উত্তরার মাইলস্টোন স্কুলে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে এতগুলো কোমলমতি শিশুর প্রাণহানির ঘটনা অত্যন্ত মর্মান্তিক। বিমানটি এমন এক স্থানে বিধ্বস্ত হলো, যেখানে ছোট বাচ্চারা ক্লাসরুমে ছিল। মৃত এবং আহত শিশুদের মা-বাবাদের প্রতি আমি গভীর সমবেদনা প্রকাশ করছি। আহত সবার সুস্থতা কামনা করছি। যে প্রশিক্ষণার্থী চালক বিমানটি চালাচ্ছিলেন, তাঁর মৃত্যুও আমাদের ব্যথিত করেছে।

প্রশ্ন হলো, আমরা এ দুর্ঘটনা ও এতগুলো মৃত্যু এড়াতে পারতাম কি না। হয়তো পারতাম, যদি আমাদের যুদ্ধবিমান উড্ডয়নের জন্য কোনো স্বতন্ত্র রানওয়ে থাকত, যার অবস্থান হতো লোকালয় থেকে দূরে বিস্তীর্ণ মাঠ অথবা চর অঞ্চল অথবা অন্য কোনো জায়গায়। যেমন লালমনিরহাটের পরিত্যক্ত বিমানবন্দরটি আমরা চালু করতে পারতাম। প্রসঙ্গত, পৃথিবীর সব দেশেই প্রশিক্ষণ বিমানের উড্ডয়ন ও ল্যান্ডিং করা হয় নির্জন বা কম বসতিপূর্ণ এলাকায়; সেখানে দুর্ঘটনা ঘটলেও ক্ষতির পরিমাণ অনেক কম হয়।

যুদ্ধবিমান চালানোর জন্য যে দীর্ঘ রানওয়ে দরকার, তা বর্তমানে চট্টগ্রাম ও সিলেটে আছে। আমাদের বিমানবাহিনী চট্টগ্রাম রানওয়ে ব্যবহার করে, তবে সিলেটে অবস্থিত রানওয়েটি সীমান্ত এলাকা হওয়ায় সুবিধাজনক নয়। ঢাকা একটি জনবহুল শহর, যেখানে আছে ঘন ঘন উঁচু ভবন, স্কুল, বিশ্ববিদ্যালয় ইত্যাদি। এমন একটি শহরে যেকোনো দুর্ঘটনা অনেক মানুষের প্রাণহানির কারণ হয়ে দাঁড়ায়।

বিমান দুর্ঘটনায় আমরা যে ছোট বাচ্চাদের হারালাম, এটা অত্যন্ত বেদনাদায়ক। এ ঘটনা থেকে নীতিনির্ধারকেরা শিক্ষা নেবেন কি না, সেই প্রশ্ন ওঠা স্বাভাবিক।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর থেকে বিমানটিতে যান্ত্রিক ত্রুটির কথা বলা হয়েছে। এটা তাদের মত হতে পারে; কিন্তু আমি মনে করি, বিমানবাহিনীর তদন্ত ছাড়া বলা যাবে না যে কী কারণে এ দুর্ঘটনা ঘটেছে। এটা ঠিক যে বিমানটি অনেক পুরোনো। একটি বিমানের কার্যকাল থাকে ১০ থেকে ১২ বছর। বহু বছর বিমানবাহিনীর জন্য নতুন বিমান কেনা হয়নি। ৫০ বছরের বেশি সময় ধরে আমাদের দেশে বিভিন্ন সময়ে বিভিন্ন সরকার দেশ পরিচালনা করেছে। কোনো সরকার তো বলেনি অর্থের অভাব ছিল অথবা আছে। তাহলে বিমানবাহিনীকে যুগোপযোগী করা হলো না কেন? এই প্রশ্নের উত্তর কে দেবেন?

এই ট্র্যাজিক ঘটনা, এতগুলো শিশুর মর্মান্তিক মৃত্যু থেকে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শিক্ষা নেবে আশা করি, জাতির কাছে তাদের কথা দিতে হবে—ভবিষ্যতে এ রকম ঝুঁকিপূর্ণ এলাকায় যুদ্ধবিমান চালানো হবে না। অবিলম্বে বিকল্প রানওয়ে প্রতিষ্ঠা করা হবে। সবাই সতর্ক না হলে ভবিষ্যতে আরও বড় ক্ষতি হতে পারে।

সামরিক বা অন্য যেকোনো বিমান যান্ত্রিক গোলযোগ বা অন্য কারণেও দুর্ঘটনার কবলে পড়তে পারে; কিন্তু সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হয়। অতীতের দুর্ঘটনার পর কমিটি যেসব সুপারিশ করেছে, তা বাস্তবায়ন করা হয়েছে কি না, সেই বিষয়টি তলিয়ে দেখা দরকার।

বেসামরিক বিমানের দুর্ঘটনা ঘটলে যে কমিটি তদন্ত করে, তার সঙ্গে আমি যুক্ত। সামরিক বিমানের দুর্ঘটনার ক্ষেত্রে আলাদা কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি যেসব সুপারিশ করে থাকে, সেগুলো বাস্তবায়ন তো মধ্য বা নিম্নস্তরের কর্মকর্তারা করতে পারবেন না। সিদ্ধান্ত আসতে হবে সর্বোচ্চ পর্যায় থেকে। তাঁদের কাছ থেকেই সিদ্ধান্ত আসতে হবে যে কোন বিমান আমরা ব্যবহার করব, নাকি পরিত্যক্ত ঘোষণা করব।

দুর্ঘটনার ক্ষেত্রে সবাই আত্মপক্ষ সমর্থন করে থাকেন। ইঞ্জিনিয়াররা বলবেন, বিমানটি চলাচলের উপযোগী ছিল। পাইলটরা বলবেন, ঠিকমতো প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এ অবস্থা তো অনেক ক্ষেত্রেই আছে। ঢাকার রাস্তায় যে লক্কড়ঝক্কড় বাসগুলো চলছে, দুর্ঘটনায় মানুষ মারা যাচ্ছেন; কিন্তু কর্তৃপক্ষের দিকে থেকে কোনো ব্যবস্থা নিতে দেখা যাচ্ছে না। এ ক্ষেত্রে চালক ও মালিকেরা আত্মপক্ষ সমর্থন করে থাকেন, বলেন এগুলো উপযুক্ত। স্বাধীনতার ৫৪ বছর পরও আমরা ত্রুটিপূর্ণ বাসগুলো ঢাকায় অবাধে চলাচল করতে দেখছি। সরকার যদি কালকেই বলে যে এ ধরনের বাস চালানো যাবে না, বন্ধ হতে বাধ্য।

উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমানবাহিনীর বিধ্বস্ত যুদ্ধবিমান। সোমবার, ২১ জুলাই।.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব ম নব হ ন র দ র ঘটন র আম দ র ব ম নট ন র জন সরক র র নওয়

এছাড়াও পড়ুন:

বাগদানের গুঞ্জনের মাঝে হুমার রহস্যময় পোস্ট

অনেক দিন ধরে গুঞ্জন উড়ছে, অভিনয় প্রশিক্ষক রচিত সিংয়ের সঙ্গে প্রেম করছেন বলিউড অভিনেত্রী হুমা কুরেশি। যদিও তারা এ সম্পর্কের কথা কখনো স্বীকার করেননি। কয়েক দিন আগে জানা যায়, দীর্ঘ দিনের কথিত প্রেমিক রচিতের সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন হুমা কুরেশি।  

বিভিন্ন সংবাদমাধ্যমের বরাত দিয়ে দ্য ফ্রি প্রেস জার্নাল জানিয়েছে, এক বছরের বেশি সময় লিভ-ইন সম্পর্কে থাকার পর বাগদান সম্পন্ন করেছেন তারা। যদিও এই খবরের কোনো প্রতিক্রিয়া জানাননি হুমা।  

আরো পড়ুন:

আমার স্বামীর উপরে কু-নজর পড়েছে: অঙ্কিতা

‘উদয়ের সঙ্গে ব্রেকআপের পর অনেক কষ্ট পেয়েছিলাম’

বুধবার (১৭ সেপ্টেম্বর) ইনস্টাগ্রামে একটি রহস্যময় বার্তা শেয়ার করেছেন এই অভিনেত্রী। হুমা তার ইনস্টাগ্রাম স্টোরিতে রামেন বাউলের ছবি শেয়ার করে লেখেন, “প্রত্যেকেরই শান্ত হওয়া প্রয়োজন… আর শান্তভাবে কাজ করা উচিত।” পাশাপাশি জানান, তিনি বর্তমানে দক্ষিণ কোরিয়ায় অবস্থান করছেন। 

এর আগে হুমা-রচিতের ঘনিষ্ঠজন হিন্দুস্তান টাইমসকে বলেন, “হুমা তার দীর্ঘ দিনের প্রেমিক, অভিনয় প্রশিক্ষক রচিত সিংয়ের সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন।”  

হুমা ও রচিতের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়, তাদের ঘনিষ্ঠ বন্ধু, গায়িকা আকাসা সিংয়ের শেয়ার করা একটি ছবিকে কেন্দ্র করে। এ ছবির ক্যাপশনে আকাসা লেখেন, “এক টুকরো এই স্বর্গের জন্য তোমাদের অভিনন্দন। দারুণ একটি রাত কেটেছে।”   

এ ঘটনার কিছুদিন পর, হুমা ও রচিতকে একসঙ্গে দেখা যায় সোনাক্ষী সিনহা ও জহির ইকবালের বিয়েতে, দুজনেই সেদিন পরেছিলেন গোলাপী রঙের পোশাক। তাদের রসায়ন ছিল চোখে পড়ার মতো এবং ভক্তরা দ্রুত অনলাইনে খোঁজখবর নেওয়া শুরু করেন এই রহস্যময় ব্যক্তিটিকে (রচিত) নিয়ে।  

সম্প্রতি, রচিতের ঘনিষ্ঠ একজনের জন্মদিন উদযাপনের সময় আবারো তাদের একসঙ্গে দেখা যায়, যা তাদের বাগদান নিয়ে জল্পনা আরো বাড়িয়ে তোলে। তবে বাগদান নিয়ে নানা চর্চা চললেও সরাসরি একটি কথাও বলেননি হুমা কিংবা রচিত।  

রচিত সিংহ একজন নামকরা অভিনয় প্রশিক্ষক। রচিত সিং ওয়ার্কশপ নামে তার নিজস্ব প্রতিষ্ঠান রয়েছে। এই ওয়ার্কশপের মাধ্যমে ১০০টিরও বেশি কর্মশালা পরিচালনা করেছেন রচিত। তার কর্মশালায় অংশ নিয়েছেন—গুলশন দেবাইয়া, ইমাদ শাহ, কুণাল কাপুর, পূজা হেগডে, হর্ষবর্ধন রানে, অমৃতা সুবাস, সহানা গোস্বামী, অহনা কুমারা, রণবীর সিং, বরুণ ধাওয়ান, ভিকি কৌশল, অনুশকা শর্মা, অনীত পড্ডা, শানায়া কাপুরের মতো অভিনয়শিল্পীরা।  

এর আগে পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার মুদাসসার আজিজের সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন বলিউড অভিনেত্রী হুমা কুরেশি। দীর্ঘ ৩ বছর সম্পর্কে ছিলেন তারা। ২০২২ সালের শেষের দিকে জানা যায়, ভেঙে গেছে এই সম্পর্ক।  

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ