সোনারগাঁয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামোর ৩১ দফা প্রচারণায় প্রচারপত্র বিলি করা হয়েছে। জামপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এ প্রচার পত্র বিলি করা হয়। 

শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার জামপুর ইউনিয়নের তালতলা এলাকায় এ প্রচার পত্র বিলি করা হয়। প্রচারপত্র বিলি কালে এক পথ সভা অনুষ্ঠিত হয়। 

এসময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির ১নং সহ-সভাপতি আল মুজাহিদ মল্লিক,জামপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি তাহের আলী, সুলতান আল মামুন, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম সরকার,  জামপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মিল্টন মিয়া, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহিন ভূঁইয়া, ৬ নং ওয়ার্ড বিএনপি ইয়ামিন মিয়া, সোনারগাঁ সরকারী কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক আব্দুর রহিম প্রমুখ। 

আল মুজাহিদ মল্লিক বলেন, তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করতে পারলেই দেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে। মানুষের শিক্ষা, চিকিৎসা,মৌলিক অধিকারসহ তাদের প্রাপ্য সেবা তাদের কাছে এমনিতে পৌছে যাবে। 

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ-৩ আসনে নতুন করে সিদ্ধিরগঞ্জ যুক্ত হওয়ার কারনে ভোটের হিসাব নিকাশ পাল্টে গিয়েছে। এখন মানুষ অনেক সচেতন।

ভোটাররা যোগ্য ও শিক্ষিত মানুষ খোঁজে ভোট দেবেন। অশিক্ষিতরা মনোনয়ন চাইবেন। আশা করি দলের নীতি নির্ধারকরা যোগ্য ও শিক্ষিত প্রার্থীকে মনোনয়ন দিয়ে এ আসানে পাঠাবেন।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: স ন রগ ও ব এনপ ন র য়ণগঞ জ ত র ক রহম ন ব এনপ র

এছাড়াও পড়ুন:

৩১দফা বাস্তবায়নে সদর থানা বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ

‎নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন নারায়ণগঞ্জ সদর থানা উদ্যোগে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে লক্ষ্যে শহরে নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে।

‎‎এছাড়াও মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর বিরুদ্ধে সকল ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদ জানান সদর থানা বিএনপির নেতৃবৃন্দ।

‎‎শনিবার (১ নভেম্বর) বিকেল চারটায় শহরের চাষাড়া শহীদ জিয়া হলের সামনে শুরু করে চাষাড়া চত্বর ঘুরে বিবি সড়ক দিয়ে কালীবাজার মোড় হয়ে ২নং রেল গেইট হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

‎এসময়ে শহরের জনসাধারণ, মার্কেটের দোকানদার, পথচারী, রিক্সা চালকদের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফার লিফলেট ও ধানের শীষের পক্ষে গণসংযোগ করে ভোট প্রার্থনা করেছেন মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে সদর থানা বিএনপির নেতাকর্মীরা।

‎এসময়ে নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির নেতাকর্মীরা ধানের শীষ মার্কার স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলে পুরো শহর।

‎নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড. এইচ এম আনোয়ার প্রধানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন।

‎আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ সেলিম আহমেদ, আলমগীর হোসেন চঞ্চল, মাকিত মোস্তাকিম শিপলু, ১১নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাবিবুর রহমান মিঠু, সাধারণ সম্পাদক আবুল হোসেন রিপন, ১২নং ওয়ার্ড বিএনপির সভাপতি বরকত উল্লাহ, সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাসুদ, ১৩ং ওয়ার্ড বিএনপির সভাপতি এড. শেখ আঞ্জুম আহমেদ রিফাত, সিনিয়র সভাপতি হারুন শেখ, সাধারণ সম্পাদক হিরা সরদার, ১৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মনির হোসেন, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ রানা, ১৫নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি জান্নাতুল রহমান, ১৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি আল আমিন প্রধান, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, ১৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাজী জিয়াউল হাসান নাঈম, সাংগঠনিক সম্পাদক পলাশ প্রধান, ১৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি  শাহজালাল সরদার, সাধারণ আল আরিফ, গোগনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তার হোসেন, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন মিয়াজী, সাংগঠনিক সম্পাদক মো. লিটন, আলীরটেক ইউনিয়ন বিএনপির সভাপতি আঃ রহমান, সিনিয়র সহ-সভাপতি মাহবুব আলম জুলহাস সরকার, সাধারণ সম্পাদক আনোয়ার প্রমুখ।

 

সম্পর্কিত নিবন্ধ

  • ৩১দফা শুধুমাত্র বাংলাদেশে নয় বিশ্বেও এটা সমাদৃত হয়েছে: সাখাওয়াত
  • ৩১দফা বাস্তবায়নে সদর থানা বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ