তৃতীয় দিনেই শেষ বুলাওয়ে টেস্ট, নিউ জিল্যান্ডের ৯ উইকেটের জয়
Published: 1st, August 2025 GMT
বুলাওয়েতে শুরুটা যেমন প্রত্যাশিত ছিল, শেষটাও তেমনি অবধারিত। তবে সময়টা আরও দ্রুত। হাতে ছিল তিন দিনের বেশি সময়, লক্ষ্য ছিল মাত্র ৮ রান। আর নিউ জিল্যান্ডের হাতে ছিল ১০ উইকেট। এত সুবিধাজনক অবস্থায় জয়ের জন্য যা দরকার, কিউইরা সেটাই করল। অপেক্ষাকৃত বিনা বাধায় জিম্বাবুয়েকে উড়িয়ে দিয়ে মাত্র তিন দিনেই টেস্ট শেষ করল তারা।
সিরিজের প্রথম টেস্টে আজ শুক্রবার (০১ আগস্ট) জিম্বাবুয়েকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে নিউ জিল্যান্ড। বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত এই টেস্টে আধিপত্যের সবটুকুই দেখিয়েছে সফরকারীরা। ম্যাচের নায়ক ছিলেন ম্যাট হেনরি, যিনি এক ইনিংসে ৬ উইকেট ও ম্যাচে মোট ৯ উইকেট শিকার করে হয়েছেন ম্যাচসেরা।
প্রথম ইনিংসে জিম্বাবুয়ে ব্যাট করতে নেমে মাত্র ১৪৯ রানেই গুটিয়ে যায়। অধিনায়ক ক্রেগ আরভিন করেন সর্বোচ্চ ৩৯ রান। হেনরির বলের গতি আর সুইং সামলাতে না পেরে একে একে সাজঘরে ফেরে বাকিরা। হেনরি ১৫.
আরো পড়ুন:
ভারত সফরে ধোনি-কোহলিদের সঙ্গে ক্রিকেট খেলবেন মেসি
দুর্দান্ত জয়ে ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
জবাবে নিউ জিল্যান্ড ব্যাটিংয়ে নেমে তেমন ঝড়ো কিছু না হলেও তারা তোলে ৩০৭ রান। ইনিংসের সর্বোচ্চ ৮৮ রান আসে ডেভন কনওয়ের ব্যাট থেকে। আর ড্যারিল মিচেল করেন ৮০ রান। বল হাতে জিম্বাবুয়ের পক্ষে ৩ উইকেট নেন ব্লেসিং মুজারাবানি।
তৃতীয় দিনের শুরুতেই ২ উইকেটে ৩১ রান নিয়ে ব্যাট করতে নামে জিম্বাবুয়ে। তবে সেই শুরুটাই যেন শেষের ইঙ্গিত দেয়। উইলিয়াম ও’রুর্কের পেসে নিক ওয়েলচ ও মাসেকেসা দ্রুত ফিরে গেলে জিম্বাবুয়ে পড়ে যায় চাপে। এরপর কিছুটা প্রতিরোধ গড়েছিলেন আরভিন ও শন উইলিয়ামস। কিন্তু তাদের ৫৭ রানের জুটি ভাঙতেই আবার ভেঙে পড়ে গোটা ব্যাটিং লাইনআপ। শেষ পর্যন্ত ১৬৫ রানেই থামে তাদের দ্বিতীয় ইনিংস। হারায় শেষ ৬ উইকেট মাত্র ৫৫ রানে। সর্বোচ্চ ৪৯ রান করেন উইলিয়ামস। মিচেল স্যান্টনার ৪ উইকেট, হেনরি ও ও’রুর্ক ৩টি করে উইকেট নেন।
জয়ের জন্য নিউ জিল্যান্ডের লক্ষ্য দাঁড়ায় মাত্র ৮ রান। ইনিংস শুরুতেই কনওয়ে একটি চার মারলেও পরের বলেই বোল্ড হন। তবে হেনরি নিকোলস এসে দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলেই বাউন্ডারি হাঁকিয়ে নিউ জিল্যান্ডকে এনে দেন সহজ এক জয়।
এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল নিউ জিল্যান্ড। জিম্বাবুয়ের কাছে এখন বাঁচা-মরার লড়াই দ্বিতীয় টেস্টে। সেটি শুরু হবে আবার বুলাওয়েতেই, আগামী ৭ আগস্ট। ৩৩ বছরের অপেক্ষা ঘোচাতে হলে, এই ম্যাচে ঘুরে দাঁড়াতেই হবে স্বাগতিকদের।
ঢাকা/আমিনুল
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
নিউজিল্যান্ডের কাছে ধবলধোলাই ইংল্যান্ড, গড়ল বিব্রতকর রেকর্ডও
নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজে শেষ ওয়ানডেতেও হারল ইংল্যান্ড। ওয়েলিংটনে আজ আগে ব্যাটিংয়ে নেমে নিউজিল্যান্ডকে ২২৩ রানের লক্ষ্য দিয়ে ম্যাচ জমিয়ে তুলেছিল ইংল্যান্ড।
শেষ পর্যন্ত দুই কিউই পেসার জাকারি ফোকস ও ব্লেয়ার টিকনারের ব্যাটে ২ উইকেটের জয় তুলে নেয় নিউজিল্যান্ড। এই জয়ে ওয়ানডে সিরিজে ইংল্যান্ডকে ধবলধোলাই (৩–০) করল নিউজিল্যান্ড। ওয়ানডেতে এ নিয়ে ইংল্যান্ডকে দ্বিতীয়বার ধবলধোলাই করল কিউইরা। প্রথম ধবলধোলাই করেছিল ১৯৮৪ সালে।
হারের এই ম্যাচে বিব্রতকর এক রেকর্ডও গড়েছে ইংল্যান্ড। এই সিরিজে তিন ম্যাচ মিলিয়ে ইংল্যান্ডের প্রথম চার ব্যাটসম্যান মিলে মাত্র ৮৪ রান করেছেন। পুরুষদের ওয়ানডে সিরিজে বা টুর্নামেন্টে (যেখানে অন্তত তিনটি ইনিংসে ব্যাটিং করেছে) কোনো দলের প্রথম চার ব্যাটসম্যানের এটাই সর্বনিম্ন রানের রেকর্ড। আগের রেকর্ডটি ছিল ১৯৮৮ এশিয়া কাপে, বাংলাদেশের প্রথম চার ব্যাটসম্যান মিলে করেছিলেন ৮৯ রান।
তাড়া করতে নেমে নিউজিল্যান্ড ভালো শুরু পেয়েছিল। ১২.৫ ওভারে ৭৮ রানের জুটি গড়েন দুই ওপেনার ডেভন কনওয়ে ও রাচিন রবীন্দ্র। দুর্ভাগ্যজনকভাবে কনওয়ে ৩৪ রানে রানআউট হলে জুটিটি ভাঙে। রবীন্দ্রর শট বোলার জেমি ওভারটনের হাতে লেগে নন স্ট্রাইকের স্টাম্পে লাগে। তখন কনওয়ে ছিলেন ক্রিজের বাইরে। একইভাবে আউট হয়েছেন টম ল্যাথামও। দুটি রানআউট এবং ওভারটন ও স্যাম কারেনের দারুণ বোলিংয়ে একটা সময়ে ম্যাচে এগিয়ে গিয়েছিল ইংল্যান্ড।
আরও পড়ুনরেকর্ড গড়া বাবরের রান পাকিস্তানের জয়ে কাজে লাগে না—কথাটি কতটুকু সত্য৩ ঘণ্টা আগেনিউজিল্যান্ডের ১৯৬ রানে ৮ উইকেট তুলে নিয়েছিল ইংল্যান্ড। অষ্টম ব্যাটসম্যান হিসেবে ড্যারিল মিচেল আউট হলে ম্যাচ ইংল্যান্ডের দিকেই হেলে পড়ে। তবে নবম উইকেটে দুই পেসার ফোকস ও টিকনারের ৩৭ বলে অবিচ্ছিন্ন ৩০ রানের জুটিতে শেষ পর্যন্ত নিউজিল্যান্ডই জয় পায়। ২টি করে উইকেট নেন ওভারটন ও কারেন।
শেষ ম্যাচে নিউজিল্যান্ড জিতল ২ উইকেটে