নিহতদের পরিবারকে যথাযথ আর্থিক সহায়তা দেওয়ার দাবি এবি পার্টির
Published: 22nd, July 2025 GMT
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারকে যথাযথ আর্থিক সহায়তা এবং আহত ব্যক্তিদের সুচিকিৎসায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে আমার বাংলাদেশ (এবি) পার্টি। একই সঙ্গে এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে দলটি।
আজ মঙ্গলবার এবি পার্টির কেন্দ্রীয় নেতাদের একটি দল নিহত ও আহত ব্যক্তিদের পরিবারকে সান্ত্বনা দিতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক, স্বেচ্ছাসেবী সংস্থা ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন তাঁরা।
পরে সেখান থেকে বের হয়ে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। এ সময় দলের ভাইস চেয়ারম্যান মেজর (অব.
এবি পার্টির চেয়ারম্যান বলেন, ‘আহতদের সেবা–শুশ্রূষার জন্য চিকিৎসক, স্বেচ্ছাসেবী সংস্থা, বিভিন্ন রাজনৈতিক দল এবং ছাত্র-ছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে যেভাবে সহমর্মিতার হাত বাড়িয়েছেন, তা অত্যন্ত প্রশংসনীয়। আমরা প্রচুর পরিমাণে রক্ত পেয়েছি। সড়কের শৃঙ্খলা রক্ষায় স্বেচ্ছাসেবীরা খুবই তৎপর ছিলেন। সরকারের কাছে নিহতদের পরিবারকে যথাযথ আর্থিক সহায়তা এবং আহতদের সুচিকিৎসার সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।’
চিকিৎসাসেবার ব্যাপারে সন্তোষ প্রকাশ করে মজিবুর রহমান বলেন, ‘বার্ন ইনস্টিটিউটে যে চিকিৎসা হচ্ছে, আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) চিকিৎসাধীনরা ছাড়া বাকিদের আশা করি (অবস্থার) উন্নতি ঘটবে। কিন্তু যাঁরা আইসিইউতে আছেন, তাঁদের মধ্য থেকে আরও দুঃসংবাদ আমাদের শুনতে হতে পারে। যাঁরা স্বজনহারা হয়েছেন, তাঁদের প্রতি শোক ও সহমর্মিতা প্রকাশ করছি। দেশের মানুষ ও রাষ্ট্রকে সহযোগী বন্ধু হিসেবে তাঁদের পাশে থাকতে হবে।’
পরে দলটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিমান বিধ্বস্তের ঘটনায় এবি পার্টির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) আবদুল ওহাব মিনারের নেতৃত্বে একটি দল চিকিৎসাসহায়তা কার্যক্রমে অংশ নেন।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
খাগড়াছড়িতে সাংবাদিক মিলন ত্রিপুরার ওপর হামলার অভিযোগ তদন্তের আহ্বান সিপিজের
খাগড়াছড়িতে সাংবাদিক মিলন ত্রিপুরার ওপর হামলার অভিযোগ তদন্ত করতে বাংলাদেশি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে সাংবাদিকদের অধিকার রক্ষায় সোচ্চার বৈশ্বিক সংগঠন কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস (সিপিজে)। দোষীদের অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে বলে উল্লেখ করেছে সংগঠনটি।
মঙ্গলবার সিপিজের এক টুইটে এ আহ্বান জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ডিবিসি নিউজের প্রতিনিধি মিলন ত্রিপুরা ১৭ জুলাই একটি বিক্ষোভের সংবাদ সংগ্রহ করছিলেন। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাঁকে মারধর করেন ও ধারণ করা ভিডিও ফুটেজ মুছে ফেলতে বাধ্য করেন বলে অভিযোগ রয়েছে।