দিনাজপুরে সড়কের পাশ থেকে অজ্ঞাতনামা নারীর লাশ উদ্ধার
Published: 30th, July 2025 GMT
দিনাজপুরের নবাবগঞ্জে সড়কের পাশ থেকে অজ্ঞাতনামা (৪৫) এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার শাল্টিমুরাদপুর গ্রামে দাউদপুর-ভাদুরিয়া সড়কের পশ্চিম পাশ থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় লোকজনের বরাত দিয়ে ইউনিয়ন পরিষদের সদস্য মমিনুর রহমান প্রথম আলোকে বলেন, গতকাল রাত ৯টার দিকে স্থানীয় পথচারীরা শাল্টিমুরাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণে প্রায় ৫০০ মিটার দূরে দাউদপুর-ভাদুরিয়া পাকা সড়কের পশ্চিম পাশে এক নারীর লাশ পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে আশপাশের লোকজন সেখানে আসেন। তাঁরা বিষয়টি মুঠোফোনে প্রথমে নবাবগঞ্জ থানার পুলিশকে ও পরে জরুরি সেবা ৯৯৯ নম্বরে জানান।
ইউপি সদস্য মমিনুর রহমান জানান, গতকাল রাত ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে আসে এবং ওই নারীর লাশ উদ্ধার করে নিয়ে যায়। ওই নারীর পরনে সাদা-গোলাপি রঙের থ্রি-পিস ছিল। তাঁর মাথার চুল ছোট করে কাটা ছিল। গতকাল বিকেলে তাঁকে স্থানীয় কয়েকজন উপজেলার ভাদুরিয়া বাজারে ঘুরে বেড়াতে দেখেছেন।
এ বিষয়ে নবাবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদুর রহমান বলেন, লাশের সুরতহাল করা হয়েছে। কোনো আঘাত বা সন্দেহজনক কোনো চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, ওই নারী মানসিক রোগী ছিলেন। লাশের পরিচয় শনাক্তের জন্য আঙুলের ছাপ সংগ্রহ করা হবে। আজ বুধবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ দিনাজপুর মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগে পাঠানো হবে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: সড়ক র প ওই ন র গতক ল
এছাড়াও পড়ুন:
মাত্র দেড় মাসে কীভাবে ১৭ কেজি ওজন কমালেন ক্রিকেটার সরফরাজ খান?
শুরুটা যেভাবে করেছিলেন
সরফরাজ খান ১৭ কেজি ওজন কমিয়েছেন ভাত, রুটি, চিনি, ময়দা ও বেকড খাবার একেবারে বাদ দিয়ে। এর পরিবর্তে খাদ্যতালিকায় তৃপ্তির জন্য রেখেছিলেন বেশি আঁশসমৃদ্ধ ফল ও সবজির সালাদ, ব্রকলি, শসা। প্রোটিনের জন্য রেখেছিলেন গ্রিল করা মাছ ও মুরগি, সেদ্ধ ডিম আর গুড ফ্যাটের জন্য রেখেছিলেন অ্যাভোকাডো। চা ও কফির পরিবর্তে খেয়েছেন গ্রিন টি ও গ্রিন কফি।
৮০ শতাংশ ওজন কমে সঠিক ডায়েটেভারতের হলিস্টিক হেলথ এক্সপার্ট ড. মিকি মেহতা বলেন, ‘আপনি যত কঠোর ব্যায়ামই করুন না কেন, ওজন কমানোর ক্ষেত্রে প্রায় ৮০ শতাংশ ভূমিকা রাখে খাদ্যনিয়ন্ত্রণ, আর বাকি ২০ শতাংশ ব্যায়াম। প্রতিদিন কী খাবেন, সেটাই ঠিক করে দেবে শরীর কত দ্রুত বদলাবে।’
সরফরাজ খান ১৭ কেজি ওজন কমিয়েছেন ভাত, রুটি, চিনি, ময়দা ও বেকড খাবার একেবারে বাদ দিয়ে