা বেতন পাবেন। গবেষণা বাড়াতে বিভিন্ন সেল করা হয়েছে। এগুলো পুরোদমে চালু হলে শিক্ষা ও গবেষণার ক্ষেত্র বৃদ্ধি পাবে এবং আরো বেশি সংখ্যক শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া সম্ভব হবে।”
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান খান, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ফজলুল হক, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মীর খালেদ ইকবাল চৌধুরী, জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন ড. মোহাম্মদ নাজমুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে অনুমোদনকৃত ১০টি গবেষণা উদ্ভাবন প্রজেক্টগুলোর জন্য শিক্ষার্থী আবু মোহাম্মদ নুর, রতন আহমেদ, আরিফ হোসাইন, হাফিজুল ইসলাম, ফাতেমা খাতুন, তানভীর ইসলাম চৌধুরী, সাগর মিয়া, শাহাদত হোসাইন ভুইয়া, ইফতেখার শাকিরুল, নায়েসা ইয়াসমিন এ্যামি, আফরিনা শাহরিন শোভা, শাদ শাহরিয়ার ও তামান্না ইয়াসমিনকে পুরস্কৃত করা হয়।
এছাড়া নিজস্ব উদ্ভাবনের জন্য এলইডি ষ্ট্যাম্পের জন্য তানভীর চৌধুরী ও তার টিম, ডিজিটাল স্কোরবোর্ডের জন্য আবির ও তার টিম, ক্যাফেটেরিয়া ডিজাইনের জন্য আব্দুল আল মামুন, সাদিয়া আফরিন, সৌরভ হুসাইন, ক্যালেন্ডার ডিজাইনের জন্য তৈয়বুর রহমান ও ঘাস কাটার মেশিনের জন্য নাজমুস সাকিবকে পুরস্কৃত করা হয়।
ঢাকা/শাহীন/মেহেদী
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ন র জন য অন ষ ঠ ন ইসল ম
এছাড়াও পড়ুন:
মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
রাজধানীর মোহাম্মদপুরের কয়েকটি অপরাধপ্রবণ এলাকায় বুধবার দিনভর বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ছুরি, দুটি ধারালো চাকু, দুটি লোহার রড, একটি সাইকেল ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলা, মাদক মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হীরা (১৯), রফিক (২১), আবদুর রহমান (৩৯), নাবিদ হাসান ওরফে চয়ন (২৬), খোকন (৩১), মনসুর (৩৫), জুয়েল (৩২), সানজু (২২), মিলন (৪২), শাওন (৩৬), নোয়াজ শরীফ (২৮), সেলিম (৩৪), আসাদুজ্জামান ওরফে ইমন (২৩), আনোয়ার হোসেন (৩৬), সজল (৩০), বরকত গাজী (২৮), জুয়েল (৩৮), আরমান (৩০), বাদল (৩৮), কোরবান (২৮), নয়ন (২৭), মাসরুফ (২৩), আল আমিন (২৭), রাকিব (১৮), মিলন (২৫), ওয়াজিদ (৩৬), এরশাদ (২৫), ছালাম ওরফে সামাদ (৩৭) ও দিলসার (৩০)।