আগামী ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি ঘিরে কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আজ বুধবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

পুলিশের বিশেষ শাখা (এসবি) থেকে ইস্যু করা চিঠিতে ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত ১১ দিনের বিশেষ অভিযান প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এটা ডিএমপির (ঢাকা মহানগর পুলিশ) অভিযান, বাংলাদেশের (সারা দেশজুড়ে) নয়। ডিএমপিকে জিজ্ঞেস করলে পুরো বিষয়টি জানতে পারবেন।’

এ সময় জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘বিভিন্ন সময়ে বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয় বা অভিযান পরিচালনা করা হয়। এই যেমন সংবাদ খোঁজার প্রয়োজনে আপনারা আমাকে ধরেছেন।’

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘অন-অ্যারাইভাল ভিসা বাতিল হচ্ছে না। যেসব দেশের সঙ্গে বাংলাদেশের অন-অ্যারাইভাল ভিসার চুক্তি রয়েছে, সরকার শুধু তাদের অন-অ্যারাইভাল ভিসা দিচ্ছে। যাদের সঙ্গে চুক্তি নেই, তাদের অন-অ্যারাইভাল ভিসা দেওয়া হবে না।’

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘মালয়েশিয়ার একটা দল সকালে আমার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছে। তারা পুলিশ সদর দপ্তরে পুলিশের সঙ্গে একটা কনফারেন্সে অংশগ্রহণ করবে।’

এ সময় সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, রংপুরের গঙ্গাচড়ার ঘটনায় দোষীদের আইনের আওতায় নিয়ে আসা হবে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

বগুড়ায় বাঙালী নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বগুড়ার সোনাতলা উপজেলায় বাঙালী নদী থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে সদর ইউনিয়নের বিশ্বনাথপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মিলাদুন্নবী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘‘নিহতের বয়স আনুমানিক ৩২ থেকে ৩৭ বছর। লাশটি অর্ধগলিত ছিল এবং নিহতের শরীরে কোনো পোশাক ছিল না। মরদেহের সুরতহাল প্রস্তুত করা হয়েছে। মৃত্যুর কারণ নিশ্চিতে মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’’

আরো পড়ুন:

পিয়াইন নদীতে ‍নিখোঁজ বালু শ্রমিকের মরদেহ উদ্ধার

দেবীগঞ্জে ধানখেত থেকে তরুণীর মরদেহ উদ্ধার

ঢাকা/এনাম/রাজীব

সম্পর্কিত নিবন্ধ