“আপনারা ব্যাক্তির বিচার চাচ্ছেন, আমরা অপরাধের বিচার করতে চাচ্ছি”
Published: 8th, September 2025 GMT
আ্যটার্নী জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, “দাবি এসেছে জুলাই আগস্টের গুম খুনের বিচার করতে হবে। অমুকের বিচার করতে হবে, তমুকের বিচার করতে হবে। শেখ হাসিনার বিচার করতে হবে, সালমানের বিচার করতে হবে। আপনাদের এ দাবির সঙ্গে একমত পোষণ করে একটু ভিন্নমত পোষণ করছি ভিন্ন জায়গায়। আমাদের কাছে ব্যক্তি নগণ্য, মূখ্য হলো কি অপরাধ করেছে। আপনারা ব্যাক্তির বিচার চাচ্ছেন আমরা অপরাধের বিচার করতে চাচ্ছি।”
সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সিনেট ভবনে ‘জুলাই গণঅভ্যুত্থান ও সাংবিধানিক পুনর্গঠন তরুণদের আকাঙ্ক্ষার বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি।
আরো পড়ুন:
রাকসু নির্বাচন; ১২৩৩ মনোনয়ন বিতরণ, দাখিল ৯২৫
রাকসু নির্বাচন: ছাত্রশিবিরের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা
তিনি বলেন, “আমি আপনাদের বলছি, আমি যে পরিস্থিতিতে থাকি, যেভাবে থাকি- জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আপনাদের জুলাই বিপ্লবের চেতনার সঙ্গে আমি এক কাতারে থাকব। আপনাদের স্বপ্নের সারথী হয়ে হাতে হাত মিলিয়ে, কন্ঠে কন্ঠ মিলিয়ে এগিয়ে যাব।”
তিনি আরো বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে ১৫ শতাধিক মানুষকে অবিচারে গুলি করে হত্যা করেছে, ৩০ হাজারেরও বেশি মানুষ স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করেছে। গত ১৭ বছরে ৫ হাজারেরও বেশি মানুষ নির্বিচারে শহীদ করা হয়েছে। ৬০ লক্ষ মানুষ বিনা দোষে রাজনৈতিক মামলার স্বীকার হয়েছে। এসব অপরাধের বিচার করলে যারা এর সঙ্গে সম্পৃক্ত, তারা অবশ্যই বিচারের মুখোমুখি হবেন।”
আসাদুজ্জামান বলেন, “বাংলাদেশে ন্যায়বিচার প্রতিষ্ঠায়, সাংবিধানিক আইন প্রতিষ্ঠায় ‘আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব’- এই তত্ত্ব প্রতিষ্ঠায় যত বাঁধা আসুক, যত ব্যারিকেড সবকিছু উপেক্ষা করে বাংলাদেশের জনগণ আসুক জুলাই বিপ্লবের শহীদদের রক্তের ঋণ পরিশোধ করার জন্য একটি সাংবিধানিক কাঠামো গঠন করবে।”
আসাদুজ্জামান আরো বলেন, “আমরা এমন একটি সংবিধানের স্বপ্ন দেখি, যে সংবিধানে আর কোনো মা-বোনকে স্বামী সন্তানের জন্য রাতে অপেক্ষা করতে না হয়। কোনো মা-বোনকে যেন তাহাজ্জুদে বসে কাঁদতে না হয়। আর কোনো কার্টুনিস্টকে যেন জেলে মরতে না হয়। আমরা সাংবিধানিকভাবে এমন একটি জায়গায় যেতে চাই, যেখানে সব শহীদদের রক্তের মুল্য দেওয়া হবে। এই স্বৈরাচারী সরকার পতনের মাধ্যমে আমরা একটি স্বাধীন বাংলাদেশ অর্জন করেছি। আমরা সেই রাষ্ট্রকে একটি সুসংগঠিত কাঠামোর মাধ্যমে গড়ে তুলব।”
অনুষ্ঠানের সভাপতি রাবি উপাচার্য সালেহ্ হাসান নকীব বলেন, “রাষ্ট্রের সব সমস্যা সমাধানের একমাত্র উপায় হলো সুশিক্ষা। শ্রেষ্ঠতম সংবিধান অনেক খারাপ কাজ আটকে দিতে পারে, কিন্তু একটি সুন্দর রাষ্ট্র গঠন করতে পারে না। ২৪ এর জুলাই আগস্ট আমাদের জন্য নতুন সুযোগ তৈরি করেছে। নতুন চিন্তাকে ধারণ করতে হলে আমাদের পুরাতন ধারা থেকে বেরিয়ে আসতে হবে।”
তিনি বলেন, “বিশ্ববিদ্যালয় পরিচালনা করতে গিয়ে দেখলাম, এখানে সবাই পুরাতন ধারাকেই নিজের বলতে চায়। সবাই চায় আগে ওরা করেছে, আমরাও করব। দেশের প্রতি ভালোবাসার চেতনাকে ধারণ করতে দেশাত্মবোধক গান শোনা লাগে না। আজকের এ অনুষ্ঠানে হার-জিত হবে এটাই স্বাভাবিক। তবে আমাদের সবাইকে দেশকে ভালোবেসে নিজস্বতা প্রকাশের বদলে কাজ দেখাতে হবে।”
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ডিন একরামুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য শিক্ষা ড.
ঢাকা/ফাহিম/মেহেদী
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর র ব চ র করত ব শ বব দ য আপন দ র আম দ র অপর ধ
এছাড়াও পড়ুন:
বাগদানের গুঞ্জনের মাঝে হুমার রহস্যময় পোস্ট
অনেক দিন ধরে গুঞ্জন উড়ছে, অভিনয় প্রশিক্ষক রচিত সিংয়ের সঙ্গে প্রেম করছেন বলিউড অভিনেত্রী হুমা কুরেশি। যদিও তারা এ সম্পর্কের কথা কখনো স্বীকার করেননি। কয়েক দিন আগে জানা যায়, দীর্ঘ দিনের কথিত প্রেমিক রচিতের সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন হুমা কুরেশি।
বিভিন্ন সংবাদমাধ্যমের বরাত দিয়ে দ্য ফ্রি প্রেস জার্নাল জানিয়েছে, এক বছরের বেশি সময় লিভ-ইন সম্পর্কে থাকার পর বাগদান সম্পন্ন করেছেন তারা। যদিও এই খবরের কোনো প্রতিক্রিয়া জানাননি হুমা।
আরো পড়ুন:
আমার স্বামীর উপরে কু-নজর পড়েছে: অঙ্কিতা
‘উদয়ের সঙ্গে ব্রেকআপের পর অনেক কষ্ট পেয়েছিলাম’
বুধবার (১৭ সেপ্টেম্বর) ইনস্টাগ্রামে একটি রহস্যময় বার্তা শেয়ার করেছেন এই অভিনেত্রী। হুমা তার ইনস্টাগ্রাম স্টোরিতে রামেন বাউলের ছবি শেয়ার করে লেখেন, “প্রত্যেকেরই শান্ত হওয়া প্রয়োজন… আর শান্তভাবে কাজ করা উচিত।” পাশাপাশি জানান, তিনি বর্তমানে দক্ষিণ কোরিয়ায় অবস্থান করছেন।
এর আগে হুমা-রচিতের ঘনিষ্ঠজন হিন্দুস্তান টাইমসকে বলেন, “হুমা তার দীর্ঘ দিনের প্রেমিক, অভিনয় প্রশিক্ষক রচিত সিংয়ের সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন।”
হুমা ও রচিতের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়, তাদের ঘনিষ্ঠ বন্ধু, গায়িকা আকাসা সিংয়ের শেয়ার করা একটি ছবিকে কেন্দ্র করে। এ ছবির ক্যাপশনে আকাসা লেখেন, “এক টুকরো এই স্বর্গের জন্য তোমাদের অভিনন্দন। দারুণ একটি রাত কেটেছে।”
এ ঘটনার কিছুদিন পর, হুমা ও রচিতকে একসঙ্গে দেখা যায় সোনাক্ষী সিনহা ও জহির ইকবালের বিয়েতে, দুজনেই সেদিন পরেছিলেন গোলাপী রঙের পোশাক। তাদের রসায়ন ছিল চোখে পড়ার মতো এবং ভক্তরা দ্রুত অনলাইনে খোঁজখবর নেওয়া শুরু করেন এই রহস্যময় ব্যক্তিটিকে (রচিত) নিয়ে।
সম্প্রতি, রচিতের ঘনিষ্ঠ একজনের জন্মদিন উদযাপনের সময় আবারো তাদের একসঙ্গে দেখা যায়, যা তাদের বাগদান নিয়ে জল্পনা আরো বাড়িয়ে তোলে। তবে বাগদান নিয়ে নানা চর্চা চললেও সরাসরি একটি কথাও বলেননি হুমা কিংবা রচিত।
রচিত সিংহ একজন নামকরা অভিনয় প্রশিক্ষক। রচিত সিং ওয়ার্কশপ নামে তার নিজস্ব প্রতিষ্ঠান রয়েছে। এই ওয়ার্কশপের মাধ্যমে ১০০টিরও বেশি কর্মশালা পরিচালনা করেছেন রচিত। তার কর্মশালায় অংশ নিয়েছেন—গুলশন দেবাইয়া, ইমাদ শাহ, কুণাল কাপুর, পূজা হেগডে, হর্ষবর্ধন রানে, অমৃতা সুবাস, সহানা গোস্বামী, অহনা কুমারা, রণবীর সিং, বরুণ ধাওয়ান, ভিকি কৌশল, অনুশকা শর্মা, অনীত পড্ডা, শানায়া কাপুরের মতো অভিনয়শিল্পীরা।
এর আগে পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার মুদাসসার আজিজের সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন বলিউড অভিনেত্রী হুমা কুরেশি। দীর্ঘ ৩ বছর সম্পর্কে ছিলেন তারা। ২০২২ সালের শেষের দিকে জানা যায়, ভেঙে গেছে এই সম্পর্ক।
ঢাকা/শান্ত