শাহরুখের স্বপ্নপূরণ: যারা পেলেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার
Published: 1st, August 2025 GMT
ঘোষণা করা হয়েছে ভারতের ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার। শুক্রবার (১ আগস্ট) বিকাল ৪টায় দিল্লির ন্যাশনাল মিডিয়া সেন্টারে শুরু হয় পুরস্কার ঘোষণা। একে একে ঘোষণা করা হয় পুরস্কার বিজয়ীদের নাম। ফিচার ও নন-ফিচার—দুটি বিভাগে আলাদা পুরস্কার ঘোষণা করা হয়েছে।
এবার সেরা অভিনেতার পুরস্কার যৌথভাবে পেয়েছেন বলিউড কিং শাহরুখ খান ও বিক্রান্ত ম্যাসি। আর সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন রানী মুখার্জি। শাহরুখ খান অভিনয় গুণে মুঠো মুঠো ভালোবাসা কুড়ালেও এটিই তার প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এর মধ্য দিয়ে ৩৩ বছরের অধরা স্বপ্নপূরণ হলো—
এক নজরে পুরস্কারপ্রাপ্তদের তালিকা—
সেরা ফিচার ফিল্ম: টুয়েলভথ ফেল
সেরা অভিনেতা: শাহরুখ খান (জওয়ান), বিক্রান্ত ম্যাসি (টুয়েলভথ ফেল)
সেরা অভিনেত্রী: রানী মুখার্জি (মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে)
আরো পড়ুন:
‘ডন’ সিনেমার পরিচালক মারা গেছেন
গুরুতর চোট পেয়েছেন শাহরুখ খান, চিকিৎসা চলছে যুক্তরাষ্ট্রে
সেরা পার্শ্ব অভিনেতা: বিজয়রাঘবন (পুকালাম), মুথুপেত্তাই (পার্কিং)
সেরা পার্শ্ব অভিনেত্রী: উর্বশী রাউতেলা (উল্লোজুক্কু), জানকি বোদিওয়ালা (ভাস)
সেরা পরিচালক: সুদীপ্ত সেন (দ্য কেরালা স্টোরি)
সেরা বিনোদনমূলক সিনেমা: রকি আউর রানি কি প্রেম কাহানি
সেরা হিন্দি সিনেমা: কাঠাল
সেরা বাংলা সিনেমা: ডীপ ফ্রিজ (অর্জুন দত্ত)
সেরা তেলুগু সিনেমা: ভগবান্ত কেসারি
সের তামিল সিনেমা: পার্কিং
সেরা কন্নড় সিনেমা: কান্দিল: দ্য রে অব হোপ
সেরা মালায়ালাম সিনেমা: উল্লোজুক্কু
সেরা ওড়িশা সিনেমা: পুশকারা
সেরা পাঞ্জাবি সিনেমা: গডডে গডডে চা
সেরা মারাঠি সিনেমা: শ্যামচি আই বেস্ট
সেরা সংগীত পরিচালক: প্রাণিল দেশাই
সেরা প্লেব্যাক গায়ক: রোহিত (প্রেমিস্তুন্না, বেবি)
সেরা প্লেব্যাক গায়িকা: শিল্পা রাও (চালিয়া, জওয়ান),
সেরা চিত্রনাট্য: সাই রাজেশ (বেবি), রামকুমার বালাকৃষ্ণান (পার্কিং)
ঢাকা/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র ত র প রস ক র
এছাড়াও পড়ুন:
রাবিপ্রবিতে ‘ফ্রম ক্যাম্পাস টু ক্যারিয়ার’ বিষয়ক সেমিনার
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) ক্যারিয়ার গঠনে ‘ফ্রম ক্যাম্পাস টু ক্যারিয়ার’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ এর সভা কক্ষে ম্যানেজমেন্ট বিজনেস সোসাইটির (এমবিএস) আয়োজনে এবং খাগড়াছড়ির অ্যাডুলাইফ আইটি ইনস্টিটিউটের সহযোগিতায় এ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আরো পড়ুন:
জুলাই সনদে পার্বত্য চট্টগ্রামের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি: ইউপিডিএফ
রাঙামাটিতে পিসিসিপির ডাকা হরতাল প্রত্যাহার
এতে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান। তিনি বলেন, “যেকোনো ক্যারিয়ারে তিনটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গকে- অন্তর্ভুক্তি, স্বাধীনতা এবং প্রাধিকার বিষয়ে গুরুত্ব দিতে হবে। যে চাকরিতে এই তিনটি জিনিস থাকবে, সেসব চাকরি স্বাচ্ছন্দ্য ও মর্যাদাপূর্ণ হবে।”
শিক্ষার্থীদেরকে তাদের বিষয়ভিত্তিক জ্ঞান বৃদ্ধির সঙ্গে সঙ্গে বিভিন্ন স্কিলে উন্নত করার আহবান জানিয়ে তিনি বলেন, “দক্ষতার ঘাটতিগুলো শনাক্ত করে সেগুলো কাটিয়ে উঠে নিজের দক্ষতা, যোগ্যতা ও সততা দিয়ে ক্যারিয়ারে সফল হতে হবে। এছাড়াও নিজেদের যে পেশায় আগ্রহ ও দক্ষতা আছে, তা বেছে নিতে হবে।”
এতে বিশেষ অতিথি ছিলেন, রাবিপ্রবির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ জুনাইদ কবির, প্রক্টর সহকারী অধ্যাপক সাদ্দাম হোসেন, ম্যানেজমেন্ট অনুষদের ডিন সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ রহিম উদ্দিন, ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক সূচনা আখতার প্রমুখ।
এছাড়া অ্যাডুলাইফ আইটি ইনস্টিটিউটের সিইও আমির হোসেন রোজেলসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা ক্যারিয়ার গঠনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
ঢাকা/শংকর/মেহেদী