যুদ্ধ শুরু হওয়ার পরে ইউক্রেনে সবচেয়ে বড় ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। হামলায় কমপক্ষে ২৩ জন আহত হয়েছে এবং রাজধানী কিয়েভজুড়ে ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার ভ্লাদিমির পুতিনের সাথে কথা বলার কয়েক ঘন্টা পরেই।

ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, রাশিয়া মোট ৫৩৯টি ড্রোন এবং ১১টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। স্থানীয় সময় সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত কিয়েভে বিমান হামলার সাইরেন, কামিকাজে ড্রোনের শব্দ এবং বিস্ফোরণের শব্দ প্রতিধ্বনিত হয়েছিল। বাসিন্দারা আশ্রয়ের জন্য ভূগর্ভস্থ মেট্রো স্টেশনগুলোতে পরিবারের সাথে জড়ো হয়েছিলেন। শহরের কেন্দ্রস্থলে তীব্র ধোঁয়া ছড়িয়ে পড়েছিল।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই আক্রমণকে ‘ইচ্ছাকৃতভাবে বিশাল এবং নিন্দনীয়’ বলে অভিহিত করেছেন।

জেলেনস্কি এক্স-এ বলেছেন, “উল্লেখযোগ্যভাবে গতকাল আমাদের শহর ও অঞ্চলে প্রথম বিমান হামলার সতর্কতা প্রায় একই সাথে প্রচারিত হতে শুরু করে যখন সংবাদমাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্প এবং পুতিনের মধ্যে একটি ফোনালাপ নিয়ে আলোচনার খবর প্রকাশিত হয়েছিল। আবারো রাশিয়া দেখিয়ে দিচ্ছে যে যুদ্ধ ও সন্ত্রাস বন্ধ করার কোনো ইচ্ছা তাদের নেই।”

কিয়েভের কর্মকর্তারা জানিয়েছেন, হামলায় কিয়েভের ১০টি জেলার মধ্যে ছয়টিতে প্রায় ৪০টি অ্যাপার্টমেন্ট ব্লক, যাত্রীবাহী রেলওয়ে অবকাঠামো, পাঁচটি স্কুল ও কিন্ডারগার্টেন, ক্যাফে এবং অনেক গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পোল্যান্ড জানিয়েছে, কেন্দ্রীয় কিয়েভে তাদের দূতাবাসের কনস্যুলার অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, কর্মীরা অক্ষত রয়েছেন।

মেয়র ভিটালি ক্লিটসকো টেলিগ্রামে জানিয়েছেন, আহতদের মধ্যে ১৪জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ইউক র ন

এছাড়াও পড়ুন:

৪১১ রানের টি-টোয়েন্টি ম্যাচে ৯ রানে হারল জিম্বাবুয়ে

ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে মাত্র ১২৭ রানে অলআউট হয়েছিল জিম্বাবুয়ে। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে আরও কম, ১২৫ রানে। কিন্তু রোববার (০২ নভেম্বর) তারা চোখে চোখ রেখে লড়াই করল আফগানিস্তানের বিপক্ষে।

আগে ব্যাট করে ৩ উইকেটে আফগানদের করা ২১০ রানের জবাবে জিম্বাবুয়ে ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২০১ রান করে হার মানে মাত্র ৯ রানে। দুই ইনিংসে রান হয়েছে মোট ৪১১টি। যা আফগানিস্তান ও জিম্বাবুয়ের মধ্যে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ।

আরো পড়ুন:

কেন বিপিএল থেকে বাদ পড়ল চিটাগং কিংস

ফাইনালে দ. আফ্রিকাকে ২৯৯ রানের টার্গেট দিল ভারত

স্বাগতিকরা থেমে থেমে নিয়মিত বিরতিতে উইকেট হারালেও ব্রিয়ান বেনেট, সিকান্দার রাজা, রায়ান বার্ল ও তাশিনগা মুসেকিওয়ার ব্যাটে লড়াই করে শেষ বল পর্যন্ত। বেনেট ৩ চার ও ২ ছক্কায় করেন ৪৭ রান। অধিনায়ক রাজা ৭টি চার ও ২ ছক্কায় করেন ৫১ রান। বার্ল ১৫ বলে ৫ ছক্কায় খেলেন ৩৭ রানের ঝড়ো ইনিংস। আর মুসেকিওয়া ২ চার ও ১ ছক্কায় করেন ২৮ রান।

বল হাতে আফগানিস্তানের আব্দুল্লাহ আহমদজাই ৪ ওভারে ৪২ রানে ৩টি উইকেট নেন। ফজল হক ফারুকি ৪ ওভারে ২৯ রানে ২টি ও ফরিদ আহমদ ৩ ওভারে ৩৮ রানে নেন ২টি উইকেট।

তার আগে উদ্বোধনী জুটিতে আফগানিস্তানের রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান ১৫.৩ ওভারে ১৫৯ রানের জুটি গড়েন। এই রানে গুরবাজ আউট হন ৪৮ বলে ৮টি চার ও ৫ ছক্কায় ৯২ রানের ইনিংস খেলে। মাত্র ৮ রানের জন্য সেঞ্চুরি মিস করেন তিনি। ১৬৩ রানের মাথায় ইব্রাহিম আউট হন ৭টি চারে ৬০ রান করে। এরপর সেদিকুল্লাহ অটল ১৫ বলে ২টি চার ও ৩ ছক্কায় অপরাজিত ৩৫ রানের ইনিংস খেলে দলীয় সংগ্রহকে ২১০ পর্যন্ত নিয়ে যান।

বল হাতে জিম্বাবুয়ের ব্রাড ইভান্স ৪ ওভারে ৩৩ রানে ২টি উইকেট নেন। অপর উইকেটটি নেন রিচার্ড এনগ্রাভা।

৯২ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হন গুরবাজ। আর মোট ১৬৯ রান করে সিরিজ সেরা হন ইব্রাহিম জাদরান।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ