মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রায়ই একটি বাক্যাংশ ব্যবহার করেন। এই যেমন ধরুন, তিনি যখন যুক্তরাষ্ট্র একটি নতুন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সম্পর্কে তথ্য জানাচ্ছিলেন, তখন বলেছিলেন, ‘এর মতো কেউ আগে কখনো দেখেনি।’ আবার আইনশৃঙ্খলার কথা বলতে গিয়ে বলেছেন,  ওয়াশিংটনে সামরিক বাহিনীকে ব্যবহারের ফলে অপরাধ ‘এত কমিয়ে আনা হয়েছে যা আমরা এখানে কখনো দেখিনি।’ কিংবা তার নেতৃত্বে অর্থনৈতিক প্রবৃদ্ধির কথা যখন আসে, তখন তিনি বলেছেন, ‘আমরা আগে কখনো এর মতো কিছু দেখিনি।’

ট্রাম্প যখনই তার কর্মকাণ্ড নিয়ে কথা বলেন, তখন এত প্রশংসা করেন যে, এগুলো একটু ভালো বা একটু খারাপ হয় না। বরং এগুলো সবসময় এত ভালো যে মানব ইতিহাসের ইতিহাসে আগে কখনো লিপিবদ্ধ হয়নি।

ট্রাম্প তার কথাবার্তার মাধ্যমে নিজেকে নায়ক এবং তার রাজনৈতিক প্রতিপক্ষরা খলনায়ক হিসাবে উপস্থাপন করেন। তার সাফল্য তার চোখে কিংবদন্তি এবং দেশের সমস্যাগুলো হল জরুরি সংকট, যার জন্য তাকে ক্ষমতা সুসংহত করতে এবং কঠোর পদক্ষেপ নিতে হবে।

মিসৌরি স্টেট ইউনিভার্সিটির যোগাযোগ বিষয়ক অধ্যাপক ব্রায়ান অট বলেন, “তিনি (ট্রাম্প) যেভাবে কথা বলেন তা তার শাসনের পদ্ধতির রূপান্তর। চরম প্রতিক্রিয়ার জন্য, সবকিছুরই একটি চরম প্রেক্ষাপট প্রয়োজন।”

অবশ্য হোয়াইট হাউসের মুখপাত্র লিজ হিউস্টন ট্রাম্পের বাক্য ব্যবহারের ধরণ নিয়ে প্রশংসা করেছেন।

তিনি বলেছেন, “পুনরাবৃত্তি যেকোনো ভালো বার্তার মূল চাবিকাঠি এবং প্রেসিডেন্ট ট্রাম্প আমেরিকার রাজনীতির ইতিহাসে সর্বশ্রেষ্ঠ যোগাযোগকারী।”

প্রেসিডেন্টের বক্তব্যের তথ্য সংরক্ষণাগার রোল কল ফ্যাক্টবা ডট এসই অনুসারে, ট্রাম্প চলতি বছর ১৯৪ বার ‘এর মতো কেউ আগে কখনো দেখেনি’ বাক্যাংশটির কিছু সংস্করণ ব্যবহার করেছেন (যেমন- ‘এর মতো কিছু কখনো হয়নি’ অথবা ‘এরকম সংখ্যা কেউ কখনো দেখেনি’)। সংখ্যাটি ট্রাম্পের শেষ দুটি নির্বাচনী প্রচারণায় একই বাক্যাংশটির ব্যবহারের চেয়ে কম। ২০১৯ সালে মাত্র ৯০বার, ২০১৮ সালে ৭৭ বার এবং ২০১৭ সালে ৪৮ বার তিনি এই বাক্যাংশ ব্যবহার করেছিলেন।
 

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব যবহ র

এছাড়াও পড়ুন:

বাগদানের গুঞ্জনের মাঝে হুমার রহস্যময় পোস্ট

অনেক দিন ধরে গুঞ্জন উড়ছে, অভিনয় প্রশিক্ষক রচিত সিংয়ের সঙ্গে প্রেম করছেন বলিউড অভিনেত্রী হুমা কুরেশি। যদিও তারা এ সম্পর্কের কথা কখনো স্বীকার করেননি। কয়েক দিন আগে জানা যায়, দীর্ঘ দিনের কথিত প্রেমিক রচিতের সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন হুমা কুরেশি।  

বিভিন্ন সংবাদমাধ্যমের বরাত দিয়ে দ্য ফ্রি প্রেস জার্নাল জানিয়েছে, এক বছরের বেশি সময় লিভ-ইন সম্পর্কে থাকার পর বাগদান সম্পন্ন করেছেন তারা। যদিও এই খবরের কোনো প্রতিক্রিয়া জানাননি হুমা।  

আরো পড়ুন:

আমার স্বামীর উপরে কু-নজর পড়েছে: অঙ্কিতা

‘উদয়ের সঙ্গে ব্রেকআপের পর অনেক কষ্ট পেয়েছিলাম’

বুধবার (১৭ সেপ্টেম্বর) ইনস্টাগ্রামে একটি রহস্যময় বার্তা শেয়ার করেছেন এই অভিনেত্রী। হুমা তার ইনস্টাগ্রাম স্টোরিতে রামেন বাউলের ছবি শেয়ার করে লেখেন, “প্রত্যেকেরই শান্ত হওয়া প্রয়োজন… আর শান্তভাবে কাজ করা উচিত।” পাশাপাশি জানান, তিনি বর্তমানে দক্ষিণ কোরিয়ায় অবস্থান করছেন। 

এর আগে হুমা-রচিতের ঘনিষ্ঠজন হিন্দুস্তান টাইমসকে বলেন, “হুমা তার দীর্ঘ দিনের প্রেমিক, অভিনয় প্রশিক্ষক রচিত সিংয়ের সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন।”  

হুমা ও রচিতের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়, তাদের ঘনিষ্ঠ বন্ধু, গায়িকা আকাসা সিংয়ের শেয়ার করা একটি ছবিকে কেন্দ্র করে। এ ছবির ক্যাপশনে আকাসা লেখেন, “এক টুকরো এই স্বর্গের জন্য তোমাদের অভিনন্দন। দারুণ একটি রাত কেটেছে।”   

এ ঘটনার কিছুদিন পর, হুমা ও রচিতকে একসঙ্গে দেখা যায় সোনাক্ষী সিনহা ও জহির ইকবালের বিয়েতে, দুজনেই সেদিন পরেছিলেন গোলাপী রঙের পোশাক। তাদের রসায়ন ছিল চোখে পড়ার মতো এবং ভক্তরা দ্রুত অনলাইনে খোঁজখবর নেওয়া শুরু করেন এই রহস্যময় ব্যক্তিটিকে (রচিত) নিয়ে।  

সম্প্রতি, রচিতের ঘনিষ্ঠ একজনের জন্মদিন উদযাপনের সময় আবারো তাদের একসঙ্গে দেখা যায়, যা তাদের বাগদান নিয়ে জল্পনা আরো বাড়িয়ে তোলে। তবে বাগদান নিয়ে নানা চর্চা চললেও সরাসরি একটি কথাও বলেননি হুমা কিংবা রচিত।  

রচিত সিংহ একজন নামকরা অভিনয় প্রশিক্ষক। রচিত সিং ওয়ার্কশপ নামে তার নিজস্ব প্রতিষ্ঠান রয়েছে। এই ওয়ার্কশপের মাধ্যমে ১০০টিরও বেশি কর্মশালা পরিচালনা করেছেন রচিত। তার কর্মশালায় অংশ নিয়েছেন—গুলশন দেবাইয়া, ইমাদ শাহ, কুণাল কাপুর, পূজা হেগডে, হর্ষবর্ধন রানে, অমৃতা সুবাস, সহানা গোস্বামী, অহনা কুমারা, রণবীর সিং, বরুণ ধাওয়ান, ভিকি কৌশল, অনুশকা শর্মা, অনীত পড্ডা, শানায়া কাপুরের মতো অভিনয়শিল্পীরা।  

এর আগে পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার মুদাসসার আজিজের সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন বলিউড অভিনেত্রী হুমা কুরেশি। দীর্ঘ ৩ বছর সম্পর্কে ছিলেন তারা। ২০২২ সালের শেষের দিকে জানা যায়, ভেঙে গেছে এই সম্পর্ক।  

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ