এলএমএইচআই ওয়ার্ল্ড কংগ্রেস-২০২৫-এ হোমিওপ্যাথিক দুই চিকিৎসকের প্রতিনিধিত্ব
Published: 3rd, September 2025 GMT
নেদারল্যান্ডসে অনুষ্ঠিত এলএমএইচআই ওয়ার্ল্ড কংগ্রেস-২০২৫ এ বাংলাদেশের দুই চিকিৎসক অধ্যাপক ডা. আশরাফুর রহমান ও লেকচারার ডা. মোহাম্মদ তারিকুল ইসলাম যোগদান শেষে দেশে ফিরেছেন। গত ১৪ থেকে ১৭ মে নেদারল্যান্ডসে অনুষ্ঠিত আন্তর্জাতিক LMHI Homeopathic World Congress 2025 এ তারা যোগদান করেন। এবং বাংলাদেশের পক্ষ থেকে তারা প্রতিনিধিত্ব করেন। সম্মেলনে যোগ দিয়ে এই দুই চিকিৎসক বাংলাদেশকে বিশ্বের বুকে উপস্থাপন করেন।
এ সম্মেলনে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে খ্যাতনামা চিকিৎসক, গবেষক ও বিশেষজ্ঞরা অংশ নেন। হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানের সাম্প্রতিক অগ্রগতি, গবেষণা ফলাফল ও ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে আলোচনায় সক্রিয় ভূমিকা রাখেন বাংলাদেশি প্রতিনিধিরা।
বাংলাদেশ থেকে অংশগ্রহণকে দেশের হোমিওপ্যাথিক চিকিৎসা খাতের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে। চিকিৎসা অঙ্গনের বিশেষজ্ঞরা মনে করেন, এ ধরনের আন্তর্জাতিক কংগ্রেসে বাংলাদেশের উপস্থিতি ভবিষ্যতে গবেষণা, অভিজ্ঞতা বিনিময় ও চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে ব্যাপক অগ্রগতি ও ইতিবাচক প্রভাব ফেলবে।
.উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ চ ক ৎসক
এছাড়াও পড়ুন:
ভোট ম্যানুয়ালি গণনার আবেদন করলেন উমামা ফাতেমা
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোট ম্যানুয়ালি (হাতে) গণনা করার আবেদন করেছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থী উমামা ফাতেমা। সোমবার প্রধান রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেন তিনি।
আবেদনে উমামা ফাতেমা লিখেছেন, ‘আমরা স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের পক্ষ থেকে সদ্য অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন এবং হল সংসদ নির্বাচন ২০২৫–এর নির্বাচনকেন্দ্রিক স্বচ্ছতা যাচাইকরণের উদ্দেশ্যে প্রতিটি কেন্দ্রের ভোটদাতাদের তালিকার কপি, ওএমআর মেশিনের পরিবর্তে ম্যানুয়ালি পুনরায় ভোট গণনা এবং ভোটকেন্দ্রে ভোটারদের প্রবেশের সিসিটিভি ফুটেজ শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করার অনুরোধ করছি।’
৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ হয়। ওই দিন নির্বাচনের ফলাফল ঘোষণা চলার মধ্যে রাত সোয়া তিনটার পর ফেসবুকে এক পোস্টে ভোট বর্জনের ঘোষণা দেন উমামা ফাতেমা।
ডাকসু নির্বাচনে ভিপি পদে জয়ী হন ছাত্রশিবির–সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সাদিক কায়েম। তিনি পেয়েছিলেন ১৪ হাজার ৪২ ভোট। অন্যদিকে ৩ হাজার ৩৮৯ ভোট পেয়ে চতুর্থ হন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের উমামা ফাতেমা।
আরও পড়ুনডাকসুর ২৮ পদে কার সঙ্গে কার প্রতিদ্বন্দ্বিতা হলো, জয়ের ব্যবধান কত১০ সেপ্টেম্বর ২০২৫