‘গাছেরও প্রাণ আছে’ এই সত্য অনেক-অনেক বছর আগেই প্রমাণ করে গেছেন বাঙালি বিজ্ঞানী স্যার জগদীশ চন্দ্র বসু। বিজ্ঞানীরা বলেন, ‘‘পিপাসা পেলে গাছেরাও চিৎকার করে।’’ এবার ম্যানচেস্টার-ভিত্তিক একটি ব্যান্ডদল গাছপালা ও ছত্রাক সম্পর্কে মানুষের প্রচলিত ধারণাকে আরও ভেঙে দেওয়ার মতো একটি কাজ করে ফেলেছেন। তারা মাশরুম দিয়ে মিউজিক তৈরি করতে সক্ষম হয়েছে। ইংল্যান্ডের দুইজন সঙ্গীতশিল্পী জন রস এবং অ্যান্ডি কিড এই কাজটি করে দেখিয়েছেন।
সম্প্রতি উত্তর ইংল্যান্ডের একটি কমিউনিটি সেন্টারে তাদেরকে একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক তৈরি করতে দেখা গেছে। যেখানে ড্রাম আর কিবোর্ড বাজিয়েছেন ‘বায়োনিক অ্যান্ড দ্য ওয়্যারস’-এর দুইজন সদস্য। তাদের পাশাপাশি কিবোর্ড বাজিয়েছে ছত্রাক আর উদ্ভিদ।
যেভাবে সম্ভব হলো
ইলেকট্রিক্যাল বা বৈদ্যুতিক সেন্সর ব্যবহার করে এই কাজটি করেচেন রস অ্যান্ড অ্যান্ডি কিড। এক্ষেত্রে মাশরুম ও উদ্ভিদে ইলেকট্রিক্যাল সেন্সর যুক্ত করার মাধ্যমে তাদের জৈবিক শক্তিতে কাজে লাগিয়ে বাদ্যযন্ত্রের সাহায্যে সুর উৎপন্ন করেছেন তারা।
২০২৩ সাল থেকেই মাশরুম ও উদ্ভিদে ইলেকট্রিক্যাল সেন্সর যুক্ত করে মিউজিক তৈরির চেষ্টা চালিয়ে আসছেন এই দুই শিল্পী।
এ প্রসঙ্গে জন রস বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘‘আমরা উদ্ভিদগুলো এমন কিছু যন্ত্রের সঙ্গে যুক্ত করি যা তাদের অভ্যন্তরীণ জৈব-বৈদ্যুতিক সংকেত পরিমাপ করে থাকে। এরপর সেই সংকেতগুলোকে মিডি নামক একটি সঙ্গীত-বিষয়ক ভাষায় রূপান্তর করা হয়।’’
মাশরুম ও উদ্ভিদ ব্যবহার করে সঙ্গীতের তালে বৈচিত্র্য নিয়ে এনেছেন তারা। এবং প্রমাণ করেছেন উদ্ভিদ, ছত্রাক, মাশরুম- এরা যে নিছকই কোনো নিষ্ক্রিয় সত্তা নয়। জন রসও মনে করেন- ‘‘এটি এক ধরণের আবেগময় অভিজ্ঞতাও বটে।’’
বায়োনিক অ্যান্ড দ্য ওয়্যারসের ইউটিউব চ্যানেলে ১৬টি ভিডিও রয়েছে যেখানে একটি উদ্ভিদ বা মাশরুম একটি বাদ্যযন্ত্র বাজায়। ‘মাশরুম প্লেয়িং কীবোর্ড’ তাদের সবচেয়ে জনপ্রিয় ভিডিও, তারপরে ‘মাশরুম প্লেয়িং অ্যা হ্যান্ডপ্যান’।
ঢাকা/লিপি
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
গুগল ডিসকভার ফিডে দেখা যাবে ইনস্টাগ্রাম পোস্ট ও ইউটিউব শর্টস
ব্যবহারকারীর আগ্রহ ও পছন্দের ভিত্তিতে খবর, ভিডিও ও নানা ধরনের কনটেন্ট (আধেয়) সাজিয়ে দেখায় গুগল অ্যাপের ডিসকভার ফিড। ব্যবহারকারীদের কাছে জনপ্রিয়তা পাওয়ায় এবার ডিসকভার ফিডে নতুন সুবিধা যুক্ত করতে যাচ্ছে গুগল। সুবিধাটি চালু হলে ব্যবহারকারীরা গুগল ডিসকভার ফিডেই পরিচিতদের আপলোড করা ইনস্টাগ্রাম পোস্ট ও ইউটিউব শর্টস দেখতে পারবেন।
এক ব্লগ বার্তায় গুগল জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ডিসকভার ফিডে দেখা যাবে ইনস্টাগ্রাম পোস্ট, ইউটিউব শর্টস, এক্সে প্রকাশিত লেখা এবং বিশ্বের বিভিন্ন দেশের প্রকাশক ও কনটেন্ট নির্মাতাদের পোস্ট। ধাপে ধাপে আরও কিছু প্ল্যাটফর্মও এতে যুক্ত করা হবে।
অনেক ব্যবহারকারী ডিসকভার ফিডে বৈচিত্র্যময় কনটেন্ট, বিশেষ করে ভিডিও ও সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট দেখতে পছন্দ করেন। সেই চাহিদা থেকেই নতুন কনটেন্ট সংযোজনের উদ্যোগ নেওয়া হয়েছে। শুধু তা–ই নয়, ব্যবহারকারীরা চাইলে এবার থেকে নিজেদের ফিড আরও ব্যক্তিগতভাবে সাজাতে পারবেন। ইতিমধ্যেই যোগ করা হয়েছে ‘ফলো’ বাটন। এটি ফিডের ওপরের ডান দিকে পাওয়া যাবে। কোনো প্রকাশক বা নির্মাতার নাম প্রেস করলে আলাদা একটি পেজ চালু হবে। সেখানে তাদের সর্বশেষ লেখা ও সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট একসঙ্গে দেখা যাবে। এরপর চাইলে সেখান থেকেই ফলো করার সুযোগ থাকবে। তবে এ সুবিধা ব্যবহার করতে হলে গুগল অ্যাকাউন্টে সাইন ইন করতে হবে।
বিশ্বজুড়ে কোটি কোটি ব্যবহারকারী ইতিমধ্যেই গুগলের ডিসকভার ফিড ব্যবহার করে নিজেদের পছন্দের বিভিন্ন কনটেন্ট দেখতে পারছেন। নতুন এ আপডেটের ফলে প্রিয় নির্মাতা ও প্রকাশকের সর্বশেষ খবর, লেখা ও পোস্ট পাওয়া আরও সহজ হবে। গত মাসে গুগল সার্চে নতুন একটি ফিচার চালু করেছিল, যাতে ব্যবহারকারীরা নিজেদের পছন্দের তথ্যসূত্র ঠিক করে দিতে পারেন। এর ফলে ক্লিকবিট এড়িয়ে নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য পাওয়ার সুযোগ বেড়েছে।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস