জটিল কিডনি রোগে আক্রান্ত সাফওয়ান (৪) নামে এক শিশুকে ঢাকা মেডিকেলে চিকিৎসার জন্য নেওয়া হলে শিশুটির মৃত্যু হয়। পরিবারের অভিযোগ শিশুটি চিকিৎসকদের অবহেলায় মারা গেছে। 

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাত সোয়া ৮টার দিকে শিশুকে ঢামেক জরুরি বিভাগে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক শিশুটিকে ২১০ নম্বর শিশু ওয়ার্ডে পাঠিয়ে দেন। পরে চিকিৎসক তাকে অক্সিজেন দেওেয়ার কিছুক্ষণ পরেই শিশুটির মৃত্যু হয়। 

এ নিয়ে শিশু স্বজনরা ডাক্তারের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। তাদের অভিযোগ, চিকিৎসকদের অবহেলায় শিশুটির মৃত্যু হয়েছে। সেসময় জুয়েল নামে এক ট্রলি ম্যানকে রোগীর স্বজনরা পিটিয়ে গুরুতর আহত করে। পরে ওই শিশুর লাশ জোর করে নিয়ে যেতে চাইলে দায়িত্বে থাকা আনসার সদস্যরা স্বজনদের বাধা দিলে তারা দরজা-জানালার কাচ ভাঙচুর করে। 

এ ঘটনায় আনসার সদস্যরা তিন যুবককে আটক করে ঢামেক ক্যাম্প পুলিশের নিকট সোপর্দ করেন। আটককৃতরা হলেন- সামির (৩০), সোয়েব (২১) ও রেজাউল (২৫)। তারা সবাই রাজধানীর পুরান ঢাকার আগামসিলেনের বাসীন্দা।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন, “পুরান ঢাকা বংশালের আগামসি লেন থেকে কিডনি জনিত সমস্যা নিয়ে এক শিশুকে ভর্তির কিছুক্ষণ পরে শিশুটি মারা যায়। এ নিয়ে রোগীর স্বজনরা চিকিৎসকদের সঙ্গে কথা কাটাকাটি করে। তারা ঢাকা মেডিকেলের এক ট্রলি ম্যানকে পিটিয়ে আহত করে। তাকে জরুরি বিভাগের ওসেকে ভর্তি রাখা হয়েছে। এছাড়া দরজা-জানালা ভাঙচুর করে তারা। এ ঘটনায় তিন জকে গ্রেপ্তার করে শাহাবাগ থানায় সোপর্দ করা হয়েছে।”

ঢাকা/বুলবুল/এস

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

দেশের প্রথম চিকিৎসকদের ডিজিটাল ডিরেক্টরি DoctorBangladesh.com

দেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের খুঁজে পাওয়া সহজ কাজ নয়। এই কঠিন কাজটি সহজ করে দিয়েছে DoctorBangladesh.com.  
এটি একটি তথ্যনির্ভর, গ্রহণযোগ্য ডিজিটাল ডিরেক্টরি। 

২০১৯ সালে একজন প্রাথমিক শিক্ষকের হাত ধরে তৈরি হওয়া এই ডিরেক্টরি আজ দেশের সবচেয়ে বড় চিকিৎসকদের তথ্যভান্ডারে পরিণত হয়েছে। এখানে দেশের বিভিন্ন জেলার নিবন্ধিত ও অভিজ্ঞ চিকিৎসকদের তথ্য এক জায়গায় পাওয়া যায়। যে কারণে রোগী সঠিক চিকিৎসক খুঁজে পান খুব দ্রুত এবং সহজেই। 

DoctorBangladesh.com এই ওয়েবসাইটে প্রতিটি চিকিৎসকের শিক্ষাগত যোগ্যতা, বিশেষত্ব, কর্মস্থল, চেম্বারের ঠিকানা ও চিকিৎসা ক্ষেত্র (যেমন—হৃদরোগ, ডায়াবেটিস, চর্মরোগ, গাইনোকোলজি, শিশুরোগ, স্নায়ুরোগ ইত্যাদি) বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। ফলে রোগীর জন্য সঠিক চিকিৎসক খুঁজে পাওয়া, এবং সিদ্ধান্ত নেওয়া সহজ।  

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, যখন কোনো রোগী ডাক্তারের জন্য গুগলে সার্চ করেন তখন DoctorBangladesh.com এর পেইজ প্রথম দিকে দেখা যায়। এই শক্তিশালী সার্চ উপস্থিতি প্রমাণ করে যে প্ল্যাটফর্মটি ইতোমধ্যেই দেশের সবচেয়ে নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য উৎসে পরিণত হয়েছে।

ওয়েবসাইটটির প্রতিষ্ঠাতা রতন মিয়া। তিনি পেশায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। তিনি বলেন, ‘‘আমি ক্লাসে শিশুদের পড়াই।  আর সময় পেলেই এই ওয়েবসাইট নিয়ে কাজ করি। আমার লক্ষ্য ছিল খুব সহজভাবে মানুষ যেন নির্ভরযোগ্য চিকিৎসকের তথ্য পায়। দেশের অনেক মানুষ এখনো ভুল তথ্য বা ভুয়া বিজ্ঞাপনে বিভ্রান্ত হয়—এই সমস্যা সমাধান করতেই আমি এই প্ল্যাটফর্ম তৈরি করেছি।’’ 

DoctorBangladesh.com এখন শুধু একটি ওয়েবসাইট নয়, বরং এক প্রাথমিক শিক্ষকের স্বপ্ন, যার লক্ষ্য দেশের স্বাস্থ্য তথ্যকে সবার নাগালে নিয়ে আসা।

ঢাকা/স্বরলিপি

সম্পর্কিত নিবন্ধ

  • দেশের প্রথম চিকিৎসকদের ডিজিটাল ডিরেক্টরি DoctorBangladesh.com