ইউটিউব শর্টসে বার্তা লিখেই ভিডিও তৈরির সুযোগ
Published: 19th, September 2025 GMT
ইউটিউব শর্টসে যুক্ত হলো গুগলের সর্বাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিডিও জেনারেটর ভিও থ্রি। নতুন এ সুবিধা চালুর ফলে এখন থেকে ইউটিউবের মোবাইল অ্যাপে ছোট বার্তা লিখে সর্বোচ্চ আট সেকেন্ডের ভিডিও তৈরি করা যাবে। ভিডিওতে শব্দও যুক্ত থাকবে। ফলে সহজেই ভালো মানের ইউটিউব শর্টস তৈরির সুযোগ মিলবে।
ইউটিউবের তথ্যমতে, ব্যবহারকারীরা যেকোনো কাল্পনিক দৃশ্যের প্রম্পট লেখার পাশাপাশি অ্যানিমেটেড, সিনেমাটিক বা অন্য কোনো ভিজ্যুয়াল ধরন নির্বাচন করলেই কয়েক সেকেন্ডের মধ্যে ভিডিও তৈরি করে দেবে ভিও থ্রি। শর্টসের জন্য আনা ভিও থ্রির সংস্করণ দৈর্ঘ্য ও মানের দিক থেকে সীমিত। তবে ভিডিও বানাতে কোনো ফুটেজ, ক্যামেরা বা সফটওয়্যার না লাগায় এটিকে গুগল বড় অগ্রগতি হিসেবে দেখছে। এর আগে ইউটিউব শর্টসে ড্রিম স্ক্রিন সুবিধায় কেবল ব্যাকগ্রাউন্ড তৈরি করা যেত। ভিও থ্রি সেই সীমাবদ্ধতা ভেঙে দিয়েছে। এখন পটভূমি ছাড়াও এটি সম্পূর্ণ ভিডিও বানিয়ে দিতে পারবে।
গুগলের দাবি, ভিও থ্রি প্রাকৃতিক ক্যামেরা মুভমেন্ট তৈরি করতে পারে, একাধিক বস্তুর গতিবিধি শনাক্তের পাশাপাশি ভিজ্যুয়াল স্টাইল বজায় রাখতে সক্ষম। ভিও থ্রি ব্যবহার করতে ইউটিউব অ্যাপের ক্রিয়েট ট্যাব থেকে ক্রিয়েটে ভিডিও অপশন বেছে নিতে হবে। এর জন্য কোনো ভিডিও আপলোড বা জেমিনি সাবস্ক্রিপশন প্রয়োজন নেই। তৈরি হওয়া ভিডিওতে শব্দও যুক্ত থাকবে। এরপর দৃশ্য অনুযায়ী সাউন্ড ও ব্যাকগ্রাউন্ড মিউজিক যুক্ত হবে। প্রতিটি ভিডিওতেই দৃশ্যমান ‘এআই জেনারেটেড’ লেখা থাকবে এবং থাকবে অদৃশ্য ওয়াটারমার্ক সিনথআইডি।
গুগলের তথ্যমতে, নতুন এ সুবিধা শর্ট ভিডিও নির্মাতা, মিম নির্মাতা কিংবা নতুন ব্যবহারকারীদের জন্য খুবই কার্যকর হবে। শুধু এআই তৈরি ভিডিও নয়, ব্যবহারকারীরা চাইলে গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ড বানিয়ে নিজের ভিডিওর সঙ্গে নতুন ভিডিওটি ব্যবহার করতে পারবেন। তবে আশঙ্কাও রয়েছে। ইউটিউবে এরই মধ্যে এআই তৈরি নানা বিভ্রান্তিকর কনটেন্ট ছড়িয়ে পড়েছে। শর্টসে ভিও থ্রি চালু হওয়ার পর এ ধরনের কনটেন্ট আরও বাড়তে পারে।
সূত্র: টেক রাডার
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব যবহ র
এছাড়াও পড়ুন:
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান
টি-টোয়েন্টি বিশ্বকাপের পরপরই বড় লড়াইয়ে নামছে বাংলাদেশ। ২০২৬ সালের মার্চ মাসে পাকিস্তান দল বাংলাদেশ সফরে আসছে। সফরে থাকছে দুই ম্যাচের টেস্ট সিরিজ এবং তিনটি ওয়ানডে। তবে বিশেষভাবে উল্লেখযোগ্য বিষয় হলো- এই সিরিজে কোনো টি–টোয়েন্টি ম্যাচ থাকছে না। বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট সংশ্লিষ্ট একটি সূত্র।
আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ফেব্রুয়ারি ৭ থেকে মার্চ ৮ পর্যন্ত। ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে আয়োজন করবে টুর্নামেন্টটি। যেখানে অংশ নেবে মোট ২০টি দল।
আরো পড়ুন:
মিরপুরের উইকেটের পরিবর্তনে বড় সিদ্ধান্ত, সরানো হলো গামিনিকে
বিসিবি নির্বাচনে তিন সদস্যের কমিশন গঠন
প্রাথমিক সূচি অনুযায়ী, পাকিস্তান দল ঢাকায় পা রাখবে মার্চের ২৩ তারিখে। তিন দিন পর, অর্থাৎ ২৬ মার্চ শুরু হবে টেস্ট সিরিজ। মিরপুরের শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দুইটি টেস্ট ম্যাচ। এরপর সিরিজের ওয়ানডে পর্বের জন্য চট্টগ্রামকে রাখা হয়েছে ভেন্যু হিসেবে। সেখানেই অনুষ্ঠিত হবে তিনটি ওয়ানডে।
এদিকে, চলমান এশিয়া কাপে সুপার ফোরে আগামী ২৫ সেপ্টেম্বর পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগে টাইগারদের লড়াই রয়েছে ভারত ও শ্রীলঙ্কার বিপক্ষে।
ঢাকা/আমিনুল