আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, তরুণেরা রাজনীতিতে সম্পৃক্ত না হওয়ার কারণে রাষ্ট্র বারবার দুর্বৃত্তের কবলে পড়েছে। তরুণেরা রাজনীতিসচেতন হলে রাষ্ট্রের জবাবদিহি নিশ্চিত হবে। গতকাল বুধবার রাতে ১০টার দিকে ফেনী জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবকের সঙ্গে মতবিনিময়ে তিনি এসব কথা বলেন।

এবি পার্টির ফেনী জেলা শাখার এ সভার আয়োজন করেছিল। পরে গতকাল রাত ১১টার দিকে সংবাদ বিজ্ঞপ্তিতে ওই সভার বিষয়ে জানানো হয়।

সভায় মজিবুর রহমান মঞ্জু বলেন, দুর্নীতিবাজ রাজনীতিবিদেরা নামকাওয়াস্তে ত্রাণ তৎপরতা চালিয়ে স্বেচ্ছাসেবকদের খুশি রাখতে চান। এসব রাজনীতিবিদের থেকে তরুণদের দূরে থাকতে হবে। গত বছরের ভয়াবহ বন্যায় ফেনীতে স্বেচ্ছাসেবকদের ভূমিকা ছিল অনন্য। দুর্যোগে তরুণদের এভাবে এগিয়ে আসা আশাব্যঞ্জক

সংগঠনটির ফেনী জেলা শাখার আহ্বায়ক আহছান উল্যাহ মতবিনিময় সভাটির সভাপতিত্ব করেন। শাখার সদস্যসচিব ফজলুল হক এটির সঞ্চালনা করেন। এ সময় স্বেচ্ছাসেবকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মজিবুর রহমান। এতে আরও অতিথি ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক শাহ আলম।

সভায় আরও উপস্থিত ছিলেন পার্টির জেলা যুগ্ম আহ্বায়ক মোতাহের হোসেন, যুগ্ম সদস্যসচিব নজরুল ইসলাম, অর্থ সম্পাদক শাহ আলম, প্রচার ও মিডিয়া সম্পাদক হাবীব মিয়াজী, সমাজকল্যাণ–বিষয়ক সম্পাদক এবি সিদ্দিক, সদস্য কাজী জাহাঙ্গীর আলম লিটন, ফেনী পোর আহ্বায়ক আবুল কালাম আজাদ, সদস্যসচিব অধ্যাপক রিজওয়ানুল খায়ের প্রমুখ।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র জন ত সদস য

এছাড়াও পড়ুন:

এনসিপির জাতীয় ছাত্রশক্তির কমিটি ঘোষণা, কেন্দ্রীয় নেতৃত্বে জাহিদ–বাকের

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা কমিটি ঘোষণা করা হয়েছে। কেন্দ্রে সভাপতি হয়েছেন জাহিদ আহসান, সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার। আর ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটিতে তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরীকে সভাপতি ও আল আমিন সরকারকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

আজ শুক্রবার রাত ১০টায় এই দুই কমিটি ঘোষণা করা হয়। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস) থেকে নাম বদলে জাতীয় ছাত্রশক্তি হওয়ার এক সপ্তাহের মাথায় সংগঠনটির চার সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হলো। আর সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি তিন সদস্যের।

জাতীয় ছাত্রশক্তির নতুন কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান ও সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার—দুজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। জাহিদ এর আগে বাগছাসের কেন্দ্রীয় সদস্যসচিব আর বাকের সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। চার সদস্যের আংশিক কমিটিতে সাংগঠনিক সম্পাদক হয়েছেন দুজন। সাংগঠনিক সম্পাদক (উত্তরাঞ্চল) পদে দায়িত্ব পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু তৌহিদ মো. সিয়াম আর সাংগঠনিক সম্পাদক (দক্ষিণাঞ্চল) করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহির আলমকে। সাত কার্যদিবসের মধ্যে তাঁদের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশিত হবে।

ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী ও সাধারণ সম্পাদক আল আমিন সরকারও বাগছাসের রাজনীতিতে যুক্ত ছিলেন। এই কমিটিতে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে মো. সাইফুল্লাহকে। তাঁদেরও সাত কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করতে বলা হয়েছে।

তাহমিদ আল মুদ্দাসসির

সম্পর্কিত নিবন্ধ

  • এনসিপির জাতীয় ছাত্রশক্তির কমিটি ঘোষণা, কেন্দ্রীয় নেতৃত্বে জাহিদ–বাকের