আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, তরুণেরা রাজনীতিতে সম্পৃক্ত না হওয়ার কারণে রাষ্ট্র বারবার দুর্বৃত্তের কবলে পড়েছে। তরুণেরা রাজনীতিসচেতন হলে রাষ্ট্রের জবাবদিহি নিশ্চিত হবে। গতকাল বুধবার রাতে ১০টার দিকে ফেনী জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবকের সঙ্গে মতবিনিময়ে তিনি এসব কথা বলেন।

এবি পার্টির ফেনী জেলা শাখার এ সভার আয়োজন করেছিল। পরে গতকাল রাত ১১টার দিকে সংবাদ বিজ্ঞপ্তিতে ওই সভার বিষয়ে জানানো হয়।

সভায় মজিবুর রহমান মঞ্জু বলেন, দুর্নীতিবাজ রাজনীতিবিদেরা নামকাওয়াস্তে ত্রাণ তৎপরতা চালিয়ে স্বেচ্ছাসেবকদের খুশি রাখতে চান। এসব রাজনীতিবিদের থেকে তরুণদের দূরে থাকতে হবে। গত বছরের ভয়াবহ বন্যায় ফেনীতে স্বেচ্ছাসেবকদের ভূমিকা ছিল অনন্য। দুর্যোগে তরুণদের এভাবে এগিয়ে আসা আশাব্যঞ্জক

সংগঠনটির ফেনী জেলা শাখার আহ্বায়ক আহছান উল্যাহ মতবিনিময় সভাটির সভাপতিত্ব করেন। শাখার সদস্যসচিব ফজলুল হক এটির সঞ্চালনা করেন। এ সময় স্বেচ্ছাসেবকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মজিবুর রহমান। এতে আরও অতিথি ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক শাহ আলম।

সভায় আরও উপস্থিত ছিলেন পার্টির জেলা যুগ্ম আহ্বায়ক মোতাহের হোসেন, যুগ্ম সদস্যসচিব নজরুল ইসলাম, অর্থ সম্পাদক শাহ আলম, প্রচার ও মিডিয়া সম্পাদক হাবীব মিয়াজী, সমাজকল্যাণ–বিষয়ক সম্পাদক এবি সিদ্দিক, সদস্য কাজী জাহাঙ্গীর আলম লিটন, ফেনী পোর আহ্বায়ক আবুল কালাম আজাদ, সদস্যসচিব অধ্যাপক রিজওয়ানুল খায়ের প্রমুখ।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র জন ত সদস য

এছাড়াও পড়ুন:

‘নির্বাচন কমিশন সার্ভিস’ গঠনে কার্যকর পদক্ষেপসহ ৫ সুপারিশ

‘নির্বাচন কমিশন সচিবালয় (সংশোধন) অধ্যাদেশ-২০২৫’ দ্রুত জারি করে ‘নির্বাচন কমিশন সার্ভিস’ গঠনে কার্যকর পদক্ষেপ গ্রহণসহ ৫ দফা সুপারিশ করেছে বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন। একই সঙ্গে জাতীয় সংসদ নির্বাচনে কমিশনের নিজস্ব কর্মকর্তাদের নির্বাচন পরিচালনার দায়িত্ব প্রদানের আহ্বান জানানো হয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব সুপারিশ তুলে ধরেন সংগঠনটির আহ্বায়ক মোহাম্মদ মনির হোসেন।

আরো পড়ুন:

ফেব্রুয়ারিতেই মহোৎসবে জাতীয় নির্বাচন: প্রধান উপদেষ্টা

বেড়ায় রবিবার সকাল-সন্ধ্যা হরতাল, সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা

অ্যাসোসিয়েশনের সুপারিশগুলো হলো
১. নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রস্তাব অনুযায়ী দ্রুততম সময়ে ‘নির্বাচন কমিশন সচিবালয় (সংশোধন) অধ্যাদেশ-২০২৫’ জারি করে ‘নির্বাচন কমিশন সার্ভিস’ গঠন এবং জাতীয় সংসদ নির্বাচনে কমিশনের নিজস্ব কর্মকর্তাদের মাধ্যমে নির্বাচন পরিচালনা।
২. প্রস্তাবিত অর্গানোগ্রাম অনুমোদন, নতুন পদসৃজন, আপগ্রেডেশন এবং প্রয়োজনীয় লজিস্টিক সরবরাহ নিশ্চিতকরণ।
৩. জাতীয় পরিচয় নিবন্ধন আইন-২০২৩ বাতিল করে জাতীয় পরিচয়পত্র কার্যক্রম নির্বাচন কমিশনের কাছে হস্তান্তর।
৪. আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে আগামী ২৭ সেপ্টেম্বর নির্বাচন ভবনে সব কর্মকর্তাদের অংশগ্রহণে ‘নির্বাচন কর্মকর্তা সম্মেলন-২০২৫’ আয়োজন।
৫. নির্বাচন কর্মকর্তা সম্মেলন-২০২৫ আয়োজনে প্রস্তুতিমূলক বিভিন্ন কমিটি গঠন।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, এসব সুপারিশ বাস্তবায়ন হলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশন আরো কার্যকর ভূমিকা রাখতে পারবে।

ঢাকা/আসাদ/সাইফ

সম্পর্কিত নিবন্ধ

  • ছাত্রদলের আবেদনের পর মনোনয়নপত্র নেওয়ার সময় বাড়ল
  • গণতান্ত্রিক ছাত্রসংসদ থেকে পদত্যাগ করেছেন হাসিবুল, জানালেন ফেসবুক পোস্টে
  • ‘নির্বাচন কমিশন সার্ভিস’ গঠনে কার্যকর পদক্ষেপসহ ৫ সুপারিশ
  • নানা আয়োজনে পিপিডিএসের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন
  • ‘ডিসকর্ড’ অ্যাপে আন্দোলনের সূচনা, অন্তর্বর্তী সরকারের নেতাদেরও বাছাই করছেন সেই তরুণেরা