Risingbd:
2025-11-02@23:00:16 GMT

চুনারুঘাট থানার ওসি প্রত্যাহার

Published: 13th, September 2025 GMT

চুনারুঘাট থানার ওসি প্রত্যাহার

হবিগঞ্জের চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নূর আলম সম্প্রতি ৪ লাখ টাকা চুরির অভিযোগে কনস্টেবল ওয়াসিমের বাসা তছনছ করেছেন। এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ওসিকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। 

শনিবার (১৩ সেপ্টেম্বর) হবিগঞ্জের পুলিশ সুপার (এসপি) এ এন এম সাজেদুর রহমান এক আদেশে তাকে চুনারুঘাট থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করেছেন।

থানার আবাসিক ভবনে ওসি নূর আলমের বাসা থেকে ৪ লাখ টাকা চুরি হয়। এ বিষয়ে থানার গাড়িচালক ওয়াসিমকে সন্দেহ করেন ওসি। গত ৯ সেপ্টেম্বর তিনি আরো কয়েকজন পুলিশ সদস্যকে সঙ্গে নিয়ে ওয়াসিমের বাসায় তল্লাশি চালান। এ ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন ওঠে, ওসির বাসার ৪ লাখ টাকার উৎস কী?

ওয়াসিম সাংবাদিকদের বলেছেন, “আমি স্যারকে বলেছি, আমি পুলিশ সদস্য, আপনার টাকা চুরি করিনি। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলার কারণে আমি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানাব। পরে তিনি আমাকে দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যান।”

প্রত্যাহারের পর থেকে ওসি নূর আলমের সরকারি মোবাইল নম্বর বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া যায়নি। বন্ধ পাওয়া গেছে থানার পরিদর্শকের (তদন্ত) সরকারি মোবাইল নম্বরও।

মাধবপুর-চুনারুঘাট সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম সালিমুল হক বলেছেন, ওসির টাকা চুরির অভিযোগে ড্রাইভারের বাসা তছনছ এবং ওসির প্রত্যাহারের খবর পেয়েছি। আমি ছুটিতে আছি, তাই নিশ্চিত করে কিছু বলতে পারছি না।

হবিগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা শাখার একটি বিশ্বাসযোগ্য সূত্র ওসি প্রত্যাহারের খবরের সত্যতা নিশ্চিত করেছে।

ঢাকা/মামুন/রফিক

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

আফগানিস্তানে মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ অঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। দুই মাস আগেই দেশটিতে এক ভূমিকম্পে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল।

ইউএসজিএস জানায়, রোববার দিবাগত রাতে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে মাজার-ই-শরিফ শহরের কাছে খোলম এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের গভীরতা প্রথমে ১০ কিলোমিটার বলা হয়। পরে তা সংশোধন করে গভীরতা ২৮ কিলোমিটার বলে জানায় সংস্থাটি।

আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

উল্লেখ্য, গত ৩১ আগস্ট আফগানিস্তানের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পটি আঘাত হেনেছিল। দেশটির পূর্বাঞ্চলে আঘাত হানা রিখটার স্কেলে ৬ মাত্রার ওই ভূমিকম্পে ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান।

আরও পড়ুনআফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২২০৫, খোলা আকাশের নিচে মানুষ০৫ সেপ্টেম্বর ২০২৫

আফগানিস্তানে প্রায়শই ভূমিকম্প আঘাত হানে। বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালা বরাবর, যেখানে ইউরেশীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটগুলো মিলিত হয়েছে।

ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপ সংস্থার ভূমিকম্পবিদ ব্রায়ান ব্যাপটির দেওয়া তথ্য মতে, ১৯০০ সাল থেকে উত্তর-পূর্ব আফগানিস্তানে রিখটার স্কেলে ৭ মাত্রার বেশি ১২টি ভূমিকম্প আঘাত হেনেছে।

আরও পড়ুন৩৫ বছরে আফগানিস্তানে ভয়াবহ যত ভূমিকম্প আঘাত হেনেছে০১ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ