দৈনন্দিন জীবনে বিভিন্ন ধরনের প্লাস্টিক ব্যাপকভাবে ব্যবহার করে থাকি আমরা। প্লাস্টিকের বিভিন্ন উপাদান পরিবেশের জন্য বেশ ক্ষতিকর হওয়ায় প্লাস্টিকের কারণে নানাভাবে দূষণ বাড়ছে। এ সমস্যার সমাধানে ব্যাকটেরিয়া ব্যবহার করে পরিবেশবান্ধব প্লাস্টিক উপাদান পাইরিডিনেডিকারবক্সিলিক অ্যাসিড (পিডিসিএ) তৈরি করেছেন জাপানের কোবে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা।

বিজ্ঞানীদের তথ্যমতে, পাইরিডিনেডিকারবক্সিলিক অ্যাসিড উপাদানটি প্লাস্টিকের সম্পূর্ণ বিকল্প নয়। পিইটি প্লাস্টিকের টেরেফথালিক অ্যাসিডের মতো ক্ষতিকারক উপাদান প্রতিস্থাপন করতে পারলেও নাইট্রোজেনভিত্তিক পাইরিডিনেডিকারবক্সিলিক অ্যাসিড উপাদানটি জৈব ও পচনযোগ্য। ফলে উপাদানটি পরিবেশবান্ধব।

সাধারণভাবে পাইরিডিনেডিকারবক্সিলিক অ্যাসিড উপাদানের মাধ্যমে প্লাস্টিক তৈরির সময় বিষাক্ত বর্জ্য তৈরি হয়। তবে বিজ্ঞানীরা ইকোলি ব্যাকটেরিয়া পরিবর্তন করে প্লাস্টিক তৈরিতে নতুন কৌশল ব্যবহার করে দেখেছেন, কোনো বিষাক্ত উপজাত তৈরি হয় না এবং উৎপাদনও সাত গুণ বেড়েছে। এ বিষয়ে বিজ্ঞানী তানাকা সুতোমু জানান, আমরা একটি নতুন দৃষ্টিকোণ থেকে চ্যালেঞ্জ মোকাবিলা করেছি। নাইট্রোজেনকে শোষণ করার জন্য কোষীয় বিপাক কীভাবে কাজে লাগানো যায়, তা আমরা লক্ষ করেছিলাম। বিপাকীয় বিক্রিয়ায় কোনো অবাঞ্ছিত উপজাত তৈরি হয়নি।

যদিও প্রক্রিয়াটি পুরোপুরি সহজ ছিল না। উৎপাদনের সময় বিজ্ঞানীরা একটি নতুন ক্ষতিকারক উপজাত দেখছেন। নতুন কৌশল ব্যবহার করে আরও নতুন গবেষণার সুযোগ আছে বলে মনে করেন বিজ্ঞানীরা। নতুন পদ্ধতি পেট্রোলিয়াম-ভিত্তিক প্লাস্টিকের ওপর নির্ভরতা কমাতে ও প্লাস্টিকদূষণের সংকট সমাধানে আরও কাজ করবে বলে আশা করছেন তাঁরা। গবেষণাটি মেটাবলিক ইঞ্জিনিয়ারিং সাময়িকীতে প্রকাশিত হয়েছে।

সূত্র: এনডিটিভি

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব যবহ র কর উপ দ ন পর ব শ

এছাড়াও পড়ুন:

বন্ধুর মোটরসাইকেলে ঘুরতে গিয়ে প্রাণ গেল তরুণীর

রাজবাড়ীর গোয়ালন্দে বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে মোটরসাইকেলের চাকায় ওড়না পেঁচিয়ে সুমাইয়া (১৮) নামের এক তরুণীর মৃত্যু হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) বিকেল ৪টার দিকে গোয়ালন্দ উপজেলার জমিদার ব্রিজ এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, সুমাইয়া তার বন্ধু মো. সজিব প্রামাণিকের মোটরসাইকেলে চড়ে ঘুরতে বের হন। মোটরসাইকেলটি দ্রুতগতিতে চলার সময় হঠাৎ পেছনের চাকায় সুমাইয়ার ওড়না পেঁচিয়ে যায়। এতে ভারসাম্য হারিয়ে তিনি সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয়রা তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে দ্রুত তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের বড় ভাই বাদী হয়ে সোমবার রাতেই  আহলাদিপুর হাইওয়ে থানায় সজিব প্রামাণিকের বিরুদ্ধে  মামলা দায়ের করেন। মামলার পর ফরিদপুর থেকে সজিবকে মোটরসাইকেলসহ গ্রেপ্তার করা হয়েছে।

আহলাদিপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম শেখ বলেছেন, সুমাইয়ার পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের পরপরই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে তাকে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।

ঢাকা/রবিউল/রফিক

সম্পর্কিত নিবন্ধ