ফতুল্লায় আন্তঃজেলা যানবাহন চোর চক্রের মূলহোতা সহযোগীসহ গ্রেপ্তার
Published: 6th, September 2025 GMT
অভিনব কৌশলে প্রাইভেটকার ছিনতাইকালে ফতুল্লায় ঢাকা-নারায়নগঞ্জ লিংক রোডের পেশাদার ছিনতাইকারী, আন্তঃজেলা যানবাহন চোর চক্রের মূলহোতা আতাউর (৪৫) কে সহযোগিসহ গ্রেপ্তার করছে পুলিশ। এ সময় ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।
শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে ভুইগড় এলাকা থেকে তাদের কে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলো সিদ্ধিরগঞ্জ থানার পশ্চিম জালকুড়ির মোহর আলী মাস্টারের পুত্র আতাউর (৩৫) ও মৃত আবুল কালামের পুত্র ইমরান হোসেন(২৫)। গ্রেপ্তারকৃত আতাউরের বিরুদ্ধে ফতুল্লা, সিদ্ধিরগঞ্জসহ জেলার বিভিন্ন থানায় আটটিরও বেশী মামলা রয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার রাত দুইটার দিকে ঢাকা-নারায়নগঞ্জ লিংক রোডের ভুইগড় বাসস্ট্যান্ডের সামনে একটি প্রাইভেটকারের গতিরোধ করে চালক কে বলে যে মোটর সাইকেলকে সে এক্সিডেন্ট করে ফেলে দিয়ে এসেছে।
এ কথা বলে চালক কে মারধর করে প্রাইভেট কারের নিয়ন্ত্রণ নিতে চাইলে চালক ডাক-চিৎকার করলে বাস স্ট্যান্ডের আশেপাশে থাকা লোকজন এগিয়ে এসে বিষয়টি আচঁ করতে পেরে আতাউর ও তার সহোযোগি কে গণপিটুনি দিয়ে ফতুল্লা থানা পুলিশে সোপর্দ করে।
এ সময় তাদের নিকট থেকে ছিনতাইকাজে ব্যবহৃত কাগজ-পত্রবিহীন অপর একটি চোরাই মোটর সাইকেল উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান,গ্রেফতারকৃত আতাউর একজন পেশাদার অপরাধী। এই চক্রটি দীর্ঘদিন ধরে ঢাক- নারায়নগঞ্জ লিংক রোড সহ আশপাশের বিভিন্ন সড়কগুলোতে ছিনতাই করে আসছিলো। একই সাথে অভিনব কৌশলে গাড়ী ছিনতাই করতো।
শুক্রবার দিবাগত রাতে একটি চোরাই মোটর সাইকেল সহ তাদের কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আতাউরের বিরুদ্ধে আটটির ও বেশী মামলা রয়েছে বলে তিনি জানান।
.উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ছ নত ই ত রক ত ছ নত ই
এছাড়াও পড়ুন:
বাগদানের গুঞ্জনের মাঝে হুমার রহস্যময় পোস্ট
অনেক দিন ধরে গুঞ্জন উড়ছে, অভিনয় প্রশিক্ষক রচিত সিংয়ের সঙ্গে প্রেম করছেন বলিউড অভিনেত্রী হুমা কুরেশি। যদিও তারা এ সম্পর্কের কথা কখনো স্বীকার করেননি। কয়েক দিন আগে জানা যায়, দীর্ঘ দিনের কথিত প্রেমিক রচিতের সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন হুমা কুরেশি।
বিভিন্ন সংবাদমাধ্যমের বরাত দিয়ে দ্য ফ্রি প্রেস জার্নাল জানিয়েছে, এক বছরের বেশি সময় লিভ-ইন সম্পর্কে থাকার পর বাগদান সম্পন্ন করেছেন তারা। যদিও এই খবরের কোনো প্রতিক্রিয়া জানাননি হুমা।
আরো পড়ুন:
আমার স্বামীর উপরে কু-নজর পড়েছে: অঙ্কিতা
‘উদয়ের সঙ্গে ব্রেকআপের পর অনেক কষ্ট পেয়েছিলাম’
বুধবার (১৭ সেপ্টেম্বর) ইনস্টাগ্রামে একটি রহস্যময় বার্তা শেয়ার করেছেন এই অভিনেত্রী। হুমা তার ইনস্টাগ্রাম স্টোরিতে রামেন বাউলের ছবি শেয়ার করে লেখেন, “প্রত্যেকেরই শান্ত হওয়া প্রয়োজন… আর শান্তভাবে কাজ করা উচিত।” পাশাপাশি জানান, তিনি বর্তমানে দক্ষিণ কোরিয়ায় অবস্থান করছেন।
এর আগে হুমা-রচিতের ঘনিষ্ঠজন হিন্দুস্তান টাইমসকে বলেন, “হুমা তার দীর্ঘ দিনের প্রেমিক, অভিনয় প্রশিক্ষক রচিত সিংয়ের সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন।”
হুমা ও রচিতের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়, তাদের ঘনিষ্ঠ বন্ধু, গায়িকা আকাসা সিংয়ের শেয়ার করা একটি ছবিকে কেন্দ্র করে। এ ছবির ক্যাপশনে আকাসা লেখেন, “এক টুকরো এই স্বর্গের জন্য তোমাদের অভিনন্দন। দারুণ একটি রাত কেটেছে।”
এ ঘটনার কিছুদিন পর, হুমা ও রচিতকে একসঙ্গে দেখা যায় সোনাক্ষী সিনহা ও জহির ইকবালের বিয়েতে, দুজনেই সেদিন পরেছিলেন গোলাপী রঙের পোশাক। তাদের রসায়ন ছিল চোখে পড়ার মতো এবং ভক্তরা দ্রুত অনলাইনে খোঁজখবর নেওয়া শুরু করেন এই রহস্যময় ব্যক্তিটিকে (রচিত) নিয়ে।
সম্প্রতি, রচিতের ঘনিষ্ঠ একজনের জন্মদিন উদযাপনের সময় আবারো তাদের একসঙ্গে দেখা যায়, যা তাদের বাগদান নিয়ে জল্পনা আরো বাড়িয়ে তোলে। তবে বাগদান নিয়ে নানা চর্চা চললেও সরাসরি একটি কথাও বলেননি হুমা কিংবা রচিত।
রচিত সিংহ একজন নামকরা অভিনয় প্রশিক্ষক। রচিত সিং ওয়ার্কশপ নামে তার নিজস্ব প্রতিষ্ঠান রয়েছে। এই ওয়ার্কশপের মাধ্যমে ১০০টিরও বেশি কর্মশালা পরিচালনা করেছেন রচিত। তার কর্মশালায় অংশ নিয়েছেন—গুলশন দেবাইয়া, ইমাদ শাহ, কুণাল কাপুর, পূজা হেগডে, হর্ষবর্ধন রানে, অমৃতা সুবাস, সহানা গোস্বামী, অহনা কুমারা, রণবীর সিং, বরুণ ধাওয়ান, ভিকি কৌশল, অনুশকা শর্মা, অনীত পড্ডা, শানায়া কাপুরের মতো অভিনয়শিল্পীরা।
এর আগে পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার মুদাসসার আজিজের সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন বলিউড অভিনেত্রী হুমা কুরেশি। দীর্ঘ ৩ বছর সম্পর্কে ছিলেন তারা। ২০২২ সালের শেষের দিকে জানা যায়, ভেঙে গেছে এই সম্পর্ক।
ঢাকা/শান্ত