দৈনন্দিন জীবনে বিভিন্ন ধরনের প্লাস্টিক ব্যাপকভাবে ব্যবহার করে থাকি আমরা। প্লাস্টিকের বিভিন্ন উপাদান পরিবেশের জন্য বেশ ক্ষতিকর হওয়ায় প্লাস্টিকের কারণে নানাভাবে দূষণ বাড়ছে। এ সমস্যার সমাধানে ব্যাকটেরিয়া ব্যবহার করে পরিবেশবান্ধব প্লাস্টিক উপাদান পাইরিডিনেডিকারবক্সিলিক অ্যাসিড (পিডিসিএ) তৈরি করেছেন জাপানের কোবে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা।

বিজ্ঞানীদের তথ্যমতে, পাইরিডিনেডিকারবক্সিলিক অ্যাসিড উপাদানটি প্লাস্টিকের সম্পূর্ণ বিকল্প নয়। পিইটি প্লাস্টিকের টেরেফথালিক অ্যাসিডের মতো ক্ষতিকারক উপাদান প্রতিস্থাপন করতে পারলেও নাইট্রোজেনভিত্তিক পাইরিডিনেডিকারবক্সিলিক অ্যাসিড উপাদানটি জৈব ও পচনযোগ্য। ফলে উপাদানটি পরিবেশবান্ধব।

সাধারণভাবে পাইরিডিনেডিকারবক্সিলিক অ্যাসিড উপাদানের মাধ্যমে প্লাস্টিক তৈরির সময় বিষাক্ত বর্জ্য তৈরি হয়। তবে বিজ্ঞানীরা ইকোলি ব্যাকটেরিয়া পরিবর্তন করে প্লাস্টিক তৈরিতে নতুন কৌশল ব্যবহার করে দেখেছেন, কোনো বিষাক্ত উপজাত তৈরি হয় না এবং উৎপাদনও সাত গুণ বেড়েছে। এ বিষয়ে বিজ্ঞানী তানাকা সুতোমু জানান, আমরা একটি নতুন দৃষ্টিকোণ থেকে চ্যালেঞ্জ মোকাবিলা করেছি। নাইট্রোজেনকে শোষণ করার জন্য কোষীয় বিপাক কীভাবে কাজে লাগানো যায়, তা আমরা লক্ষ করেছিলাম। বিপাকীয় বিক্রিয়ায় কোনো অবাঞ্ছিত উপজাত তৈরি হয়নি।

যদিও প্রক্রিয়াটি পুরোপুরি সহজ ছিল না। উৎপাদনের সময় বিজ্ঞানীরা একটি নতুন ক্ষতিকারক উপজাত দেখছেন। নতুন কৌশল ব্যবহার করে আরও নতুন গবেষণার সুযোগ আছে বলে মনে করেন বিজ্ঞানীরা। নতুন পদ্ধতি পেট্রোলিয়াম-ভিত্তিক প্লাস্টিকের ওপর নির্ভরতা কমাতে ও প্লাস্টিকদূষণের সংকট সমাধানে আরও কাজ করবে বলে আশা করছেন তাঁরা। গবেষণাটি মেটাবলিক ইঞ্জিনিয়ারিং সাময়িকীতে প্রকাশিত হয়েছে।

সূত্র: এনডিটিভি

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব যবহ র কর উপ দ ন পর ব শ

এছাড়াও পড়ুন:

ইসরায়েলকে মোকাবিলায় উপসাগরীয় দেশগুলোর আকাশ প্রতিরক্ষাব্যবস্থা কতটা শক্তিশালী

গালফ কো-অপারেশন কাউন্সিলের (জিসিসি) যৌথ প্রতিরক্ষা পরিষদ গত বৃহস্পতিবার কাতারের রাজধানী দোহায় জরুরি বৈঠক করেছে। এর উদ্দেশ্য ছিল কাতারে ইসরায়েলের হামলার পর এ অঞ্চলের জরুরি নিরাপত্তাব্যবস্থা নিয়ে আলোচনা করা। সম্প্রতি দোহায় হামাসের শীর্ষস্থানীয় নেতাদের লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল। এতে ছয়জন নিহত হন।

জিসিসির মহাসচিব জাসেম মোহাম্মদ আল-বুদাইউই বলেন, কাতারের ওপর এ হামলাকে সব জিসিসি সদস্যদেশের ওপর হামলা হিসেবে দেখা যেতে পারে।

আল–বুদাইউই জানান, সদস্যদেশগুলো যৌথ প্রতিরক্ষাব্যবস্থা সক্রিয় করবে, গোয়েন্দা তথ্য বিনিময় জোরদার করবে, আকাশ প্রতিরক্ষায় সমন্বয় করবে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধে আগাম সতর্কতামূলক বার্তাব্যবস্থা চালু করবে ও যৌথ মহড়া চালাবে। এর মধ্যে একটি আঞ্চলিক বিমানবাহিনী মহড়াও অন্তর্ভুক্ত থাকবে।

এ বছর শুরু হওয়ার পর থেকে কাতার হলো সপ্তম দেশ, যেখানে ইসরায়েল বোমা হামলা চালিয়েছে।

মানচিত্রে উপসাগরীয় ছয় আরব দেশ

সম্পর্কিত নিবন্ধ