Risingbd:
2025-11-02@14:17:08 GMT

১২ ডিআইজির রদবদল

Published: 25th, August 2025 GMT

১২ ডিআইজির রদবদল

পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার ১২ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাদেরকে বদলি করা হয়েছে।

আরো পড়ুন:

কারখানার মেশিনে ওড়না পেঁচিয়ে নারী শ্রমিকের মৃত্যু

ছুরিকাঘাতে রক্তাক্ত যুবক সড়কে পড়েছিল, হাসপাতালে মৃত্যু

র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক (ডিআইজি) মো.

জিল্‌লুর রহমানকে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) হিসেবে, ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিআইজি) ফারুক আহমেদকে র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক (ডিআইজি) হিসেবে, হাইওয়ে পুলিশের ডিআইজি মো. শফিকুল ইসলামকে অতিরিক্ত কমিশনার (ডিআইজি) হিসেবে, সারদা পুলিশ একাডেমির ডিআইজি ব্যারিস্টার মো.  জিল্লুর রহমানকে রেলওয়ে পুলিশের ডিআইজি হিসেবে, মো. মাহবুবুর রহমান ভূইয়াকে খুলনা পিটিসির কমান্ড্যান্ট (ডিআইজি) হিসেবে, আর্মড পুলিশ ব্যাটালিয়নের ডিআইজি মো. আবুল খায়েরকে ঢাকা টিডিএসের কমান্ড্যান্ট (ডিআইজি) হিসেবে, রেলওয়ে পুলিশের ডিআইজি শেখ মোহাম্মদ রেজাউল হায়দারকে রংপুর পিটিসির কমান্ড্যান্ট (ডিআইজি) হিসেবে, খুলনা পিটিসির কমান্ড্যান্ট (ডিআইজি) আবদুল কুদ্দুছ চৌধুরীকে এসএমপি (সিলেট) কমিশনার হিসেবে, এসবির ডিআইজি মীর আশরাফ আলীকে বাংলাদেশ পুলিশ একাডেমির ডিআইজি হিসেবে বদলির আদেশ বাতিল, এসবির ডিআইজি শামীমা বেগমকে সারদা পুলিশ একাডেমির ডিআইজি হিসেবে, পিবিআই’র ডিআইজি মো. সায়েদুর রহমান কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক (ডিআইজি) হিসেবে এবং হাইওয়ে পুলিশের ডিআইজি মো. আবুল কালাম আজাদকে পিবিআই ঢাকায় ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।

ঢাকা/এমআর/রফিক

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর স র কম ন ড য ন ট প ল শ র ড আইজ র রহম ন

এছাড়াও পড়ুন:

রাবিপ্রবিতে ‘ফ্রম ক্যাম্পাস টু ক্যারিয়ার’ বিষয়ক সেমিনার

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) ক্যারিয়ার গঠনে ‘ফ্রম ক্যাম্পাস টু ক্যারিয়ার’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ এর সভা কক্ষে ম্যানেজমেন্ট বিজনেস সোসাইটির (এমবিএস) আয়োজনে এবং খাগড়াছড়ির অ্যাডুলাইফ আইটি ইনস্টিটিউটের সহযোগিতায় এ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আরো পড়ুন:

জুলাই সনদে পার্বত্য চট্টগ্রামের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি: ইউপিডিএফ

রাঙামাটিতে পিসিসিপির ডাকা হরতাল প্রত্যাহার

এতে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান। তিনি বলেন, “যেকোনো ক্যারিয়ারে তিনটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গকে- অন্তর্ভুক্তি, স্বাধীনতা এবং প্রাধিকার বিষয়ে গুরুত্ব দিতে হবে। যে চাকরিতে এই তিনটি জিনিস থাকবে, সেসব চাকরি স্বাচ্ছন্দ্য ও মর্যাদাপূর্ণ হবে।”

শিক্ষার্থীদেরকে তাদের বিষয়ভিত্তিক জ্ঞান বৃদ্ধির সঙ্গে সঙ্গে বিভিন্ন স্কিলে উন্নত করার আহবান জানিয়ে তিনি বলেন, “দক্ষতার ঘাটতিগুলো শনাক্ত করে সেগুলো কাটিয়ে উঠে নিজের দক্ষতা, যোগ্যতা ও সততা দিয়ে ক্যারিয়ারে সফল হতে হবে। এছাড়াও নিজেদের যে পেশায় আগ্রহ ও দক্ষতা আছে, তা বেছে নিতে হবে।”

এতে বিশেষ অতিথি ছিলেন, রাবিপ্রবির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ জুনাইদ কবির, প্রক্টর সহকারী অধ্যাপক সাদ্দাম হোসেন, ম্যানেজমেন্ট অনুষদের ডিন সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ রহিম উদ্দিন, ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক সূচনা আখতার প্রমুখ।

এছাড়া অ্যাডুলাইফ আইটি ইনস্টিটিউটের সিইও আমির হোসেন রোজেলসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা ক্যারিয়ার গঠনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

ঢাকা/শংকর/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ