এমনটা হবে, স্বয়ং প্রযোজক দুলকার সালমানও ভাবেননি। তিনি ভেবেছিলেন, সিনেমা ভালো হয়েছে কিন্তু সুপারহিরো সিনেমা কী আর চলবে! দুলকার ধরেই নিয়েছিলেন, হয়তো বক্স অফিসে সেভাবে পাত্তা পাবে না। নিজে নিজে লোকসানের অঙ্কও কষে রেখেছিলেন। কিন্তু সবাইকে চমকে দিয়ে বক্স অফিসে ঝড় তুলেছিল ‘লোকাহ চ্যাপটার ১: চন্দ্র’। সেটা এতটাই যে মাত্র ৩০ কোটি রুপি বাজেটের সিনেমাটি বক্স অফিসে ৩০০ কোটি রুপি আয় করে। এবার ওটিটিতে আসছে সেই সিনেমা, দেখা যাবে ঘরে বসেই। খবর হিন্দুস্তান টাইমসের

আসছে ওটিটিতে
গতকাল বুধবার ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম জিও হটস্টারের অফিশিয়াল ফেসবুক পেজে ‘লোকাহ’ সিনেমার একটি পোস্টার শেয়ার করে জানানো হয়, শিগগিরই ওটিটিতে আসছে সিনেমাটি। প্ল্যাটফর্মের পক্ষে থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে হিন্দুস্তান টাইমসকে একটি সূত্র জানিয়েছে, চলতি মাসের শেষেই ছবিটি ঘরে বসে দেখা যাবে।

‘লোকাহ চ্যাপ্টার ১: চন্দ্র’ সিনেমায় কল্যাণী প্রিয়দর্শন।.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

সিলকো ফার্মার প্রথম প্রান্তিকে মুনাফা কমেছে ৫.৮৮ শতাংশ

পুঁজিবাজারে ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানি সিলকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পরিচালনা পর্ষদ চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর, ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আলোচ্য প্রান্তিকে আগের হিসাব বছরের তুলনায় কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) কমেছে ৫.৮৮ শতাংশ।

সোমবার (১ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে রবিবার (৩০ নভেম্বর) কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ সমাপ্ত সময়ে প্রথম প্রান্তিক অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

তথ্য মতে, ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.১৬ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ০.১৭ টাকা। সে হিসাবে কোম্পানিটি আলোচ্য প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা কমেছে ০.০১ টাকা বা ৫.৮৮ শতাংশ।

আলোচ্য সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ০.২৭ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো ছিল ০.২৪ টাকা।

২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩.১৮ টাকা।

ঢাকা/এনটি/ইভা 

সম্পর্কিত নিবন্ধ