বিশ্ববিদ্যালয় জ্ঞান অর্জন ও বিতরণের জায়গা: ইউজিসি চেয়ারম্যান
Published: 3rd, September 2025 GMT
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এসএমএ ফায়েজ বলেছেন, “বিশ্ববিদ্যালয় শুধু জ্ঞান অর্জনের জায়গা নয়, জ্ঞান বিতরণের জায়গাও। সেই জ্ঞান সৃষ্টি করতে হবে শিক্ষক ও শিক্ষার্থীদের মিলে। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে শুধু নিজে শিক্ষিত হয়েছি বললেই দায়িত্ব শেষ হয়ে যায় না। আমার দ্বারা সমাজ কী পেল, দেশ কী পেল তা নিয়েও ভাবতে হবে।”
বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরো পড়ুন:
প্রকৌশলী শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ভাসানী বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন
বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে আয়োজিত এ অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড.
অন্যদের মাঝে বক্তব্য দেন, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও নবীনবরণ আয়োজন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ মতিউর রহমান, লাইফ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবু জুবাইর, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইদ্রিস আলী, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. কানিজ মরিয়ম আক্তার ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নাজমুস সাদেকীন।
স্বাগত বক্তব্য দেন নবীনবরণ আয়োজন কমিটির সদস্য-সচিব অধ্যাপক ড. মো. ফজলুল করিম ও অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অধ্যাপক ড. মোছা. নুরজাহান খাতুন।
এর আগে মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।
ঢাকা/কাওছার/আবিদ/মেহেদী
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
আদমজী ক্যান্টনমেন্ট কলেজে একাদশ শ্রেণিতে নবীনবরণ অনুষ্ঠিত
আদমজী ক্যান্টনমেন্ট কলেজে ২০২৫–২৬ শিক্ষাবর্ষে উচ্চমাধ্যমিকে একাদশ শ্রেণিতে নতুন শিক্ষার্থীদের নবীনবরণ আজ সোমবার (১৫ সেপ্টেম্বর ২০২৫) কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল রেওয়ান, এনডিসি, পিএসসি, পরিচালক, ডিপি (আর্মি)–২, ডিজিডিপি ও কলেজ অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল এ বি এম নওরোজ এহসান, বিএসপি, বিজিওএম, এনডিসি, পিএসসি।
একাদশ শ্রেণির নবাগত প্রায় ২ হাজার ২০০ শিক্ষার্থীর আনুষ্ঠানিক বরণে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ২০২৪ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষায় ২ হাজার ৪১১ শিক্ষার্থী অংশগ্রহণ করে শতভাগ পাসসহ ২ হাজার ২২৭ জন জিপিএ–৫ অর্জন করেছে। বিজ্ঞপ্তি
আরও পড়ুন১২ দিনের ছুটিতে যাচ্ছে সরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলো১৪ সেপ্টেম্বর ২০২৫