জুলাই সনদ বাস্তবায়নে বাধা এলে তা রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে: এবি পার্টি
Published: 31st, July 2025 GMT
জুলাই সনদ বাস্তবায়নে কেউ যদি বাধা সৃষ্টি করে, তবে তা জনমত তৈরি করে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে বলে জানিয়েছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান। বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের ২৩তম দিনের আলোচনা শেষে এ কথা বলেন তিনি।
আলোচনায় এবি পার্টির পক্ষ থেকে আরও অংশগ্রহণ করেন দলের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ, যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানী আবদুল হক।
মজিবুর রহমান বলেন, ‘এত দিন ধরে আলোচনার পরেও জুলাই সনদ কীভাবে বাস্তবায়িত হবে, তা পরিষ্কার না হলে জনমনে ধোঁয়াশা তৈরি হতে পারে। খসড়া সনদ চূড়ান্ত করার পর রাজনৈতিক দলগুলোর দুটি গুরুত্বপূর্ণ কাজ বাকি থাকে, শুদ্ধভাবে সনদটি প্রস্তুত করা, বাস্তবায়ন প্রক্রিয়া নির্ধারণ করা। এই সনদ বাস্তবায়নের জন্য পুরোপুরি প্রস্তুত হওয়ার পরেই কেবল আমরা এতে স্বাক্ষর করতে পারি।’
কিছু বিষয়ে বিএনপি ‘নোট অব ডিসেন্ট’ (ভিন্নমত) দিয়েছে বলে জানান মজিবুর রহমান। তিনি বলেন, সেগুলো কীভাবে বাস্তবায়িত হবে, সে বিষয়েও স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। আশাবাদ প্রকাশ করে তিনি বলেন, ‘ইতিবাচক দিক হলো—আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়ে পরস্পরের সঙ্গে একমত হতে পেরেছি।’
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ই সনদ
এছাড়াও পড়ুন:
তথ্য উপদেষ্টার সঙ্গে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সাক্ষাৎ
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলমের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ।
রবিবার (২ নভেম্বর) বিকেলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভা কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
আরো পড়ুন:
‘সাংস্কৃতিক জাগরণেই মুক্তি’
‘নো ওয়েজ বোর্ড, নো মিডিয়া’সহ ৩৮ দাবি সংবাদকর্মীদের
সাক্ষাৎকালে বিএসআরএফের সভাপতি মাসউদুল হক জানান, জনপ্রশাসন মন্ত্রণালয় সচিবালয় বিটে কর্মরত অ্যাক্রিডিটেশন কার্ডধারী সাংবাদিকদের সচিবালয়ের ক্লিনিকে স্বাস্থ্যসেবা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ২০২৪ সালের ২২ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে স্বাস্থ্য সেবা বিভাগে পত্র পাঠানো হলেও এখনো তা বাস্তবায়িত হয়নি।
তিনি অ্যাক্রিডিটেশন কার্ডধারী সাংবাদিকদের জন্য সচিবালয়ের ক্লিনিকে স্বাস্থ্যসেবা চালুর বিষয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টার সহযোগিতা কামনা করেন। এছাড়া সচিবালয়ের ১ নম্বর গেটের পাশাপাশি ৫ নম্বর গেট দিয়েও অ্যাক্রিডিটেশন কার্ডধারী সাংবাদিকদের সচিবালয়ে প্রবেশের ব্যবস্থা গ্রহণের জন্য তিনি উপদেষ্টাকে অনুরোধ জানান।
এ সময় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বিএসআরএফের সভাপতির প্রস্তাব আন্তরিকভাবে বিবেচনা করার আশ্বাস দেন।
সাক্ষাৎকালে বিএসআরএফের সহ-সভাপতি মাইনুল হোসেন পিন্নু, সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদলসহ কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
ঢাকা/এএএম/মেহেদী