চট্টগ্রামের আনোয়ারায় একটি পুকুর থেকে মোহাম্মদ এয়াসিন (২২) নামের এক তরুণের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আজ রোববার বেলা একটার দিকে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের পুকুর থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। এয়াসিনের বাড়ি কক্সবাজারের রামু উপজেলায়।

স্থানীয় বাসিন্দাদের সূত্র জানা গেছে, ওই তরুণ এক বছর ধরে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেটে একটি চায়ের দোকানে কাজ করতেন। আজ দুপুর ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুকুরে তিনি গোসল করতে যান। কিছুক্ষণ পর ওই দোকানের আরেক কর্মচারী মোহাম্মদ খোকনও সেখানে গোসল করতে গিয়ে এয়াসিনের খোঁজ করতে থাকেন। তবে এয়াসিনের মুঠোফোন পুকুরের ঘাটে থাকলেও তাঁকে না দেখায় সন্দেহ হয়। পরে বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হলে তারা এসে পুকুরে তল্লাশি চালিয়ে লাশটি উদ্ধার করে।

আনোয়ারা ফায়ার স্টেশনের টিম লিডার মুজিবুর রহমান প্রথম আলোকে বলেন, তাঁরা আধা ঘণ্টার চেষ্টায় পুকুর থেকে লাশটি উদ্ধার করেছেন। এরপর লাশটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

জানতে চাইলে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.

মনির হোসেন বলেন, লাশের সুরতহালে ওই তরুণের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তাঁরা লাশটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: উপজ ল

এছাড়াও পড়ুন:

সাভারে এপিসি থেকে ফেলে হত্যা: পুলিশের সাবেক এএসআই গ্রেপ্তার 

সাভারের পুলিশের এপিসি থেকে গুলিবিদ্ধ অবস্থায় শিক্ষার্থী শাইখ আশহাবুল ইয়ামিনকে ফেলে হত্যায় জড়িত থাকার অভিযোগে পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করা হয়েছে। মোহাম্মদ আলীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়েরকৃত মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে।

রবিবার (৩ আগস্ট) বিকালে গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে এ সব তথ্য জানান ঢাকার সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ শাহীনুর কবির। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘ দিন ধরে পলাতক মোহাম্মদ আলীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়েরকৃত মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। আজ রবিবার (৩ জুলাই) সকাল ৬টার দিকে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন মুরাপাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা। পরে তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কাছে হস্তান্তর করা হয়েছে।

আরো পড়ুন:

‘আ. লীগ ক্ষমতায় এলে দেইখ্যা নেব’, ওসিকে ভারতীয় নম্বর থেকে হুমকি

কুমিল্লায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে ও গুলি করে হত্যা

গত বছর ১৮ জুলাই সাভারে ছাত্র-জনতার আন্দোলনে শাইখ আশহাবুল ইয়ামিন শহীদ হন। ওই সময় পুলিশের একটি সাঁজোয়া যানের ওপর থেকে তাকে টেনে নিচে ফেলে দেয়ার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। 

ইয়ামিন রাজধানীর মিরপুরের মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। থাকতেন এমআইএসটির ওসমানী হলে। তার বাসা ছিল সাভারের ব্যাংক টাউন আবাসিক এলাকায়।

ঢাকা/সাব্বির/বকুল 

সম্পর্কিত নিবন্ধ