শৈশবেই সাঁতার, শাস্ত্রীয় নৃত্যসহ নানা বিদ্যা রপ্ত করেছিলেন শ্রিয়া পিলগাঁওকর। তবে বাবা শচিন পিলগাঁওকর আর মা সুপ্রিয়া পিলগাঁওকরের পথ অনুসরণ করে শেষ পর্যন্ত অভিনয়কেই পেশা হিসেবে বেছে নেন তিনি। শুধু অভিনয় নয়, প্রযোজনা, পরিচালনা আর লেখালেখিতেও সমান আগ্রহী এই তারকা। তবে অভিনেত্রী হিসেবেই সবচেয়ে বেশি খ্যাতি পেয়েছেন তিনি। ওটিটি প্ল্যাটফর্মে একের পর এক সাফল্যের গল্প লিখে চলেছেন ভারতীয় গণমাধ্যম নব ভারত টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী হয়ে ওঠার যাত্রা, সাফল্য-সংগ্রাম আর ব্যক্তিজীবনের নানা দিক নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি।

মারাঠি ছায়াছবি ‘একুলটি এক’ দিয়ে অভিনয়জীবন শুরু করেছিলেন শ্রিয়া। তবে বলিউডে তাঁর অভিষেক হয় শাহরুখ খানের হাত ধরে, কিং খানের ‘ফ্যান’ ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। শুধু হিন্দি নয়, তামিল, তেলেগু, মারাঠি, এমনকি ফরাসি ছবিতেও অভিনয় করেছেন তিনি। তবে সর্বাধিক জনপ্রিয়তা পেয়েছেন ওটিটির মাধ্যমে। তাঁর ঝুলিতে আছে ‘মির্জাপুর’, ‘গিলটি মাইন্ডস’, ‘দ্য ব্রোকেন নিউজ’, ‘ক্র্যাকডাউন’, ‘মান্ডালা মাডারস’-এর মতো সফল সিরিজ।

শ্রিয়া পিলগাঁওকরের। ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

মেটা কানেক্ট সম্মেলনে ভিআর ও এআর পণ্যে ৬ চমক

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে অবস্থিত মেটার সদর দপ্তরে আয়োজিত বার্ষিক কানেক্ট সম্মেলনের প্রথম দিনে নতুন একাধিক প্রযুক্তি ও পণ্য আনার ঘোষণা দিয়েছে মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ। সম্মেলনে বহুল আলোচিত রেব্যান স্মার্ট চশমার হালনাগাদ সংস্করণ উন্মোচনের পাশাপাশি ডিসপ্লে যুক্ত স্মার্ট চশমা, অ্যাথলেটদের জন্য বিশেষ চশমা, ভার্চ্যুয়াল রিয়েলিটি (ভিআর) ও অগমেন্টেড রিয়েলিটিতে (এআর) বাস্তব পরিবেশ রূপান্তরের নতুন সুবিধা যুক্তের ঘোষণা দেন তিনি। সম্মেলনের উল্লেখযোগ্য ছয়টি ঘোষণা জেনে নেওয়া যাক।

মেটা রেব্যান ডিসপ্লে

সম্পর্কিত নিবন্ধ