দিনাজপুরে সড়কের পাশ থেকে অজ্ঞাতনামা নারীর লাশ উদ্ধার
Published: 30th, July 2025 GMT
দিনাজপুরের নবাবগঞ্জে সড়কের পাশ থেকে অজ্ঞাতনামা (৪৫) এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার শাল্টিমুরাদপুর গ্রামে দাউদপুর-ভাদুরিয়া সড়কের পশ্চিম পাশ থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় লোকজনের বরাত দিয়ে ইউনিয়ন পরিষদের সদস্য মমিনুর রহমান প্রথম আলোকে বলেন, গতকাল রাত ৯টার দিকে স্থানীয় পথচারীরা শাল্টিমুরাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণে প্রায় ৫০০ মিটার দূরে দাউদপুর-ভাদুরিয়া পাকা সড়কের পশ্চিম পাশে এক নারীর লাশ পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে আশপাশের লোকজন সেখানে আসেন। তাঁরা বিষয়টি মুঠোফোনে প্রথমে নবাবগঞ্জ থানার পুলিশকে ও পরে জরুরি সেবা ৯৯৯ নম্বরে জানান।
ইউপি সদস্য মমিনুর রহমান জানান, গতকাল রাত ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে আসে এবং ওই নারীর লাশ উদ্ধার করে নিয়ে যায়। ওই নারীর পরনে সাদা-গোলাপি রঙের থ্রি-পিস ছিল। তাঁর মাথার চুল ছোট করে কাটা ছিল। গতকাল বিকেলে তাঁকে স্থানীয় কয়েকজন উপজেলার ভাদুরিয়া বাজারে ঘুরে বেড়াতে দেখেছেন।
এ বিষয়ে নবাবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদুর রহমান বলেন, লাশের সুরতহাল করা হয়েছে। কোনো আঘাত বা সন্দেহজনক কোনো চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, ওই নারী মানসিক রোগী ছিলেন। লাশের পরিচয় শনাক্তের জন্য আঙুলের ছাপ সংগ্রহ করা হবে। আজ বুধবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ দিনাজপুর মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগে পাঠানো হবে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: সড়ক র প ওই ন র গতক ল
এছাড়াও পড়ুন:
শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত
নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।
দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।
ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।
৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।
ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট