রোয়াংছড়িতে হত্যার ঘটনায় গ্রেপ্তার ১
Published: 20th, September 2025 GMT
বান্দরবানের রোয়াংছড়িতে ইজিবাইক চালক অমন্ত সেন তঞ্চঙ্গ্যা (৪৬) হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় রাজন্ত তঞ্চংগ্যা (২৩) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার জেলা পুলিশ কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
পুলিশ জানায়, গত ১৪ সেপ্টেম্বর রাত ১১টার দিকে অমন্ত সেন শেষবারের মতো রোয়াংছড়ি বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ক্রিকেট খেলা দেখে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। তবে তিনি আর বাড়ি ফেরেননি। পরদিন সকাল পর্যন্ত খোঁজ না পেয়ে তার পরিবার থানায় খবর দেয়। ১৫ সেপ্টেম্বর সকালে নাতিং ঝিরি এলাকায় বাঁশঝাড়ের নিচ থেকে অমন্ত সেনের ব্যবহৃত ব্যাগ, মোবাইল ফোন, রক্তমাখা বাঁশের কঞ্চি এবং ভাঙা গাছের টুকরো উদ্ধার করে পুলিশ। এর পরদিন ১৬ সেপ্টেম্বর সন্ধ্যায় বান্দরবান পৌর এলাকার সাঙ্গু নদীর তীরে পানিতে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
বান্দরবান জেলা পুলিশ সুপার মো.                
      
				
ঢাকা/চাইমং/এস
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর স প ট ম বর অমন ত স ন
এছাড়াও পড়ুন:
বন্ধুর মোটরসাইকেলে ঘুরতে গিয়ে প্রাণ গেল তরুণীর
রাজবাড়ীর গোয়ালন্দে বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে মোটরসাইকেলের চাকায় ওড়না পেঁচিয়ে সুমাইয়া (১৮) নামের এক তরুণীর মৃত্যু হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) বিকেল ৪টার দিকে গোয়ালন্দ উপজেলার জমিদার ব্রিজ এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, সুমাইয়া তার বন্ধু মো. সজিব প্রামাণিকের মোটরসাইকেলে চড়ে ঘুরতে বের হন। মোটরসাইকেলটি দ্রুতগতিতে চলার সময় হঠাৎ পেছনের চাকায় সুমাইয়ার ওড়না পেঁচিয়ে যায়। এতে ভারসাম্য হারিয়ে তিনি সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয়রা তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে দ্রুত তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের বড় ভাই বাদী হয়ে সোমবার রাতেই আহলাদিপুর হাইওয়ে থানায় সজিব প্রামাণিকের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার পর ফরিদপুর থেকে সজিবকে মোটরসাইকেলসহ গ্রেপ্তার করা হয়েছে।
আহলাদিপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম শেখ বলেছেন, সুমাইয়ার পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের পরপরই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে তাকে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।
ঢাকা/রবিউল/রফিক