এ সপ্তাহের রাশিফল (১৩-১৯ সেপ্টেম্বর)
Published: 13th, September 2025 GMT
সাফল্য লাভের জন্য কর্ম যথেষ্ট নয়। দরকার সঠিক কর্মকৌশল, সহনশীলতা এবং কিছু বিষয়ে সচেতনতা। আর তাতেই আপনি জীবনের প্রতিটি যুক্তিসঙ্গত চাওয়াকে পাওয়ায় রূপান্তর করতে পারবেন।
পাশ্চাত্য রাশিচক্রমতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে চলতি সপ্তাহের বিভিন্ন রাশির জাতক-জাতিকাদের নানা বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন জ্যোতিষশাস্ত্রী ড.
আরো পড়ুন:
এ সপ্তাহের রাশিফল (২৩-২৯ আগস্ট)
এ সপ্তাহের রাশিফল (৬-১২ সেপ্টেম্বর)
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল): পারিবারিক, পেশাগত কাজে সমৃদ্ধি ও সাফল্য লাভ হবে। শারীরিক ও মানসিক সুস্থতা পাবেন। বন্ধুদের সাথে সুসম্পর্ক স্থাপিত হবে। অর্থনৈতিক সমৃদ্ধি পাবেন। চিকিৎসাজনিত ব্যয় বৃদ্ধি পাবে। যন্ত্রপাতি ব্যবহারে সতর্ক থাকনেন।
বৃষ রাশি (২১ এপ্রিল-২১ মে): কর্মে উন্নতির সম্ভাবনা আছে। আর্থিক লাভবান হওয়ার সম্ভাবনা আছে। পেশাগত কাজে সুশৃঙ্খল থাকুন, সাফল্য পাবেন। নিজের ব্যক্তিগত বিষয় গোপন রাখুন।বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে অনুকূল পরিবেশ তৈরি হবে।
মিথুন রাশি (২২ মে-২১ জুন): আর্থিক দিক ভালো যাবে। সৃজনশীল কাজে উন্নতি হবে। ব্যবসায়িক যোগসূত্র তৈরি হবে। জায়গা জমি সংক্রান্ত বিষয়ে অনুকূল পরিবেশ তৈরি হবে। পারিবারিক বিষয় নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। সবধরনের ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন।
কর্কট রাশি (২২ জুন-২৩ জুলাই): কোনো শুভ সংবাদে মানসিক প্রশান্তি পাবেন। ব্যবসায়িক বিষয় নিয়ে টেনশন বাড়তে পারে। পেশাগতভাবে ব্যস্ততা বাড়বে। জমি ক্রয়-বিক্রয় সম্পর্কিত বিষয় নিয়ে টেনশন বাড়তে পারে। কর্মপরিবেশে মানিয়ে চলার চেষ্টা করুন।
সিংহ রাশি (২৩ জুলাই-২৩ আগস্ট): আত্মীয় স্বজনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। সাফল্যের ধারাবাহিকতা বজায় থাকবে। ব্যবসায়িক জটিলতা বাড়তে পারে। পারিবারিক ও পেশাগত বিষয় নিয়ে উদ্বিগ্নতা বাড়তে পারে।
কন্যা রাশি (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): কর্মক্ষেত্রে সাফল্যের বার্তা পাবেন। আর্থিক বিষয়শুভ। প্রেমে মান অভিমান বাড়বে। পুরোনো সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা বেশি। ব্যবসায়িক কার্যক্রম শুভ। শারীরিক সুস্থতায় মনোযোগী হন। সাংগঠনিক কাজ সাফল্য আসবে।
তুলা রাশি (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): আত্মনির্ভরতা বৃদ্ধি করুন। বাক্য প্রয়োগে সতর্ক থাকুন। পেশাগত কাজে আত্মনির্ভরশীলতা বাড়াতে হবে। ব্যবসায়িক ব্যস্ততা বাড়বে। উচ্চশিক্ষা বিষয়ক কাজে সাফল্যের বার্তা পাবেন।
বৃশ্চিক রাশি (২৪ অক্টোবর-২২ নভেম্বর): সাফল্যের জন্য প্রচেষ্টা অব্যাহত রাখুন। নিজের কাজের জন্য অন্যের উপর নির্ভরতা কমান। পারিবারিক বিষয় নিয়ে অস্থিরতা তৈরি হতে পারে। তবে প্রিয়জনের সাথে আনন্দ উপভোগ করবেন। নেতিবাচক লোকদের সঙ্গে দূরত্ব বজায় রাখার চেষ্টা করুন। যানবাহন ব্যবহারে সতর্ক থাকুন।
ধনু রাশি (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): ইমোশন সেন্টিমেন্ট কমাতে চেষ্টা করুন। পারিবারিক ও সামাজিকভাবে অন্যের মতামত ও বক্তব্যকে গুরুত্ব দিন। প্রেম ভালবাসার ক্ষেত্রে আরো সচেতন হওয়া উচিত। আপনার অর্থ আগমনের বিশেষ শুভযোগ লক্ষ্য করা যায়।
মকর রাশি (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): শারীরিকভাবে সুস্থ থাকার জন্য আপনাকে সঠিক স্বাস্থ্য বিধি ও নিয়ম মেনে চলতে হবে। কোনো ক্ষেত্রে বাধা, বিপত্তি সৃষ্টি হলে মানসিকভাবে দৃঢ় থাকার চেষ্টা করুন। ব্যবসায়িক যোগাযোগ শুভ। আর্থিকভাবে লাভবান হওয়ার সম্ভবনা আছে। কাজের জায়গায় বিভিন্নমুখী চাপে থাকতে পারেন।
কুম্ভ রাশি (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): বিরূপ সমালোচনা ও অবমূল্যায়নে পজিটিভ থাকার চেষ্টা করুন। আবেগ নিয়ন্ত্রিত রাখার চেষ্টা করুন। দাম্পত্য জীবন সমন্বয় করে চলুন। তবে মনে রাখবেন আপনার অন্তনির্হিত ও প্রতিভার জন্য সব বাধা অতিক্রম করার ক্ষমতা রাখেন। কর্মক্ষেত্রে আপনার গৃহীত পদক্ষেপ প্রশংসিত হবেন। আর্থিক ও ব্যবসায়িক যোগাযোগ শুভ। রাজনৈতিক ও সামাজিকভাবে প্রশংসিত হতে পারেন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): আত্মবিশ্বাস বজায় রাখার চেষ্টা করবেন। প্রবাসীদের কর্মস্থলে নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা আছে। আর্থিক ভাগ্য সুপ্রসন্ন আছে। কোনো খামখেয়ালি বা অলসতাকে প্রশ্রয় দিবেন না। স্বাস্থ্যগত বিষয় যথেষ্ট সচেতন হোন। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন।গৃহের পরিস্কার-পরিচ্ছন্নতার প্রতি গুরুত্ব দিন।
ঢাকা/ফিরোজ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর র শ ফল স প ট ম বর ব যবস য় ক স ফল য র আর থ ক প শ গত র জন য সতর ক
এছাড়াও পড়ুন:
নির্বাচনের দিন অমোচনীয় কালি সরবরাহ না হলে ভোট গ্রহণ বন্ধ থাকবে: ছাত্রদল
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে অমোচনীয় কালি সরবরাহ না করলে ভোট গ্রহণ বন্ধ থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতারা। এ ছাড়া এমফিল কোর্সে অধ্যয়নরত শিক্ষার্থীদের ভোটার ও প্রার্থী হওয়ার যোগ্যতা না দিয়ে ইচ্ছাকৃতভাবে ছাত্রদলকে ভোট প্রক্রিয়া থেকে বাদ দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন তাঁরা।
রোববার উপাচার্যের সভাকক্ষে রাজনৈতিক ও সক্রিয় সংগঠনের নেতাদের সঙ্গে অনুষ্ঠিত জকসু ও হল সংসদ নির্বাচন ২০২৫–এর আচরণবিধিবিষয়ক এক মতবিনিময় সভায় ছাত্রদলের নেতারা এমন মন্তব্য করেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্যসচিব শামসুল আরেফিন বলেন, ‘নির্বাচনে যদি কোনো ধরনের অনিয়মের ঘটনা ঘটে, তাহলে আমরা একচুল ছাড় দেব না। আমি প্রতিজ্ঞা করছি, যদি কোনো ধরনের অনিয়ম হয়— কোনো ছাড় হবে না। নির্বাচনের সময় অমোচনীয় কালি ব্যবহার করতে হবে। যদি নির্বাচন কমিশন অমোচনীয় কালি ব্যবহার করতে ব্যর্থ হয়, তাহলে ভোট গ্রহণ বন্ধ থাকবে।’
ভোটের স্বচ্ছতা নিশ্চিত করতে ‘ম্যানুয়ালি’ ভোট গণনার দাবি জানিয়ে শামসুল আরেফিন বলেন, ‘কত ব্যালট ছাপানো হলো, কত ভোট গণনা হলো, কত ব্যালট নষ্ট হলো—এসব তথ্য স্বচ্ছতার সঙ্গে প্রকাশ করতে হবে। কারণ, আমরা ডাকসুতে ব্যালট কেলেঙ্কারির অভিযোগ সম্পর্কে জানি।’
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান অভিযোগ করেন, কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ বিধিমালায় এমফিল শিক্ষার্থীদের ভোটার ও প্রার্থী হওয়ার যোগ্যতা না দিয়ে ছাত্রদলকে ‘মাইনাস’ করার একটি মাস্টারপ্ল্যান করা হয়েছে। তিনি বলেন, ‘জকসু গঠন ও পরিচালনা বিধিমালায় বলা হয়েছে, তফসিল ঘোষণার পর নিয়মিত শিক্ষার্থী ভোটার কিংবা প্রার্থী ছাড়া কেউ বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারবে না। অন্যদিকে এমফিল শিক্ষার্থীদের ভোটার ও প্রার্থীর যোগ্যতা না দিয়ে আমাদের মাইনাস করা ছিল মাস্টারপ্ল্যান—আর সেই মাস্টারপ্ল্যান সফল হয়েছে।’
প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা হাসানের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন উপাচার্য রেজাউল করিম, প্রক্টর, সিন্ডিকেটের সদস্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন ২০২৫-এর নির্বাচন কমিশনার এবং বিশ্ববিদ্যালয়ে সক্রিয় বিভিন্ন সংগঠনের নেতারা।