চট্টগ্রামের আনোয়ারায় অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। আজ বুধবার দুপুরে উপজেলার রায়পুর ইউনিয়নের উত্তর পরুয়াপাড়া এলাকার ফুলতলী সৈকত থেকে লাশটি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ওই যুবকের বয়স আনুমানিক ২৭ বছর। তাঁর পরনে একটি ট্রাউজার রয়েছে।

স্থানীয় বাসিন্দাদের সূত্র জানায়, দুপুরের দিকে সৈকতে লাশটি দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল দিয়ে বিষয়টি জানান এক বাসিন্দা। খবর পেয়ে নৌ পুলিশের একটি দল এসে লাশটি উদ্ধার করে।

জানতে চাইলে আনোয়ারা বারআউলিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবদুর রহমান প্রথম আলোকে বলেন, তাঁরা লাশটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। এখন পর্যন্ত লাশটির পরিচয় জানতে পারেননি। লাশের গায়ের চামড়া খসে গেছে। তাঁর পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

গণতন্ত্রের পথে সংকট দেখছেন তারেক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জাতীয় নির্বাচন নিয়ে জনমনে সংশয় গণতন্ত্রের পথে সংকট তৈরি করতে পারে। নির্বাচনে অপপ্রচার ও অপকৌশল দৃশ্যমান হচ্ছে। দল ক্ষতিগ্রস্ত হলেও গণতন্ত্রের স্বার্থে ছাড় দিতে বিএনপি প্রস্তুত। ৩০০ আসনে দলীয় প্রার্থী মনোনয়ন প্রায় চূড়ান্ত। নারী ও শিশুদের নিরাপত্তাহীনতার বিষয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন। প্রবাসে বিএনপির সদস্যপদ নবায়ন কার্যক্রমের অনলাইন পেমেন্ট গেটওয়ে উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সম্পর্কিত নিবন্ধ