জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নির্বাচন কমিশনের (ইসি) কাছে দলটির নিবন্ধন এবং প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার কার্যকরের অগ্রগতি সম্পর্কে খোঁজ নিয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের সঙ্গে এ বিষয়ে বৈঠক করেন এনসিপির তিন সদস্যের একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলে ছিলেন দলটির যুগ্ম-আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ, যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা এবং আরো একজন নেতা।

আরো পড়ুন:

বদরুদ্দীন উমরের মৃত্যুতে এনসিপির শোক

আ.

লীগ-জাপা চোরে চোরে মাসতুতো ভাই: সারজিস

বৈঠক শেষে জহিরুল ইসলাম মুসা জানান, জাতীয় নাগরিক পার্টি দলীয় নিবন্ধনের জন্য প্রয়োজনীয় সব শর্ত পূরণ করে আবেদন করেছে এবং তা এখন প্রক্রিয়াধীন। কমিশনের সিনিয়র সচিবের কাছ থেকে তারা জানতে পেরেছেন, মাঠপর্যায়ে যাচাই-বাছাইয়ের কাজ শেষ হয়েছে এবং সংশ্লিষ্ট রিপোর্ট কমিশনে জমা পড়ছে।

তিনি বলেন, “কমিশন জানিয়েছে, এই রিপোর্টগুলো যাচাই-বাছাই করে এ মাসের মধ্যেই একটি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা রয়েছে। শুধু এনসিপি নয়, যেসব দল ইতোমধ্যে নিবন্ধনের প্রাথমিক শর্ত পূরণ করেছে এবং যাদের রিপোর্ট ইতিবাচক এসেছে, তাদের ব্যাপারেও সিদ্ধান্ত জানানো হবে।”

আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে ইসি যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপ আয়োজনের পরিকল্পনা করছে, সেই প্রসঙ্গেও আলোচনা হয় বৈঠকে।

মুসা বলেন, “বিশেষ করে নতুন নিবন্ধনপ্রাপ্ত দলগুলোর সঙ্গে ইসির এই সংলাপ গুরুত্বপূর্ণ হবে বলে আমরা মনে করি।”

প্রবাসী ভোটারদের বিষয়েও কমিশনের অগ্রগতি সম্পর্কে প্রতিনিধি দলকে জানানো হয়েছে। তিনি বলেন, “আমরা দীর্ঘদিন ধরে প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়নের দাবি জানিয়ে আসছি। কমিশন আমাদের জানিয়েছে, পোস্টাল ব্যালটের মাধ্যমে বিদেশে থাকা ভোটাররা এবার ভোট দিতে পারবেন। এছাড়া যারা নিজ এলাকায় অবস্থান করবেন না, যেমন পেশাজীবী বা চাকরিজীবী, তারাও এই পদ্ধতির আওতায় আসবেন।”

তিনি আরো জানান, এ প্রক্রিয়া বাস্তবায়নে কমিশন একটি অ্যাপ চালু করবে। ভোটারদের নির্দিষ্ট সময়ের মধ্যে নিবন্ধন করতে হবে। এরপর পোস্টাল ব্যালট পাঠানো হবে এবং ভোট প্রদান শেষে তা সংশ্লিষ্ট সংসদীয় আসনে ফেরত পাঠানো হবে। এসব ব্যালট গণনায় অন্তর্ভুক্ত করা হবে বলেও ইসি আশ্বাস দিয়েছে।

ঢাকা/এএএম/এসবি

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর জ ত য় ন গর ক প র ট এনস প প রব স এনস প

এছাড়াও পড়ুন:

শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।

দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।

ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্‌যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।

৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।

ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট

সম্পর্কিত নিবন্ধ