ঢাকার আশুলিয়ায় রুস্তম আলী (২৫) নামে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ভোরে নবীনগর-চন্দ্রা মহাসড়কের পলাশবাড়ী এলাকা থেকে তার মরদেহ উদ্ধার হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) আব্দুল হান্নান। 

আরো পড়ুন:

শ্রীপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিখোঁজ ইমামের মরদেহ মিলল নদীতে  

নিহত রুস্তম আলী নীলফামারী জেলার জলঢাকা থানার ছলিম উদ্দিনের ছেলে। তার সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। 

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, নবীনগর-চন্দ্রা মহাসড়কের পলাশবাড়ী এলাকায় রুস্তমকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পান স্থানীয়রা। তারা তাকে উদ্ধার করে আশুলিয়ার গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক রুস্তমকে মৃত ঘোষণা করেন। রুস্তমের গলায় গুলির চিহ্ন পাওয়া গেছে। 

আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) আব্দুল হান্নান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই যুবককে অন্য কোথাও গুলি করা হয়েছে। পরে সন্ত্রাসীরা তার শাল পলাশবাড়ী এলাকায় এনে ফেলে গেছে। তদন্ত শুরু করেছি। আমরা নিহতের পরিবারকে খবর দিয়েছি, মামলার প্রস্তুতি চলছে।” 

ঢাকা/সাব্বির/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর মরদ হ উদ ধ র উদ ধ র মরদ হ

এছাড়াও পড়ুন:

মেটা কানেক্ট সম্মেলনে ভিআর ও এআর পণ্যে ৬ চমক

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে অবস্থিত মেটার সদর দপ্তরে আয়োজিত বার্ষিক কানেক্ট সম্মেলনের প্রথম দিনে নতুন একাধিক প্রযুক্তি ও পণ্য আনার ঘোষণা দিয়েছে মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ। সম্মেলনে বহুল আলোচিত রেব্যান স্মার্ট চশমার হালনাগাদ সংস্করণ উন্মোচনের পাশাপাশি ডিসপ্লে যুক্ত স্মার্ট চশমা, অ্যাথলেটদের জন্য বিশেষ চশমা, ভার্চ্যুয়াল রিয়েলিটি (ভিআর) ও অগমেন্টেড রিয়েলিটিতে (এআর) বাস্তব পরিবেশ রূপান্তরের নতুন সুবিধা যুক্তের ঘোষণা দেন তিনি। সম্মেলনের উল্লেখযোগ্য ছয়টি ঘোষণা জেনে নেওয়া যাক।

মেটা রেব্যান ডিসপ্লে

সম্পর্কিত নিবন্ধ