নওয়াজের হ্যাটট্রিসহ পাঁচ উইকেট শিকারে পাকিস্তান চ্যাম্পিয়ন
Published: 8th, September 2025 GMT
রোববার (০৭ সেপ্টেম্বর) রাতে শারজাহতে অনুষ্ঠিত ফাইনালে ব্যাট হাতে খুব বড় রান তুলতে না পারলেও স্পিন জাদুতেই আফগানিস্তানকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের শিরোপা ঘরে তুলল পাকিস্তান। আফগানদের ৬৬ রানে অলআউট করে ৭৫ রানের জয়ের মূল নায়ক ছিলেন বাঁহাতি স্পিনার মোহাম্মদ নওয়াজ।
১৪২ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে আফগানিস্তান শুরুতেই পড়ে যায় চাপের মুখে। শাহীন শাহ আফ্রিদি প্রথম ওভারেই ফেরান গুরবাজকে (৫)। এরপর আবরার আহমেদের ঘূর্ণিতে সাজঘরে ফেরেন আরেক ওপেনার সেদিকুল্লাহ অটল (১৩)।
আরো পড়ুন:
শেষ ম্যাচে ইংল্যান্ডের ইতিহাস গড়া জয়
দুর্দান্ত সেঞ্চুরিতে লারা-জয়াবর্ধনে-বাবরকে ছুঁলেন রুট
কিন্তু আসল কাজটা করেন নওয়াজ। ষষ্ঠ ওভারে টানা দুই বলে ফেরান দারবিশ রাসুলি ও আজমতউল্লাহ ওমরজাইকে। পরের ওভারের প্রথম বলেই এলবিডব্লিউ করেন ইব্রাহিম জাদরানকে, পূর্ণ হয় হ্যাটট্রিক। সেই ওভারেই বিদায় করেন করিম জানাতকেও। মুহূর্তেই ভেঙে পড়ে আফগান ব্যাটিং।
শেষ চেষ্টা করেছিলেন অধিনায়ক রশিদ খান (১৭)। কিন্তু তাকেও আউট করে পাঁচ উইকেট পূর্ণ করেন নওয়াজ। ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে ৫ উইকেট; এই জাদুকরী স্পেলেই শেষ হয়ে যায় আফগানদের স্বপ্ন। শেষ পর্যন্ত ১৫.
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতে ধাক্কা খায় পাকিস্তান। ফারহান শূন্যতে ফেরেন। সাইম আইয়ুব (১৭) ও ফখর জামান (২৭) কিছুটা চেষ্টা করলেও নুর আহমেদ ও রশিদ খানের ঘূর্ণিতে চাপে পড়ে দল। একপর্যায়ে ৭২ রানে ৫ উইকেট হারিয়ে দিশাহারা অবস্থায় দাঁড়ায় পাকিস্তান। তবে অধিনায়ক সালমান আলী আগা (২৪), মোহাম্মদ নওয়াজ (২৫) ও ফাহিম আশরাফের (১৫) ছোট ছোট ইনিংসে ভর করে শেষ পর্যন্ত ২০ ওভারে ১৪১ রান তুলতে সক্ষম হয় তারা।
সিরিজে দুই দল একে অপরকে একবার করে হারিয়েছিল। কিন্তু আসল লড়াইতে মোহাম্মদ নওয়াজের স্পিন ম্যাজিকই হয়ে যায় পার্থক্য। তার হ্যাটট্রিক ও ফাইফারের দাপটে পাকিস্তান বড় জয় নিয়ে ঘরে তোলে ত্রিদেশীয় সিরিজের ট্রফি। ম্যাচ ও সিরিজসেরা নির্বাচিত হন এই স্পিন অলরাউন্ডার।
আগামীকাল (০৯ সেপ্টেম্বর) থেকে শুরু হতে যাচ্ছে এশিয়া কাপ। তার আগে নওয়াজের এমন দুর্দান্ত পারফরম্যান্স নিঃসন্দেহে পাকিস্তানকে এনে দিবে বাড়তি আত্মবিশ্বাস।
ঢাকা/আমিনুল
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর আফগ ন উইক ট নওয় জ
এছাড়াও পড়ুন:
ভাসানী বিশ্ববিদ্যালয়ে বিসিএস পরীক্ষার্থীদের জন্য বাস সার্ভিস চালু
৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার্থীদের জন্য ফ্রি বাস সার্ভিস চালুর উদ্যোগ নিয়েছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) শাখা ছাত্রদল। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ঢাকা ও ময়মনসিংহের পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থীদের নির্বিঘ্নে পৌঁছানোর লক্ষ্যে এ বিশেষ যাতায়াত সুবিধার ব্যবস্থা করা হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে শাখা ছাত্রদলের কর্মী নাফিস ইকবাল পিয়াল বিশ্ববিদ্যালয়ের একটি ফেসবুক গ্রুপে এ তথ্য জানিয়ে পোস্ট দেন। একইসঙ্গে শাখা সভাপতি সাগর নাইম ও সাধারণ সম্পাদক সাজিদ ইসলাম দীপুও তাদের ব্যক্তিগত ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে পরীক্ষার্থীদের এ সুবিধা গ্রহণের আহ্বান জানান।
আরো পড়ুন:
ভাসানী বিশ্ববিদ্যালয়ে নির্বাচনী রোডম্যাপের দাবিতে মানববন্ধন
বিশ্ববিদ্যালয় জ্ঞান অর্জন ও বিতরণের জায়গা: ইউজিসি চেয়ারম্যান
ছাত্রদল জানিয়েছে, ক্যাম্পাস থেকে দুটি বাস ছাড়বে। একটি ঢাকা রুটে এবং অপরটি ময়মনসিংহ রুটে যাবে। প্রতিটি বাসে ৫০ জন করে মোট ১০০ জন শিক্ষার্থী এই ফ্রি সার্ভিসের আওতায় যাতায়াত করতে পারবেন। এজন্য শিক্ষার্থীদের অবশ্যই আগাম রেজিস্ট্রেশন করতে হবে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত গুগল ফর্মের মাধ্যমে রেজিস্ট্রেশন করা যাবে। রেজিস্ট্রেশন ছাড়া কেউ এই সার্ভিসের সুবিধা নিতে পারবেন না।
শিক্ষার্থীদের জন্য এ উদ্যোগ ইতোমধ্যেই বিশ্ববিদ্যালয়জুড়ে প্রশংসা কুড়িয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক শিক্ষার্থী পোস্ট দিয়ে ছাত্রদলের এ পদক্ষেপকে ‘শিক্ষার্থীবান্ধব ও সময়োপযোগী উদ্যোগ’ হিসেবে অভিহিত করেছেন।
শাখা সভাপতি সাগর নাইম তার পোস্টে বলেন, “প্রতি বছর বিসিএসে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাফল্যের আলো ছড়িয়ে দেন। আমরা চাই এ সুনাম আরো দূরে ছড়িয়ে পড়ুক, আরো উজ্জ্বল হোক। এ ধারাবাহিক সাফল্যের পথে আপনাদের পাশে থাকতে, ভালোবাসা ও সম্মান জানাতে মাভাবিপ্রবি ছাত্রদল ৪৭তম বিসিএস পরীক্ষার্থীদের জন্য ফ্রি বিশেষ বাস সার্ভিসের ব্যবস্থা করেছে।”
এ বিষয়ে শাখা সাধারণ সম্পাদক সাজিদ ইসলাম দীপু বলেন, “জাতীয়তাবাদী ছাত্রদল সবসময়ই শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে থাকে। গত বিসিএসে আমাদের বড় ভাই বিসিএস প্রশাসনে প্রথম হয়েছেন। এটি শুধু আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য নয়, সারা দেশের জন্যই গর্বের বিষয়। সেই সাফল্যের ধারা অব্যাহত রাখতে এবং শিক্ষার্থীদের কল্যাণে আমরা এবার পরীক্ষার্থীদের জন্য ফ্রি বাস সার্ভিস চালু করেছি।”
তিনি বলেন, “বিশেষ করে অনেক নারী শিক্ষার্থী আছেন, যারা ক্যাম্পাস থেকে পরীক্ষাকেন্দ্র অনেক দূরে হওয়ায় অংশ নিতে পারেন না। আবার অনেকে যানবাহন না পেয়ে দেরিতে কেন্দ্রে পৌঁছান। আমরা চাইনি কেউ যেন যাতায়াত সমস্যার কারণে বিসিএস পরীক্ষায় পিছিয়ে পড়েন। তাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ভাইয়ের সহায়তায় আমরা এ বাস সার্ভিসের ব্যবস্থা করেছি।”
ঢাকা/আবিদ/মেহেদী