মিয়াঁদাদের সেই রেকর্ড, ৩৮ বছর পরও যা ছুঁতে পারেননি কেউ
Published: 17th, September 2025 GMT
শুরু নাগপুরে, শেষ হায়দরাবাদে। মাঝে জামশেদপুর, শারজা, লন্ডন, নটিংহাম, বার্মিংহাম। মাঠ বদলেছে, বদলেছে প্রতিপক্ষ ও টুর্নামেন্ট। কিন্তু টানা ৯টা ম্যাচে যা বদলায়নি, তা হলো জাভেদ মিয়াঁদাদের ব্যাটে রান। ৭৮, ৭৮*, ৭৪, ৬০, ৫২*, ১১৩, ৭১*, ৬৮, ১০৩! ১৯৮৭ সালের ২৪ মার্চ থেকে ৮ অক্টোবর পর্যন্ত টানা ৯ ওয়ানডেতে ৫০ ছাড়ানো ইনিংস খেলা মিয়াঁদাদের সেই কীর্তি আজ পর্যন্ত ছুঁতে পারেননি আর কেউ।
আরও পড়ুনআবদুল কাদির: এক যে ছিল জাদুকর১৫ সেপ্টেম্বর ২০১৯নাগপুরে ভারতের বিপক্ষে ৬ ম্যাচ সিরিজের পঞ্চম ম্যাচে শুরু হয়েছিল ব্যাট হাতে মিঁয়াদাদের সেই অবিশ্বাস্য যাত্রা। সিরিজের শেষ ম্যাচটা ছিল জামশেদপুরে। এরপর শারজাতে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও ভারতের বিপক্ষেও টানা তিন ফিফটি। ফর্মটা টেনে নিয়ে গেলেন ইংল্যান্ড সফরেও—তিন ম্যাচ সিরিজে এক সেঞ্চুরির সঙ্গে দুই ফিফটি। দুর্দান্ত এক সেঞ্চুরি পেলেন হায়দরাবাদে ১৯৮৭ বিশ্বকাপে পাকিস্তানের প্রথম ম্যাচেও, শ্রীলঙ্কার বিপক্ষে। মিয়াঁদাদের সেই দারুণ পথচলা থেমে ছিল ওই বিশ্বকাপেই ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের পরের ম্যাচে, ফিলিপ ডিফ্রেটাসের বলে এলবিডব্লু হয়ে।
টানা ৯ ওয়ানডেতে ৫০ ছাড়ানো ইনিংস খেলেছিলেন মিয়াঁদাদ.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত
নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।
দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।
ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।
৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।
ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট